Ajker Patrika

বাংলাদেশকে চাপে রাখতে ব্লিঙ্কেনকে কংগ্রেসম্যানের টুইট

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৩: ৫৩
বাংলাদেশকে চাপে রাখতে ব্লিঙ্কেনকে কংগ্রেসম্যানের টুইট

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য উইলিয়াম বিল কিটিং এক টুইটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি (বিল) উদ্বিগ্ন। বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে ওই টুইটটি করেন বিল কিটিং।

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলো ও কর্মকর্তাদের মধ্যে যারা মানবাধিকার লংঘনে জড়িত, তাদের জবাবদিহির আওতার আনতে বলা অব্যাহত রাখতে তিনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বানও জানান।

বিল তাঁর টুইটে গত ৮ জুন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ছয় কংগ্রেস সদস্যের চিঠিও যুক্ত করে দেন। উইলিয়াম কিটিং ছাড়াও অন্য যে পাঁচ কংগ্রেস সদস্য চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁরা হলেন জেমস ম্যাকগভার্ণ, বারবারা লি, জিম কস্টা, দিনা টিটাস ও জেমি রাস্কিন।

চিঠিতে তাঁরা ২০২১ সালে র‍্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য গত মে মাসে ঘোষণা করা মার্কিন ভিসা নীতির প্রতি সমর্থন জানান।

ব্লিঙ্কেনের কাছে তাঁরা চিঠিতে যেসব বিষয় জানতে চেয়েছেন, তার মধ্যে রয়েছে-মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কী প্রক্রিয়ায় অনুসরণ করে থাকে? র‍্যাব ও এর কতিপয় কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও যাতে অনুসরণ করে থাকে, সে বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? যেসব ব্যক্তি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেয়, তাদের জন্য ভিসা নীতি ঘোষণার বাইরে বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে আর কী কী ব্যবস্থা নিচ্ছে? আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার মত পরিবেশ থাকছে কি না, তা যাচাইয়ের জন্য স্বাধীন মত প্রকাশ, সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগসহ আর কী কী ব্যবস্থার ওপর পররাষ্ট্র দপ্তর নজর রাখবে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত