Ajker Patrika

এই বছরের মধুচন্দ্রিমার সেরা ৫ গন্তব্য

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য আদর্শ জায়গা নির্বাচন করা অনেক সময় বিয়ের স্থান নির্বাচনের চেয়ে জটিল বিষয় হয়ে দাঁড়ায়। এর সমাধান দিয়েছে ভ্রমণবিষয়ক বিখ্যাত প্রতিষ্ঠান ট্রিপ অ্যাডভাইজার ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রকাশ করেছে এই বছরের সেরা পাঁচটি হানিমুন স্পটের তালিকা।

মরিশাস

এ বছর মধুচন্দ্রিমার শীর্ষ গন্তব্য মরিশাস। এটি মূলত ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। এর চমৎকার সৈকত এবং বিলাসবহুল রিসোর্ট যেকোনো ভ্রমণকারীকে আকর্ষণ করে। রোমান্টিক ভ্রমণের জন্য এখানকার জনপ্রিয় জায়গা লা মর্ন ব্রাবান্ট পর্বতের পাদদেশে অবস্থিত লা মর্ন সৈকত। সেখান থেকে সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। এটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যাঁরা রংধনুর সাত রং মাটিতেই দেখতে চান, তাঁরা চলে যেতে পারেন দক্ষিণ-পশ্চিম মরিশাসের চামারেলে। গলফপ্রেমী দম্পতিরা যেতে পারেন গলফের স্বর্গরাজ্য ইলে অক্স সার্ফস গলফ ক্লাবে। মরিশাসের পূর্ব উপকূলে অবস্থিত এই ক্লাব বিখ্যাত গলফ চ্যাম্পিয়ন বার্নহার্ড ল্যাঙ্গার ডিজাইন করেছেন।

বালি, ইন্দোনেশিয়া

তালিকার দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার বালি। জায়গাটিকে গত বছর আমেরিকান ম্যাগাজিন ‘কন্ডে নাস্ট ট্রাভেলার’ রিডার্স চয়েস অ্যাওয়ার্ডে এশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ হিসেবে মনোনীত করেছিল। গত বছর দ্বীপটিতে বিদেশি পর্যটকের সমাগম ঘটেছিল ৬ দশমিক ৩ মিলিয়ন। এ বছর তারা লক্ষ্য নির্ধারণ করেছে ৬ দশমিক ৫ মিলিয়ন পর্যটকের। বালি হানিমুন দম্পতিদের কাছে আদর্শ গন্তব্য। এখানে রয়েছে জঙ্গল, আগ্নেয়গিরি ও সৈকত। বালির সবচেয়ে জনপ্রিয় স্থান লেম্পুয়াং মন্দির। এটি গেট অব হ্যাভেন বা স্বর্গের দরজা নামে পরিচিত। এ ছাড়া ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দীর্ঘতম নদী আয়ুং হোয়াইট ওয়াটার র‍্যাফটিংয়ের জন্য বিখ্যাত।

মালদ্বীপ

বিলাসিতা এবং সৌন্দর্যের প্রতীক মালদ্বীপ। স্বচ্ছ নীল পানি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় এই দ্বীপদেশ। এখানে দম্পতিরা ওপেন ওয়াটার বাংলো এবং সূর্যাস্ত উপভোগ করতে যান। মালদ্বীপের প্রতিটি দ্বীপ আলাদা সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে। দেশটিতে আছে ওয়াটার ভিলা, পানির নিচের এবং ওপরের বিভিন্ন রোমাঞ্চকর আয়োজন। আছে ব্যক্তিগত বিচ নিয়ে থাকার সুবিধা। এ ছাড়া আছে হোয়েল সাবমেরিনে সমুদ্রের তলদেশের দৃশ্য উপভোগের সুযোগ এবং ব্যানানা রিফের ডাইভিং স্পট।

হোই আন, ভিয়েতনাম

ভিয়েতনামের হোই আন শহরটি একসময় বাণিজ্য বন্দর ছিল। এখানকার সমৃদ্ধ বণিক বাড়ি, আইকনিক ল্যান্ডমার্ক, ফানুস আলোকিত সন্ধ্যা পর্যটকদের আকর্ষণ করে। দম্পতিরা এখানকার থু বন নদীতে ভ্রমণ করতে পারেন। নাইট মার্কেটে ভিয়েতনামের স্ট্রিট ফুড উপভোগ করা যেতে পারে। এ ছাড়া এই মার্কেটে স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়।

ফুকেট, থাইল্যান্ড

ফুকেটের বড় সৈকতগুলোর একটি ফুকেট বিচ। সমুদ্রের স্বচ্ছ পানি আর চকচকে বালু মিলে সেখানে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। ফুকেটে সান বাথ, স্নোরকেলিং, সাঁতার, জেট স্কাইং, হবি ক্যাট সেইলিং, প্যারাসেলিং এবং বানানা বোটে চমৎকার অভিজ্ঞতা নিতে পারেন দম্পতিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত