Ajker Patrika

দেশে ফিরেছেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১৩ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দেশে ফিরেছেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১৩ বাংলাদেশি

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজের বিমান যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসানের দেওয়া তথ্য অনুযায়ী–মানব পাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের তত্ত্বাবধানে আছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় তাঁদের খাবার, পানিসহ জরুরি সব সহায়তা দিচ্ছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।  

দেশে ফেরা ১৩ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে শরিয়তপুরের ৯, মাদারীপুর ২, চাঁদপুরের ১ ও কুমিল্লা জেলার ১ জন রয়েছেন। তাঁরা হলেন–শরিয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খাঁ, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, সিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক বেপারী। মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লস্কর। চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল। 

ভুক্তভোগীরা জানান, চলতি বছরের শুরু দিকে দুবাই ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই এরপর দুবাই থেকে লিবিয়া এরপর তিউনিসিয়া গিয়েছিলেন। নৌকায় করে সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করেন তাঁরা। 

এর আগে গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ ৭ বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হন। পরে তাঁদের দেশে ফেরানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...