নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সকাল থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা গেছে চার দিনের টিকিটের জন্য। অধিকাংশ যাত্রী ২৫ মার্চ বিকেলের, ২৬ মার্চ সারাদিন, ২৭ ও ২৮ মার্চের টিকেট করছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর কল্যাণপুরের অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে এমনটি জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ বাসের ক্ষেত্রেই টিকিটের অর্ধেক কাউন্টার এবং অর্ধেক অনলাইনে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ আবার পুরো টিকেট ব্যবস্থাই অনলাইন করে দিয়েছেন। ফলে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের চাপ তুলনামূলক কম।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমীনূন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ৫০ ভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। টিকিট বিক্রির চাহিদায় দেখা যায়, ২৫, ২৬,২৭ ও ২৮ মার্চ—এই চার দিনে টিকিটের যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি।
আমীনূন্নবী আরও বলেন, আগামী ২৫ তারিখ থেকে আমাদের ৬০ থেকে ৬২টা গাড়ি যাত্রী পরিবহন করবে। টিকিটের বাড়তি ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। বিআরটিএর নির্ধারিত ভাড়ায় প্রতিটি টিকিট বিক্রি করা হচ্ছে। যেহেতু টিকিট অনলাইনে ফলে কাউন্টারে যাত্রী চাপ কিছুটা কম। যারা অনলাইন বুঝেন না, তারা কাউন্টারে এসে অনলাইনের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারছেন, যদি অনলাইনে টিকিট থাকে।
টিকিট কাটতে আসা যাত্রী মো. জুবায়ের আলম বলেন, ‘২৭ তারিখ রাতের টিকিটের দরকার ছিল, কিন্তু পেলাম না। টিকিট নাকি শেষ হয়ে গেছে। চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় ২৮ তারিখ রাতের দুটি টিকিট কেটেছি।’
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট মোটামুটি বিক্রি হচ্ছে। তবে যাত্রীদের চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে ২৫,২৭ ও ২৮ তারিখের টিকিটের জন্য। আমাদের প্রতিটা রুটে শিডিউল অনুযায়ী যেসব গাড়ি চলে তার বাইরেও চার-পাঁচটা অতিরিক্ত গাড়ি চালানো হবে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য। তবে সড়কের অবস্থা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি। উত্তরাঞ্চলের মহাসড়কে কাজ চলছে। সেগুলো যথাসময়ে মেরামত না হলে যাত্রী পরিবহন অসুবিধা হতে পারে।’
বাংলাদেশ বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সকাল থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা গেছে চার দিনের টিকিটের জন্য। অধিকাংশ যাত্রী ২৫ মার্চ বিকেলের, ২৬ মার্চ সারাদিন, ২৭ ও ২৮ মার্চের টিকেট করছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর কল্যাণপুরের অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে এমনটি জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ বাসের ক্ষেত্রেই টিকিটের অর্ধেক কাউন্টার এবং অর্ধেক অনলাইনে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ আবার পুরো টিকেট ব্যবস্থাই অনলাইন করে দিয়েছেন। ফলে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের চাপ তুলনামূলক কম।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমীনূন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ৫০ ভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। টিকিট বিক্রির চাহিদায় দেখা যায়, ২৫, ২৬,২৭ ও ২৮ মার্চ—এই চার দিনে টিকিটের যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি।
আমীনূন্নবী আরও বলেন, আগামী ২৫ তারিখ থেকে আমাদের ৬০ থেকে ৬২টা গাড়ি যাত্রী পরিবহন করবে। টিকিটের বাড়তি ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। বিআরটিএর নির্ধারিত ভাড়ায় প্রতিটি টিকিট বিক্রি করা হচ্ছে। যেহেতু টিকিট অনলাইনে ফলে কাউন্টারে যাত্রী চাপ কিছুটা কম। যারা অনলাইন বুঝেন না, তারা কাউন্টারে এসে অনলাইনের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারছেন, যদি অনলাইনে টিকিট থাকে।
টিকিট কাটতে আসা যাত্রী মো. জুবায়ের আলম বলেন, ‘২৭ তারিখ রাতের টিকিটের দরকার ছিল, কিন্তু পেলাম না। টিকিট নাকি শেষ হয়ে গেছে। চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় ২৮ তারিখ রাতের দুটি টিকিট কেটেছি।’
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট মোটামুটি বিক্রি হচ্ছে। তবে যাত্রীদের চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে ২৫,২৭ ও ২৮ তারিখের টিকিটের জন্য। আমাদের প্রতিটা রুটে শিডিউল অনুযায়ী যেসব গাড়ি চলে তার বাইরেও চার-পাঁচটা অতিরিক্ত গাড়ি চালানো হবে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য। তবে সড়কের অবস্থা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি। উত্তরাঞ্চলের মহাসড়কে কাজ চলছে। সেগুলো যথাসময়ে মেরামত না হলে যাত্রী পরিবহন অসুবিধা হতে পারে।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কক্সবাজার সফরে গিয়ে সেখানকার একটি জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৪৪ মিনিট আগেমরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল–রশিদ ফেসবুকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। আজ শুক্রবার তিনি নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হারুন আল–রশিদ সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগেরোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা তহবিলের তীব্র সংকট এবং বৈশ্বিক অগ্রাধিকার পরিবর্তনের কারণে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রেক্ষাপটে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছে, রাজনৈতিক দলগুলো যদি ‘সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ’ গ্রহণ করে, তবে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। আর ‘বৃহত্তর প্যাকেজ’ গ্রহণ করলে নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাইয়ে।
৫ ঘণ্টা আগে