মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছানো অনেক সুস্থ সবল মানুষের জন্যই অসাধ্য ঘটনা। কারণ সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই স্থানটিতে অক্সিজেনের স্বল্পতা ছাড়াও সব সময় মাইনাস তাপমাত্রা থাকে। মাত্র ছয় বছর বয়সে সেখানেই পা রেখে বিস্ময়ের জন্ম দিয়েছে ভারতের পুনের শিশু আরিশকা লাদ্ধা।
শুধু বিস্ময়ই নয়, এ ঘটনার মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে বেজক্যাম্পে পৌঁছানোর রেকর্ডও গড়েছে সে। এতো কম বয়সে এভারেস্টের এতো উঁচুতে ওঠার কোনো রেকর্ড নেই।
ইনস্টাগ্রামে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরিশকার একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে লেখা হয়েছে-‘ছয় বছরের আরিশকা মাত্র ১৫ দিনে ১৭ হাজার ৫০০ ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছে। গায়ে ছয়-সাত লেয়ারের জামা পড়ে তার এই তার এই অসাধ্য যাত্রা শুরু হয়েছিল। এগিয়ে যাও মেয়ে।’
তবে এই যাত্রা পুনেকন্যার জন্য অসাধ্য নয় বলে মন্তব্য করেছেন তার মা ডিম্পল। কন্যাকে কোনো প্রশিক্ষণ না দিয়েই বেজক্যাম্পে নিয়ে গেছেন তিনি।
কন্যা সম্পর্কে ডিম্পল বলেন, ‘সে খুব কর্মঠ শিশু। বন্ধুদের সঙ্গে হাঁটতে এবং খেলতে ভালোবাসে সে। এমনকি এই বেজক্যাম্পে পৌঁছেও প্রাণশক্তিতে উচ্ছল সে। তাকে আমি এই সুন্দর অনুভূতিটি দিতে চেয়েছিলাম, অন্যদের কাছে যা অকল্পনীয়। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’
৩৪ বছর বয়সী ডিম্পল একজন ম্যারাথন দৌড়বিদ। মেয়েকে নিয়ে গত ৮ এপ্রিল বেজক্যাম্পের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছিলেন। জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই অনায়াসে ৭-৮ কিলোমিটার পথ হাঁটতে পারত আরিশকা। এ ছাড়া পুনের ছোট-বড় বিভিন্ন পাহাড়ে প্রায়ই হাইকিং করতে যায় সে।
উচ্ছ্বসিত ডিম্পল জানান, মেয়েকে সব ধরনের অভিজ্ঞতা দিতে চান তিনি।
মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছানো অনেক সুস্থ সবল মানুষের জন্যই অসাধ্য ঘটনা। কারণ সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই স্থানটিতে অক্সিজেনের স্বল্পতা ছাড়াও সব সময় মাইনাস তাপমাত্রা থাকে। মাত্র ছয় বছর বয়সে সেখানেই পা রেখে বিস্ময়ের জন্ম দিয়েছে ভারতের পুনের শিশু আরিশকা লাদ্ধা।
শুধু বিস্ময়ই নয়, এ ঘটনার মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে বেজক্যাম্পে পৌঁছানোর রেকর্ডও গড়েছে সে। এতো কম বয়সে এভারেস্টের এতো উঁচুতে ওঠার কোনো রেকর্ড নেই।
ইনস্টাগ্রামে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরিশকার একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে লেখা হয়েছে-‘ছয় বছরের আরিশকা মাত্র ১৫ দিনে ১৭ হাজার ৫০০ ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছে। গায়ে ছয়-সাত লেয়ারের জামা পড়ে তার এই তার এই অসাধ্য যাত্রা শুরু হয়েছিল। এগিয়ে যাও মেয়ে।’
তবে এই যাত্রা পুনেকন্যার জন্য অসাধ্য নয় বলে মন্তব্য করেছেন তার মা ডিম্পল। কন্যাকে কোনো প্রশিক্ষণ না দিয়েই বেজক্যাম্পে নিয়ে গেছেন তিনি।
কন্যা সম্পর্কে ডিম্পল বলেন, ‘সে খুব কর্মঠ শিশু। বন্ধুদের সঙ্গে হাঁটতে এবং খেলতে ভালোবাসে সে। এমনকি এই বেজক্যাম্পে পৌঁছেও প্রাণশক্তিতে উচ্ছল সে। তাকে আমি এই সুন্দর অনুভূতিটি দিতে চেয়েছিলাম, অন্যদের কাছে যা অকল্পনীয়। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’
৩৪ বছর বয়সী ডিম্পল একজন ম্যারাথন দৌড়বিদ। মেয়েকে নিয়ে গত ৮ এপ্রিল বেজক্যাম্পের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছিলেন। জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই অনায়াসে ৭-৮ কিলোমিটার পথ হাঁটতে পারত আরিশকা। এ ছাড়া পুনের ছোট-বড় বিভিন্ন পাহাড়ে প্রায়ই হাইকিং করতে যায় সে।
উচ্ছ্বসিত ডিম্পল জানান, মেয়েকে সব ধরনের অভিজ্ঞতা দিতে চান তিনি।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
৭ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
৯ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১২ ঘণ্টা আগে