অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য উইলিয়াম বিল কিটিং এক টুইটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি (বিল) উদ্বিগ্ন। বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে ওই টুইটটি করেন বিল কিটিং।
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলো ও কর্মকর্তাদের মধ্যে যারা মানবাধিকার লংঘনে জড়িত, তাদের জবাবদিহির আওতার আনতে বলা অব্যাহত রাখতে তিনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বানও জানান।
বিল তাঁর টুইটে গত ৮ জুন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ছয় কংগ্রেস সদস্যের চিঠিও যুক্ত করে দেন। উইলিয়াম কিটিং ছাড়াও অন্য যে পাঁচ কংগ্রেস সদস্য চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁরা হলেন জেমস ম্যাকগভার্ণ, বারবারা লি, জিম কস্টা, দিনা টিটাস ও জেমি রাস্কিন।
চিঠিতে তাঁরা ২০২১ সালে র্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য গত মে মাসে ঘোষণা করা মার্কিন ভিসা নীতির প্রতি সমর্থন জানান।
ব্লিঙ্কেনের কাছে তাঁরা চিঠিতে যেসব বিষয় জানতে চেয়েছেন, তার মধ্যে রয়েছে-মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কী প্রক্রিয়ায় অনুসরণ করে থাকে? র্যাব ও এর কতিপয় কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও যাতে অনুসরণ করে থাকে, সে বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? যেসব ব্যক্তি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেয়, তাদের জন্য ভিসা নীতি ঘোষণার বাইরে বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে আর কী কী ব্যবস্থা নিচ্ছে? আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার মত পরিবেশ থাকছে কি না, তা যাচাইয়ের জন্য স্বাধীন মত প্রকাশ, সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগসহ আর কী কী ব্যবস্থার ওপর পররাষ্ট্র দপ্তর নজর রাখবে?
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য উইলিয়াম বিল কিটিং এক টুইটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি (বিল) উদ্বিগ্ন। বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে ওই টুইটটি করেন বিল কিটিং।
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলো ও কর্মকর্তাদের মধ্যে যারা মানবাধিকার লংঘনে জড়িত, তাদের জবাবদিহির আওতার আনতে বলা অব্যাহত রাখতে তিনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বানও জানান।
বিল তাঁর টুইটে গত ৮ জুন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ছয় কংগ্রেস সদস্যের চিঠিও যুক্ত করে দেন। উইলিয়াম কিটিং ছাড়াও অন্য যে পাঁচ কংগ্রেস সদস্য চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁরা হলেন জেমস ম্যাকগভার্ণ, বারবারা লি, জিম কস্টা, দিনা টিটাস ও জেমি রাস্কিন।
চিঠিতে তাঁরা ২০২১ সালে র্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য গত মে মাসে ঘোষণা করা মার্কিন ভিসা নীতির প্রতি সমর্থন জানান।
ব্লিঙ্কেনের কাছে তাঁরা চিঠিতে যেসব বিষয় জানতে চেয়েছেন, তার মধ্যে রয়েছে-মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কী প্রক্রিয়ায় অনুসরণ করে থাকে? র্যাব ও এর কতিপয় কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও যাতে অনুসরণ করে থাকে, সে বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? যেসব ব্যক্তি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেয়, তাদের জন্য ভিসা নীতি ঘোষণার বাইরে বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে আর কী কী ব্যবস্থা নিচ্ছে? আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার মত পরিবেশ থাকছে কি না, তা যাচাইয়ের জন্য স্বাধীন মত প্রকাশ, সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগসহ আর কী কী ব্যবস্থার ওপর পররাষ্ট্র দপ্তর নজর রাখবে?
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার প্রস্তাব চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজারের বেশি মাদ্রাসা। এরপর বাকি মাদ্রাসাগুলো ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নীতিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এটি সংশোধন হলে নির্বাচন-সংক্রান্ত কমিটির নেতৃত্ব থেকে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাদ দেওয়া হতে পারে।
৬ ঘণ্টা আগেচলতি রমজানে মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্ত রাখতে চাহিদার সমান বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়েছে সরকার। বায়ুতে তাপমাত্রা কম থাকায় বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১৩ হাজার মেগাওয়াটের মধ্যে রয়েছে। কিন্তু মার্চের শেষের দিকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা।
৬ ঘণ্টা আগেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়ক প্রস্তুতির কাজ চলছে অনেক স্থানেই। ২০ মার্চের মধ্যে সড়কের মেরামতকাজ শেষ করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদ যাত্রায় যানজট কমানোর পাশাপাশি সড়কগুলোর নিরাপত্তা বাড়ানো হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।
৬ ঘণ্টা আগে