Ajker Patrika

রাশিয়ার মেডিকেল ও কৃষিপণ্যের ওপর নিষেধাজ্ঞা নেই: মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাশিয়ার মেডিকেল ও কৃষিপণ্যের ওপর নিষেধাজ্ঞা নেই: মার্কিন দূতাবাস

রাশিয়ার মেডিকেল ও কৃষিপণ্য; অর্থাৎ, কৃষি-সংক্রান্ত কোনো ধরনের উৎপাদন, প্রস্তুতকরণ, বিক্রি বা পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি কৃষিতে ব্যবহৃত সারও নিষেধাজ্ঞার বাইরে। আজ রোববার ঢাকার মার্কিন দূতাবাসের গণমাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের একটি ফ্যাক্টশিট থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধি স্পষ্ট করতে এ ফ্যাক্টশিট গণমাধ্যমে পাঠিয়েছে। এতে জানানো হয়, রাশিয়ার মেডিকেল এবং কৃষি সরঞ্জাম ও পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নেই। এ ছাড়া মার্কিন ট্রেজারি দপ্তরের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) এ নিয়ে একটি বিস্তারিত জেনারেল লাইসেন্স (জিএল) প্রকাশ করেছে। এতে কৃষিভিত্তিক পণ্য, সরঞ্জাম, ওষুধ এবং ওষুধ সরঞ্জাম নিয়ে কিছু লেনদেনকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের কারণে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্য সরবরাহ কমে আসা ও দাম বেড়ে যাওয়া ঠেকাতে, রাশিয়া ও ইউক্রেনের উৎপাদিত কৃষিপণ্য বিশ্ব বাজারে আবারও নিয়ে আসা নিয়ে জাতিসংঘের নেওয়া কার্যক্রমগুলোকে শক্তভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এসব পণ্য রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর আওতার বাইরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত