ফিচার ডেস্ক
ভ্রমণের আনন্দ বেশির ভাগ সময় একান্ত ব্যক্তিগত। কিন্তু সেই আনন্দ ছড়িয়ে দেওয়া যায়। কোনো নির্দিষ্ট এলাকা থেকে ভ্রমণ শেষে ফেরার পথে প্রিয়জনদের জন্য আনতে পারেন উপহার। খেয়াল রাখবেন, যে এলাকায় ভ্রমণ করেছেন, উপহারগুলো যেন সেই এলাকার হয়। তাতে নিজের ভ্রমণের স্মৃতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি যাকে উপহার দিচ্ছেন, ভবিষ্যতে তাঁরও সেই এলাকায় যাওয়ার ইচ্ছা হবে।
স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য
কোনো এলাকায় ঘুরতে গেলে স্থানীয়ভাবে তৈরি পণ্য সংগ্রহ করুন। সেগুলোতে স্থানীয় মানুষের স্পর্শ থাকে। হতে পারে সেগুলো স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক, খাবার, মিষ্টি, চকলেট, মসলা, বাদ্যযন্ত্র, ছোট ছোট গয়না বা শোপিস। এগুলো পরিবার ও বন্ধুদের জন্য চমৎকার উপহার হতে পারে।
স্থানীয় লেখকদের বই
কোথাও যদি ঘুরতে যান, তাহলে স্থানীয় বইয়ের দোকানগুলোতে স্থানীয় লেখকদের বই খোঁজ করুন। সেসব বইয়ে স্থানীয় অনেক তথ্য থাকে। যাকে উপহার দেবেন, ভবিষ্যতে ভ্রমণের জন্য এসব তথ্য তাঁর কাজে লাগবে। এ ছাড়া সেটি রেসিপির বই হলে মাঝেমধ্যে সেই জায়গার স্মৃতি জাগিয়ে নিতে পারবেন রান্না করে।
খুঁজুন সুগন্ধি পণ্য
সুগন্ধি মানুষের জীবনের অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। পারফিউম, খাবারসহ সব ধরনের গন্ধ ভ্রমণের স্মৃতির অংশ। তাই ভ্রমণ থেকে ফেরার সময় চা, মসলা বা হার্বস, স্থানীয় সুগন্ধি মোমবাতি, তেল ইত্যাদি নিয়ে আসতে পারেন।
সূত্র: মিডল্যান্ড ট্রাভেলার্স
ভ্রমণের আনন্দ বেশির ভাগ সময় একান্ত ব্যক্তিগত। কিন্তু সেই আনন্দ ছড়িয়ে দেওয়া যায়। কোনো নির্দিষ্ট এলাকা থেকে ভ্রমণ শেষে ফেরার পথে প্রিয়জনদের জন্য আনতে পারেন উপহার। খেয়াল রাখবেন, যে এলাকায় ভ্রমণ করেছেন, উপহারগুলো যেন সেই এলাকার হয়। তাতে নিজের ভ্রমণের স্মৃতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি যাকে উপহার দিচ্ছেন, ভবিষ্যতে তাঁরও সেই এলাকায় যাওয়ার ইচ্ছা হবে।
স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য
কোনো এলাকায় ঘুরতে গেলে স্থানীয়ভাবে তৈরি পণ্য সংগ্রহ করুন। সেগুলোতে স্থানীয় মানুষের স্পর্শ থাকে। হতে পারে সেগুলো স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক, খাবার, মিষ্টি, চকলেট, মসলা, বাদ্যযন্ত্র, ছোট ছোট গয়না বা শোপিস। এগুলো পরিবার ও বন্ধুদের জন্য চমৎকার উপহার হতে পারে।
স্থানীয় লেখকদের বই
কোথাও যদি ঘুরতে যান, তাহলে স্থানীয় বইয়ের দোকানগুলোতে স্থানীয় লেখকদের বই খোঁজ করুন। সেসব বইয়ে স্থানীয় অনেক তথ্য থাকে। যাকে উপহার দেবেন, ভবিষ্যতে ভ্রমণের জন্য এসব তথ্য তাঁর কাজে লাগবে। এ ছাড়া সেটি রেসিপির বই হলে মাঝেমধ্যে সেই জায়গার স্মৃতি জাগিয়ে নিতে পারবেন রান্না করে।
খুঁজুন সুগন্ধি পণ্য
সুগন্ধি মানুষের জীবনের অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। পারফিউম, খাবারসহ সব ধরনের গন্ধ ভ্রমণের স্মৃতির অংশ। তাই ভ্রমণ থেকে ফেরার সময় চা, মসলা বা হার্বস, স্থানীয় সুগন্ধি মোমবাতি, তেল ইত্যাদি নিয়ে আসতে পারেন।
সূত্র: মিডল্যান্ড ট্রাভেলার্স
বিশ্বের সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মানবিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এবার তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করেছে নতুন ২৬টি জায়গা। ফ্রান্সের প্যারিসে জুলাই মাসে অনুষ্ঠিত সংস্থাটির ৪৭তম অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেচা বা কফি ঘুম তাড়ানোর ক্ষেত্রে তান্ত্রিকের মতো কাজ করে। যাঁদের চা পছন্দ নয়, তাঁরা বেছে নেন কফি। আমরা জানি, কফির আবার বিভিন্ন গুণও আছে। কিন্তু অন্য যেকোনো খাবার কিংবা পানীয়র মতো কফি পান করারও কিছু বাধ্যবাধকতা আছে। যেগুলোর প্রভাব সরাসরি স্বাস্থ্যের ওপরে পড়ে।
১২ ঘণ্টা আগেবাড়িতে চালের গুঁড়া আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু—বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা। এই পিঠা সারা বছর খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।
১৭ ঘণ্টা আগেযাঁরা রোজ মেকআপ করেন কিংবা যাঁদের রোজ কমবেশি মেকআপ করে বাইরে যেতে হয়, তাঁদের ত্বকে কোনো প্রভাব পড়বে না, এটা ভাবা ভুল। মেকআপ এড়ানো না গেলে ত্বকের দিকে বাড়তি নজর দিতে হবে। তবে একেকজনের ত্বকে একেক ধরনের সমস্যা থাকে, তা বুঝেই যত্ন নেওয়া দরকার।
১৯ ঘণ্টা আগে