Ajker Patrika

কারা পাচ্ছে পাকিস্তানের ভিসা সুবিধা

ফিচার ডেস্ক 
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ১৮
Thumbnail image

শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের ভিসা ফি ফ্রি করে দেওয়া হয়েছে ১২৬টি দেশের নাগরিকদের জন্য। আগে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হলেও এখন মাত্র ৩০টি প্রশ্নের উত্তর দিয়ে নির্দিষ্ট দেশগুলোর যে কেউ পেতে পারেন দেশটির ই-ভিসা।

এশিয়া মহাদেশের ৪৯টি দেশের মধ্যে ৩৩টি দেশকে এই সুবিধা দেওয়া হয়েছে। তবে ভারতকে এই সুবিধার বাইরে রেখেছে পাকিস্তান। এ ছাড়া আফ্রিকা মহাদেশের মিসর, ইথিওপিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কেনিয়া, মরক্কো, রুয়ান্ডা, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকাসহ মোট ৩৪টি দেশকে এ সুবিধা দিচ্ছে পাকিস্তান। এদিকে ইউরোপের যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, লুক্সেমবার্গ, রাশিয়া, নরওয়েসহ ৪৩টি দেশ এ সুবিধা ভোগ করতে পারবে। এই তালিকায় আরও রয়েছে উত্তর আমেরিকার ৬টি দেশ। সেগুলো হলো কানাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র। তালিকায় থাকা দক্ষিণ আমেরিকার দেশগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও পেরু। এ ছাড়া ওশেনিয়া মহাদেশের ২টি দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও এই সুবিধা দিয়েছে পাকিস্তান।

এখন থেকে পাকিস্তান ভ্রমণ ও ব্যবসা—উভয় কাজে বিনা মূল্যে নির্দিষ্ট দেশগুলোকে ৯০ দিনের ভিসা দেবে ২৪ ঘণ্টায়। এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকেরা পাকিস্তানে প্রবেশ করে পাসপোর্ট দেখালেই অন-অ্যারাইভাল ভিসা পাবেন। গত মাসের মাঝামাঝি সময় থেকে পাকিস্তানের এ নতুন ভিসা পলিসি কার্যকর হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত