ফিচার ডেস্ক
বিমানের টিকিটের দাম বাস কিংবা ট্রেনের মতো একেবারে নির্দিষ্ট থাকে না। দেখা গেল, সকালে বুক করলে এক খরচ, বিকেলে আবার আরেক ধরনের। আর পারলে রাতে ফ্লাইটের টিকিট বুক করা থেকে বিরত থাকাই ভালো। আবার দিনক্ষণ হিসেবে এর দাম ওঠানামা করে; বিশেষ করে ছুটির মৌসুমে বাড়তি খরচ ধরেই বিমানে ভ্রমণ করতে হয়। তবে কিছু সহজ পরিকল্পনা এবং কৌশলগত বিষয় মেনে চলতে পারলে এই খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।
বিকল্প বিমানবন্দর বেছে নিন
আপনার গন্তব্যস্থলের প্রধান বিমানবন্দরের পাশাপাশি কাছাকাছি অবস্থিত বিকল্প বা সেকেন্ডারি বিমানবন্দরগুলোকেও সম্ভব হলে বেছে নিন। অনেক সময় এগুলোতে যাত্রীর চাপ কম থাকে এবং টিকিটের দাম তুলনামূলক কম হয়। ভ্রমণ সংস্থা গ্লোবাল ট্রাভেল মোমেন্টসের প্রতিষ্ঠাতা ডানকান গ্রিনফিল্ড টার্ক বলেন, ‘ব্যস্ত সময়ে ছোট বা কম পরিচিত বিমানবন্দরগুলো ব্যবহার করলে সময় ও অর্থ—দুটোই কমে যায়।’ এ ছাড়া নিজ শহরের বাইরে অন্য বিমানবন্দর থেকেও ফ্লাইট খোঁজার কথা ভেবে নিতে পারেন।
ওয়ান ওয়ে টিকিট বুক করুন
রাউন্ড ট্রিপ বা যাওয়া-আসার টিকিট একসঙ্গে না কেটে আলাদাভাবে দুটি ওয়ান ওয়ে টিকিট কিনলে কখনো কখনো খরচ কমে আসে। ইন্টারন্যাশনাল সিটিজেনস ইনস্যুরেন্সের প্রেসিডেন্ট জো ক্রোনিন জানান, ভিন্ন ভিন্ন এয়ারলাইনসে ওয়ান ওয়ে টিকিট খোঁজার মাধ্যমে আপনি অনেক সময় ভালো ফ্লাইট কম্বিনেশন এবং সময়সূচি খুঁজে পেতে পারেন। এতে রাউন্ড ট্রিপের চেয়ে খরচ অনেকটা কমে।
এ ছাড়া কৌশলটি শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে গেলেও কাজে আসে। কারণ, রাউন্ড ট্রিপ মানেই নির্দিষ্ট সময়ে আপনাকে ফিরতে হবে। না হলে আবার সেই টাকাও জলে যাবে। কিন্তু ওয়ান ওয়ে হলে আপনি ইচ্ছেমতো ফেরার সময় ঠিক করে নিতে পারেন।
ছুটির সময় ভ্রমণের খরচ বেড়ে যাওয়া নতুন কিছু নয়। তবে একটু বুদ্ধিমত্তা এবং বিকল্প চিন্তাভাবনা যদি করতে পারেন, তাহলে তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। বিকল্প বিমানবন্দর ব্যবহার এবং ওয়ান ওয়ে টিকিট কৌশল—এই দুটি পদ্ধতি ব্যবহার করে আপনি ভ্রমণের অর্থ সাশ্রয় করতে পারেন।
সূত্র: সিএনএন
বিমানের টিকিটের দাম বাস কিংবা ট্রেনের মতো একেবারে নির্দিষ্ট থাকে না। দেখা গেল, সকালে বুক করলে এক খরচ, বিকেলে আবার আরেক ধরনের। আর পারলে রাতে ফ্লাইটের টিকিট বুক করা থেকে বিরত থাকাই ভালো। আবার দিনক্ষণ হিসেবে এর দাম ওঠানামা করে; বিশেষ করে ছুটির মৌসুমে বাড়তি খরচ ধরেই বিমানে ভ্রমণ করতে হয়। তবে কিছু সহজ পরিকল্পনা এবং কৌশলগত বিষয় মেনে চলতে পারলে এই খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।
বিকল্প বিমানবন্দর বেছে নিন
আপনার গন্তব্যস্থলের প্রধান বিমানবন্দরের পাশাপাশি কাছাকাছি অবস্থিত বিকল্প বা সেকেন্ডারি বিমানবন্দরগুলোকেও সম্ভব হলে বেছে নিন। অনেক সময় এগুলোতে যাত্রীর চাপ কম থাকে এবং টিকিটের দাম তুলনামূলক কম হয়। ভ্রমণ সংস্থা গ্লোবাল ট্রাভেল মোমেন্টসের প্রতিষ্ঠাতা ডানকান গ্রিনফিল্ড টার্ক বলেন, ‘ব্যস্ত সময়ে ছোট বা কম পরিচিত বিমানবন্দরগুলো ব্যবহার করলে সময় ও অর্থ—দুটোই কমে যায়।’ এ ছাড়া নিজ শহরের বাইরে অন্য বিমানবন্দর থেকেও ফ্লাইট খোঁজার কথা ভেবে নিতে পারেন।
ওয়ান ওয়ে টিকিট বুক করুন
রাউন্ড ট্রিপ বা যাওয়া-আসার টিকিট একসঙ্গে না কেটে আলাদাভাবে দুটি ওয়ান ওয়ে টিকিট কিনলে কখনো কখনো খরচ কমে আসে। ইন্টারন্যাশনাল সিটিজেনস ইনস্যুরেন্সের প্রেসিডেন্ট জো ক্রোনিন জানান, ভিন্ন ভিন্ন এয়ারলাইনসে ওয়ান ওয়ে টিকিট খোঁজার মাধ্যমে আপনি অনেক সময় ভালো ফ্লাইট কম্বিনেশন এবং সময়সূচি খুঁজে পেতে পারেন। এতে রাউন্ড ট্রিপের চেয়ে খরচ অনেকটা কমে।
এ ছাড়া কৌশলটি শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে গেলেও কাজে আসে। কারণ, রাউন্ড ট্রিপ মানেই নির্দিষ্ট সময়ে আপনাকে ফিরতে হবে। না হলে আবার সেই টাকাও জলে যাবে। কিন্তু ওয়ান ওয়ে হলে আপনি ইচ্ছেমতো ফেরার সময় ঠিক করে নিতে পারেন।
ছুটির সময় ভ্রমণের খরচ বেড়ে যাওয়া নতুন কিছু নয়। তবে একটু বুদ্ধিমত্তা এবং বিকল্প চিন্তাভাবনা যদি করতে পারেন, তাহলে তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। বিকল্প বিমানবন্দর ব্যবহার এবং ওয়ান ওয়ে টিকিট কৌশল—এই দুটি পদ্ধতি ব্যবহার করে আপনি ভ্রমণের অর্থ সাশ্রয় করতে পারেন।
সূত্র: সিএনএন
একেকটা মৌসুমে একেক ধরনের রোগবালাই দেখা দেয়। আর এসব রোগবালাই থেকে বাঁচতে সে মৌসুমে যেসব ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়, সেসব খাবার খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে।
২ ঘণ্টা আগেসাইকেল শুধু পরিবহন নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে প্রায় ১ বিলিয়ন সাইকেল রয়েছে—এ সংখ্যা গাড়ির সংখ্যার দ্বিগুণ। করোনা মহামারির পর সাইকেল ব্যবহার আরও বেড়েছে। মানুষ এখন ব্যায়াম, অবসর ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে সাইকেল ব্যবহার করছে। আমাদের দেশেও অসংখ্য সাইকেল চলাচল করে বটে...
৪ ঘণ্টা আগেআজ শনিবার, ২০ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন।
৪ ঘণ্টা আগেচলছে অক্টোবর মাস। এটি স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির মাস। প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী এ মাসে স্তন ক্যানসারের প্রতিরোধ ও প্রতিকার এবং জীবনের মানোন্নয়ন নিয়ে স্বাস্থ্যসেবকেরা কাজ করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্য হলো, ‘প্রতিটি গল্প অনন্য, প্রতিটি যাত্রা মূল্যবান’।
৫ ঘণ্টা আগে