ভ্রমণ ডেস্ক, ঢাকা
রোমাঞ্চপ্রিয় মানুষের আকর্ষণের আরেক নাম স্কুবা ডাইভিং। এত দিন এর জন্য বিদেশে যেতে হতো। নিতে হতো প্রশিক্ষণ। তবে এখন আর বিদেশে নয়, দেশেই আছে স্কুবা ডাইভিংয়ের সুযোগ। পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং করা যায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
স্কুবা ডাইভিং খুব সহজ কোনো কাজ নয়। ইচ্ছে হলেই যে কেউ এটি করতে পারবেন না। এর জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা ও প্রশিক্ষণ। যিনি এটি করতে চান, তাঁকে অবশ্যই সাঁতারে পারদর্শী হতে হবে। সমুদ্রতলে কথা নয় বরং ইশারার মাধ্যমে যোগাযোগ করা হয়। তাই জানতে হয় পানির নিচে অন্যান্য স্কুবা ডাইভারের সঙ্গে যোগাযোগ রক্ষার নিয়ম। এত সব নিয়মকানুন মানার পরও অনেকেই স্কুবা করতে পারবেন না।
যাঁরা স্কুবা করতে পারবেন না
� হৃদ্যন্ত্রের অসুস্থতা থাকলে
� ফুসফুস কিংবা কিডনির সমস্যা থাকলে
� শরীরে বড় কোনো অপারেশন করা থাকলে
� কখনো স্ট্রোক হয়ে থাকলে
� যাঁরা উচ্চ রক্তচাপের রোগী
� সর্দি-কাশি হলে
� হাঁপানি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ক্রনিক রোগে আক্রান্ত হলে।
রোমাঞ্চপ্রিয় মানুষের আকর্ষণের আরেক নাম স্কুবা ডাইভিং। এত দিন এর জন্য বিদেশে যেতে হতো। নিতে হতো প্রশিক্ষণ। তবে এখন আর বিদেশে নয়, দেশেই আছে স্কুবা ডাইভিংয়ের সুযোগ। পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং করা যায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
স্কুবা ডাইভিং খুব সহজ কোনো কাজ নয়। ইচ্ছে হলেই যে কেউ এটি করতে পারবেন না। এর জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা ও প্রশিক্ষণ। যিনি এটি করতে চান, তাঁকে অবশ্যই সাঁতারে পারদর্শী হতে হবে। সমুদ্রতলে কথা নয় বরং ইশারার মাধ্যমে যোগাযোগ করা হয়। তাই জানতে হয় পানির নিচে অন্যান্য স্কুবা ডাইভারের সঙ্গে যোগাযোগ রক্ষার নিয়ম। এত সব নিয়মকানুন মানার পরও অনেকেই স্কুবা করতে পারবেন না।
যাঁরা স্কুবা করতে পারবেন না
� হৃদ্যন্ত্রের অসুস্থতা থাকলে
� ফুসফুস কিংবা কিডনির সমস্যা থাকলে
� শরীরে বড় কোনো অপারেশন করা থাকলে
� কখনো স্ট্রোক হয়ে থাকলে
� যাঁরা উচ্চ রক্তচাপের রোগী
� সর্দি-কাশি হলে
� হাঁপানি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ক্রনিক রোগে আক্রান্ত হলে।
জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন, জুতা কখনোই লৈঙ্গিকভিত্ত ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত, পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা (উঁচু হিলযুক্ত) পরতেন। কিন্তু হঠাৎ করে কেন তা হারিয়ে গেল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তাঁর ব্র্যান্ড
১ দিন আগেকত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
৩ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
৩ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
৩ দিন আগে