ভ্রমণ ডেস্ক
সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অত্যধিক পর্যটনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। প্রায় ১০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছিল মূলত গণপর্যটনের মডেল পরিবর্তনের দাবি নিয়ে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপের সব প্রধান শহরের রাস্তায় পতাকা দুলিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ক্যানারি দ্বীপপুঞ্জ বিক্রির জন্য নয়, পর্যটনের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক এবং আমার বাড়িকে সম্মান করুন।
গত মাসে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেও গপর্যটনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল স্থানীয় অধিবাসীরা। এর ফলে স্থানীয় কর্তৃপক্ষ নতুন হোটেল নির্মাণ নিষিদ্ধ করে।
ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত পর্যটকদের সংখ্যাধিক্য, মাদকের অপব্যবহার এবং পতিতাবৃত্তি বাড়ায় বিরক্ত হয়ে স্থানীয় অধিবাসীরা বিক্ষোভ করছে। এ ধরনের বিক্ষোভের কারণে স্থানীয় কর্তৃপক্ষগুলোর ওপর চাপ বাড়ছে এবং তারা নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অত্যধিক পর্যটনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। প্রায় ১০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছিল মূলত গণপর্যটনের মডেল পরিবর্তনের দাবি নিয়ে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপের সব প্রধান শহরের রাস্তায় পতাকা দুলিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ক্যানারি দ্বীপপুঞ্জ বিক্রির জন্য নয়, পর্যটনের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক এবং আমার বাড়িকে সম্মান করুন।
গত মাসে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেও গপর্যটনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল স্থানীয় অধিবাসীরা। এর ফলে স্থানীয় কর্তৃপক্ষ নতুন হোটেল নির্মাণ নিষিদ্ধ করে।
ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত পর্যটকদের সংখ্যাধিক্য, মাদকের অপব্যবহার এবং পতিতাবৃত্তি বাড়ায় বিরক্ত হয়ে স্থানীয় অধিবাসীরা বিক্ষোভ করছে। এ ধরনের বিক্ষোভের কারণে স্থানীয় কর্তৃপক্ষগুলোর ওপর চাপ বাড়ছে এবং তারা নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন, জুতা কখনোই লৈঙ্গিকভিত্ত ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত, পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা (উঁচু হিলযুক্ত) পরতেন। কিন্তু হঠাৎ করে কেন তা হারিয়ে গেল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তাঁর ব্র্যান্ড
১৪ ঘণ্টা আগেকত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
৩ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
৩ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
৩ দিন আগে