নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিননামা দাখিল করেছেন। শিগগির তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন বলে নিশ্চিত করেছেন আদালতের জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরী।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়। এতে আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ আরও ১৭ তারকাকে।
এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকেও ওই হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়।
মামলায় ওই ১৭ অভিনেতা-অভিনেত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ জুগিয়েছেন বলে অভিযোগ আনা হয়।
এই মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে আগাম জামিন পান অপু বিশ্বাস। ছয় সপ্তাহের জন্য তাঁকে জামিন দেওয়া হয়। এই সময়ের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি আজ জামিননামা দাখিল করেন, যা গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জামিননামা দাখিল করেছেন অপু বিশ্বাস। খুব শিগগির তিনি আত্মসমর্পণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইবেন।’
এর আগে গত ১৮ মে এই মামলায় গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিননামা দাখিল করেছেন। শিগগির তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন বলে নিশ্চিত করেছেন আদালতের জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরী।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়। এতে আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ আরও ১৭ তারকাকে।
এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকেও ওই হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়।
মামলায় ওই ১৭ অভিনেতা-অভিনেত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ জুগিয়েছেন বলে অভিযোগ আনা হয়।
এই মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে আগাম জামিন পান অপু বিশ্বাস। ছয় সপ্তাহের জন্য তাঁকে জামিন দেওয়া হয়। এই সময়ের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি আজ জামিননামা দাখিল করেন, যা গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জামিননামা দাখিল করেছেন অপু বিশ্বাস। খুব শিগগির তিনি আত্মসমর্পণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইবেন।’
এর আগে গত ১৮ মে এই মামলায় গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে।
বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসলি তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।
১৩ মিনিট আগেঅর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে...
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের ওপরই নির্ভর করবে লন্ডনের যৌথ ঘোষণার বাস্তবায়ন। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপের অগ্রগতি জানলে নির্বাচনের দিনক্ষণ বলবেন প্রধান উপদেষ্টা।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের অনিয়মের ক্ষেত্রে পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির অষ্টম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে