নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধিকাংশ গুদামই হয় ভাড়া দেওয়া নয়তো বেহাত হয়ে গেছে। সার ও বীজ সংরক্ষণের জন্য এখন নিজেরাই গুদাম ভাড়া নেওয়া শুরু করেছে। সেই সঙ্গে রয়েছে ভয়াবহ জনবল সংকট।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বৈঠকে বিএডিসির কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। যাতে সংস্থার উপস্থাপিত প্রতিবেদনে গুদাম বেহাত হওয়ার পাশাপাশি জনবল সংকটের কথা বলা হয়।
বিএডিসির প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির ৪৮৫টি গুদামের মধ্যে মাত্র ১৫০টি ব্যবহার করতে পারছে। বাকি ৩৩৫টি গুদামই হয় ভাড়া দেওয়া হয়েছে নয়তো বেহাত হয়ে গেছে। এ ছাড়া সংস্থাটির অনুমোদিত ৫৪০ জন জনবলের মধ্যে শূন্যপদ রয়েছে ৩০৫ জন। সে হিসাবে ৫৬ শতাংশ জনবল সংকটে ভুগছে বিএডিসি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএডিসির বেহাত হওয়া গুদামগুলো অবিলম্বে উদ্ধার করাসহ ইউনিয়ন/থানা পর্যায়ে খালি জায়গা অধিগ্রহণ করে বীজ/সার সংরক্ষণে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আ স ম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ‘তারা (বিএডিসি) নিজেদের গুদাম ভাড়া দিয়ে উল্টো গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছে। ব্যাখ্যা চাইলে বলেছে, আগে থেকেই এটা হয়ে আসছে। মন্ত্রণালয়ের তদারকির ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা তাদের বেহাত হওয়া গুদামগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরুর পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি ব্যক্তি ও সংস্থার কাছে ভাড়া দেওয়া গুদাম দ্রুত নিজেদের দখলে নিতে বলেছি।’
প্রতিবেদনে বিএডিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হাতে থাকা ১৫০টি গুদামের ধারণক্ষমতা ২ লাখ ৫৮ হাজার টন। এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য তাঁরা সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকানার গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছেন।
বৈঠকে ৩৩৫টি গুদাম হাতছাড়া হওয়ার ব্যাখ্যা চাইলে বিএডিসির পক্ষ থেকে বলা হয়, এর বেশ কিছু গুদাম ব্যক্তির দখলে আছে। কিছু সরকারি সংস্থার দখলে আছে। কিছু সরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে। আবার কিছু ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে।
নিজেদের গুদাম ভাড়া দিয়ে কেন গুদাম ভাড়া করা হচ্ছে সে প্রশ্নও বৈঠকে তোলা হয়। তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো সদুত্তর পায়নি কমিটি। পরে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া গুদামগুলো দ্রুত দখলে নেওয়ার নির্দেশনা দেয় সংসদীয় কমিটি।
এদিকে বিএডিসি তাদের প্রতিবেদনে সার ব্যবস্থা কার্যক্রমে ৫টি চ্যালেঞ্জের কথা বলেছে। এর এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গুদাম সংকট।
বৈঠকে বিএডিসি নতুন গুদাম নির্মাণের প্রস্তাব দেওয়া হয় বলেও জানা গেছে। এ বিষয়ে আ স ম ফিরোজ বলেন, ‘আমরা বলেছি, জমি কিনে নতুন গুদাম নির্মাণ করা যেমন সময়সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। এ জন্য কমিটি জরাজীর্ণ গুদাম সংস্কার করে ব্যবহার উপযোগী করার পরামর্শ দিয়েছে।’
সংসদীয় কমিটির এ বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য মাহবুবউল আলম হানিফ, নজরুল ইসলাম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধিকাংশ গুদামই হয় ভাড়া দেওয়া নয়তো বেহাত হয়ে গেছে। সার ও বীজ সংরক্ষণের জন্য এখন নিজেরাই গুদাম ভাড়া নেওয়া শুরু করেছে। সেই সঙ্গে রয়েছে ভয়াবহ জনবল সংকট।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বৈঠকে বিএডিসির কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। যাতে সংস্থার উপস্থাপিত প্রতিবেদনে গুদাম বেহাত হওয়ার পাশাপাশি জনবল সংকটের কথা বলা হয়।
বিএডিসির প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির ৪৮৫টি গুদামের মধ্যে মাত্র ১৫০টি ব্যবহার করতে পারছে। বাকি ৩৩৫টি গুদামই হয় ভাড়া দেওয়া হয়েছে নয়তো বেহাত হয়ে গেছে। এ ছাড়া সংস্থাটির অনুমোদিত ৫৪০ জন জনবলের মধ্যে শূন্যপদ রয়েছে ৩০৫ জন। সে হিসাবে ৫৬ শতাংশ জনবল সংকটে ভুগছে বিএডিসি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএডিসির বেহাত হওয়া গুদামগুলো অবিলম্বে উদ্ধার করাসহ ইউনিয়ন/থানা পর্যায়ে খালি জায়গা অধিগ্রহণ করে বীজ/সার সংরক্ষণে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আ স ম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ‘তারা (বিএডিসি) নিজেদের গুদাম ভাড়া দিয়ে উল্টো গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছে। ব্যাখ্যা চাইলে বলেছে, আগে থেকেই এটা হয়ে আসছে। মন্ত্রণালয়ের তদারকির ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা তাদের বেহাত হওয়া গুদামগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরুর পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি ব্যক্তি ও সংস্থার কাছে ভাড়া দেওয়া গুদাম দ্রুত নিজেদের দখলে নিতে বলেছি।’
প্রতিবেদনে বিএডিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হাতে থাকা ১৫০টি গুদামের ধারণক্ষমতা ২ লাখ ৫৮ হাজার টন। এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য তাঁরা সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকানার গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছেন।
বৈঠকে ৩৩৫টি গুদাম হাতছাড়া হওয়ার ব্যাখ্যা চাইলে বিএডিসির পক্ষ থেকে বলা হয়, এর বেশ কিছু গুদাম ব্যক্তির দখলে আছে। কিছু সরকারি সংস্থার দখলে আছে। কিছু সরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে। আবার কিছু ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে।
নিজেদের গুদাম ভাড়া দিয়ে কেন গুদাম ভাড়া করা হচ্ছে সে প্রশ্নও বৈঠকে তোলা হয়। তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো সদুত্তর পায়নি কমিটি। পরে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া গুদামগুলো দ্রুত দখলে নেওয়ার নির্দেশনা দেয় সংসদীয় কমিটি।
এদিকে বিএডিসি তাদের প্রতিবেদনে সার ব্যবস্থা কার্যক্রমে ৫টি চ্যালেঞ্জের কথা বলেছে। এর এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গুদাম সংকট।
বৈঠকে বিএডিসি নতুন গুদাম নির্মাণের প্রস্তাব দেওয়া হয় বলেও জানা গেছে। এ বিষয়ে আ স ম ফিরোজ বলেন, ‘আমরা বলেছি, জমি কিনে নতুন গুদাম নির্মাণ করা যেমন সময়সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। এ জন্য কমিটি জরাজীর্ণ গুদাম সংস্কার করে ব্যবহার উপযোগী করার পরামর্শ দিয়েছে।’
সংসদীয় কমিটির এ বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য মাহবুবউল আলম হানিফ, নজরুল ইসলাম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান।
পুরোনো যানবাহনের বিষয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের যানবাহন পরিবেশদূষণের জন্য দায়ী নয়; বরং অপরিকল্পিত জ্বালানি ব্যবহার ও যন্ত্রাংশের অনিয়মিত রক্ষণাবেক্ষণ এর জন্য দায়ী। তাই যেসব গাড়ি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হবে না, সেগুলো চলাচলে অযোগ্য ঘোষণা
২১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামে করা মানহানির মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে আজ রোববার এ আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান...
১ ঘণ্টা আগে৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করা হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংলাপের সমাপ্তি টানা কমিশনের প্রধান লক্ষ্য। সংলাপে আমরা ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছি। ৭টি বিষয় অসমাপ্ত আছে আর ৩টি বিষয়ে আলোচনা হয়নি।
৩ ঘণ্টা আগেনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
৭ ঘণ্টা আগে