আকাশে উড়ছিল একটি উড়োজাহাজ। আর এ অবস্থাতেই কিনা মারামারিতে জড়ালেন দুই যাত্রী! আশ্চর্য এ ঘটনা ঘটে তাইওয়ানের ইভিএ এয়ারলাইনসে। অবশ্য শেষমেশ তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন।
এয়ারলাইনটি এক বিবৃতিতে সিএনএনকে জানায়, হাতাহাতির ঘটনার শুরু এক যাত্রীর কাশিকে কেন্দ্র করে। তাঁর পাশের আসনে বসা ব্যক্তিটি তখন অন্য একটি আসনে সরে পড়ার চেষ্টা করেন। তবে প্রচেষ্টাটিতে সফলতা আসেনি। কারণ যে আসনটি তিনি বাছাই করেন সেটি ছিল অন্য একজন পুরুষ যাত্রীর। এই সিটে বসা নিয়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়ান, যা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে।
আর এ সময়ই তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বলে জানায় ইভিএ।
৮ মে, বুধবার। তাইপে থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী ১২ ঘণ্টার ফ্লাইট বিআর ০৮-এ ঘটনাটি ঘটে। তখন উড়োজাহাজটি ছড়ার পর ঘণ্টা তিনেক পেরিয়েছে। ইভিএ সিএনএনকে জানিয়েছে, মারামারিতে জড়ানো দুই ব্যক্তিই বিদেশি। তবে তাঁরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।
তবে এ ক্ষেত্রে ধন্যবাদ পেতে পারেন তিন নারী ফ্লাইট এটেনডেন্ট। তাঁরা এগিয়ে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাঁদের সাহায্য করেন সচেতন কিছু যাত্রী। আর এতে আলাদা করা সম্ভব হয় দুই যাত্রীকে। এতে ঝামেলা ছাড়াই ফ্লাইটটি ঠিকমতো শেষ হয়। নির্ধারিত সময়ে উড়োজাহাজটি পৌঁছে সায় সানফ্রান্সিসকোয়।
ইভিএ সিএনএনকে বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের এ ধরনের ঘটনার ব্যাপারে কোম্পানি সব সময়ই জিরো টলারেন্স নীতি মেনে চলে।’
ইভিএ জানায়, কোম্পানি পরবর্তী সময়ে তিন কেবিন ক্রুকে উপযুক্ত পুরস্কার দেবে।
ফ্লাইটের মধ্যেই উড়োজাহাজের ক্যাপ্টেন সান ফ্রান্সিসকো পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। উড়োজাহাজ অবতরণের পর মারামারিতে জড়ানো দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সরিয়ে নেয় পুলিশ।
এই প্রথম আকাশে ওড়া অবস্থায় ঝামেলার জন্য শিরোনাম হয়েছে ইভিএ এয়ারলাইনস তা নয়। ২০১৯ সালে একজন পুরুষ যাত্রী মহিলা ফ্লাইট এটেনডেন্টকে তাঁর পোশাক খুলতে, বাথরুম ব্যবহার করতে এবং পরে তাঁকে পরিষ্কার করতে সাহায্য করতে বাধ্য করেছিলেন। বলেছিলেন, তিনি নিজে শারীরিকভাবে তা করতে অক্ষম ছিলেন।
এরপর ইভিএ প্রকাশ্যে তার কর্মচারীদের প্রতি তার ‘আন্তরিক কৃতজ্ঞতা’ প্রকাশ করে এবং ঘটনাটি আরও খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়।
একই বছর ইভিএ শুধু নারীদের ফ্লাইট এটেনডেন্ট হিসেবে নিয়োগের নীতিতে পরিবর্তন আনে এবং জানায়, এখন থেকে পুরুষদেরও কেবিন ক্রু হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আকাশে উড়ছিল একটি উড়োজাহাজ। আর এ অবস্থাতেই কিনা মারামারিতে জড়ালেন দুই যাত্রী! আশ্চর্য এ ঘটনা ঘটে তাইওয়ানের ইভিএ এয়ারলাইনসে। অবশ্য শেষমেশ তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন।
এয়ারলাইনটি এক বিবৃতিতে সিএনএনকে জানায়, হাতাহাতির ঘটনার শুরু এক যাত্রীর কাশিকে কেন্দ্র করে। তাঁর পাশের আসনে বসা ব্যক্তিটি তখন অন্য একটি আসনে সরে পড়ার চেষ্টা করেন। তবে প্রচেষ্টাটিতে সফলতা আসেনি। কারণ যে আসনটি তিনি বাছাই করেন সেটি ছিল অন্য একজন পুরুষ যাত্রীর। এই সিটে বসা নিয়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়ান, যা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে।
আর এ সময়ই তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বলে জানায় ইভিএ।
৮ মে, বুধবার। তাইপে থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী ১২ ঘণ্টার ফ্লাইট বিআর ০৮-এ ঘটনাটি ঘটে। তখন উড়োজাহাজটি ছড়ার পর ঘণ্টা তিনেক পেরিয়েছে। ইভিএ সিএনএনকে জানিয়েছে, মারামারিতে জড়ানো দুই ব্যক্তিই বিদেশি। তবে তাঁরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।
তবে এ ক্ষেত্রে ধন্যবাদ পেতে পারেন তিন নারী ফ্লাইট এটেনডেন্ট। তাঁরা এগিয়ে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাঁদের সাহায্য করেন সচেতন কিছু যাত্রী। আর এতে আলাদা করা সম্ভব হয় দুই যাত্রীকে। এতে ঝামেলা ছাড়াই ফ্লাইটটি ঠিকমতো শেষ হয়। নির্ধারিত সময়ে উড়োজাহাজটি পৌঁছে সায় সানফ্রান্সিসকোয়।
ইভিএ সিএনএনকে বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের এ ধরনের ঘটনার ব্যাপারে কোম্পানি সব সময়ই জিরো টলারেন্স নীতি মেনে চলে।’
ইভিএ জানায়, কোম্পানি পরবর্তী সময়ে তিন কেবিন ক্রুকে উপযুক্ত পুরস্কার দেবে।
ফ্লাইটের মধ্যেই উড়োজাহাজের ক্যাপ্টেন সান ফ্রান্সিসকো পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। উড়োজাহাজ অবতরণের পর মারামারিতে জড়ানো দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সরিয়ে নেয় পুলিশ।
এই প্রথম আকাশে ওড়া অবস্থায় ঝামেলার জন্য শিরোনাম হয়েছে ইভিএ এয়ারলাইনস তা নয়। ২০১৯ সালে একজন পুরুষ যাত্রী মহিলা ফ্লাইট এটেনডেন্টকে তাঁর পোশাক খুলতে, বাথরুম ব্যবহার করতে এবং পরে তাঁকে পরিষ্কার করতে সাহায্য করতে বাধ্য করেছিলেন। বলেছিলেন, তিনি নিজে শারীরিকভাবে তা করতে অক্ষম ছিলেন।
এরপর ইভিএ প্রকাশ্যে তার কর্মচারীদের প্রতি তার ‘আন্তরিক কৃতজ্ঞতা’ প্রকাশ করে এবং ঘটনাটি আরও খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়।
একই বছর ইভিএ শুধু নারীদের ফ্লাইট এটেনডেন্ট হিসেবে নিয়োগের নীতিতে পরিবর্তন আনে এবং জানায়, এখন থেকে পুরুষদেরও কেবিন ক্রু হিসেবে নিয়োগ দেওয়া হবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১০ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে