Ajker Patrika

বুধবার সকাল থেকেই মিলবে ট্রেনের টিকিট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯: ১৫
বুধবার সকাল থেকেই মিলবে ট্রেনের টিকিট 

ঈদ যাত্রায় সকল আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। শুধুমাত্র অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে টিকিট। যদিও আজ বিকেল থেকে অগ্রিম টিকিট দেওয়া কথা ছিলো। 

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, প্রতিটি ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। বুধবার সকাল থেকে আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের আন্তনগর ট্রেনের টিকিট কাটা যাবে। 

ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন ৮ দিনের জন্য (১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা) শিথিল করেছে সরকার। ফলে আগামী ১৫ জুলাই সকাল থেকে শর্তসাপেক্ষে ট্রেন চলাচল শুরু হবে। যাত্রী পরিবহনের জন্য সারা দেশে চলবে  ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন। 

কঠোর লকডাউনের কারণে গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশের সঙ্গে  ট্রেন চলাচল বন্ধ রেখেছিল সরকার। তবে পণ্য পরিবহনে পণ্যবাহী ট্রেন ও আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত ছিলো। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত