Ajker Patrika

দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ২২ জানুয়ারি

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৩
Thumbnail image

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে উপজেলাটিতে পর্যটক যাতায়াতে আর বাধা রইল না।

গত ১৭ জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনা নিবাসের গত ১৭ জানুয়ারি এক চিঠির আলোকে জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হলো।

এ ক্ষেত্রে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের আগে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হবে। তা ছাড়া পর্যটন এলাকায় চলাচলে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত