Ajker Patrika

জাপান থেকে পৌঁছাল চতুর্থ চালানের টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ আস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। এ নিয়ে জাপান থেকে ২৪ লাখের বেশি টিকা পেল বাংলাদেশ।  

আজ শনিবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৩টা ২৩ মিনিটে টিকাগুলো বহনকারী বিমান পৌঁছায়। 

দেশটি থেকে মোট ৩০ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে চার দফায় এল ২৪ লাখ ২৪ হাজার ৪৮৭ ডোজ টিকা। সেরাম ও সিনোফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত পাওয়া গেছে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২০৭ ডোজ টিকা। 

গত শুক্রবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৩৪ জন। দুই ডোজ মিলে দেওয়া হয়েছে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ টিকা। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জনকে আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন। 

ফলে এখনো কোনো টিকাই পাননি এক কোটি ১৫ লাখ ১৯ হাজার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত