মইনুল হাসান, ফ্রান্স
এবার গরমের ছুটি কাটাতে গিয়েছিলাম দক্ষিণ ফ্রান্সের পারফিউমের উৎসকেন্দ্র গ্রাস শহরে। ভূমধ্যসাগরের তীর ঘেঁষে, আল্পসের কোলে ছবির মতো সুন্দর ছোট এই শহরকে বলা হয় ‘পারফিউমের রাজধানী’ বা ‘সুগন্ধি শহর’। দিগন্ত ছোঁয়া সবুজ উপত্যকা, দূরে মহিমাময় নির্জনতায় পাহাড়, নির্ঝর ধারা। এই অঞ্চলে অকৃপণ সূর্যালোক আর বৃষ্টির কারণে বহু শতাব্দী ধরে নানান সুগন্ধি ফুলের চাষ হয়। কমলা, জুঁই, বেলি, ল্যাভেন্ডার, রজনীগন্ধা, নার্সিসাস, জেরানিয়াম, আইরিস, গোলাপের দিগন্ত বিস্তীর্ণ মাঠ। এ যেন ফুলের রাজ্য, ফুলের মেলা, এক রূপকথার দেশ।
গ্রাস শহরের প্রবেশমুখের গোলচত্বরে পারফিউম পাত্রের ভাস্কর্য ঘিরে ঝরনা। অবাক বিস্ময়ে দেখলাম, এই শহরের প্রতিটি রাস্তা, গলি বহু গোলাপি ছাতায় ঢাকা। অবশ্য গোলাপি ছাতার রহস্য উদ্ঘাটন করতে আমাদের বেশি বেগ পেতে হয়নি।
এ অঞ্চলে একটি বিস্ময়কর, বিরল উজ্জ্বল গোলাপি রঙের গোলাপ জন্মে। যেমন তার রূপ, তেমনি তার গুণ। অপূর্ব সুবাসযুক্ত এ গোলাপের নাম ‘সেন্টিফোলিয়া’ বা ‘মে মাসের গোলাপ’। ‘সেন্টিফোলিয়া’ মানে শত পাপড়ির গোলাপ। পাপড়ির প্রাচুর্য বোঝাতেই জনপ্রিয় এই নামটি দেওয়া হয়েছে। আসলে এই গোলাপে রয়েছে ৩০টির মতো পাপড়ি। প্রায় কাঁটাবিহীন এ গোলাপগাছের উচ্চতা ২ মিটার বা ৭ ফুট পর্যন্ত। এর একটি ধরনের নাম রোজা সেন্টিফোলিয়া। বেশ কিছু গোলাপ প্রজাতির সংকর করে উদ্ভিদবিজ্ঞানীরা এই প্রজাতি তৈরি করেছেন।
মে মাসে ফুল তোলা হয় বলেই অনেকে ‘মে মাসের গোলাপ’ নামে ডাকে এ গোলাপকে। ফুল তোলার সময় বিশেষ কায়দা বা নিয়ম মেনে তুলতে হয়। প্রথমে তর্জনী এবং মধ্যমার মাঝখানে রেখে ফুলের নিচে বৃন্ত হালকা করে চেপে ধরতে হবে। এরপর ফুলের ওপরে মাঝখানে বুড়ো আঙুল দিয়ে আলতো করে চেপে ধরে খানিকটা বাঁকিয়ে মট করে ভেঙে গাছ থেকে আলাদা করা হয়। ফুল তোলা দেখার মতো দৃশ্য।
বাহারি বাগানে অজস্র ফুলের অপূর্ব সমাহারে ফুলশ্রমিকেরা কোমল হাতে ছন্দময় শব্দ তুলে অসম্ভব দ্রুততায় এক মনে ফুল তুলে যাচ্ছেন। পাহাড়, সাগর আর নীল আকাশের ক্যানভাসে নিসর্গের সে এক অপূর্ব রূপ। রাতের সজীবতা ফুরিয়ে যাওয়ার আগেই, খুব ভোরে এই ফুল তোলা হয়ে থাকে। পাপড়ি তখনো শিশিরের আর্দ্রতা মাখা! ফুলগুলো পাটের তৈরি বস্তায় করে সূর্যের আলো প্রখর হওয়ার আগেই কারখানায় নিয়ে যাওয়া হয়। মোটেই সময় নষ্ট না করে, দ্রুত বিশাল সব আধারে পাতন অর্থাৎ ডিস্টিলেশন শুরু করা হয়।
সকালবেলার গোলাপের সুবাসের সব গুণ যাতে অক্ষুণ্ন থাকে, সে জন্যই এমন ত্বরিত ব্যবস্থা। এক কেজি ‘অ্যাবসলু’ অর্থাৎ উদ্বায়ী তেলের জন্য প্রয়োজন ৪ হাজার কেজি পাপড়ি। এই এলাকায় প্রতিবছর প্রায় ৩০ থেকে ৪০ টন সেন্টিফোলিয়া গোলাপ উৎপাদন করা হয়। আর শ্যানেল, ডিওর, গালিমার, গারল্যাঁসহ নামকরা সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সেন্টিফোলিয়ার উদ্বায়ী তেল কিনে নিতে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ হাজার ইউরো খরচ করতে মোটেই দ্বিধা করে না।
মন মাতানো সুবাস আর গুণগত মান শুধু এই গ্রাসের নীল সমুদ্রের বাতাসে জন্মানো বিশেষ গোলাপের পাপড়িতেই সঞ্চিত হয়, পৃথিবীর আর কোথাও নয়। এই কিংবদন্তি ফুলের নির্যাসে সৃষ্টি হয়েছে নামকরা সব সুগন্ধি। সেগুলোর মধ্যে আছে শ্যানেল ফাইভ, ক্যালভিন ক্লেইনের এতারনিতে বা অনন্তকাল, জিভাঞ্চির আমারিজ, জয়, ডিওর, মিস ডিওর ইত্যাদি।
এই জাদুকরী গোলাপটিকে ঘিরে গ্রাস শহরের দৈনন্দিন জীবন আবর্তিত হচ্ছে বহু বছর ধরে। গোলাপের চাষ, কোমল হাতে বিশেষ কায়দায় পাপড়ি তোলা, জাদুকরী সুবাসের নির্যাস নিঃসরণ, সংগ্রহ এবং পরিশেষে নতুন সুগন্ধি সৃষ্টির শৈল্পিক কলাকৌশল এক দিনে গড়ে ওঠেনি। এই শহরেই আছে বিশ্বখ্যাত ‘আন্তর্জাতিক সুগন্ধি জাদুঘর’। ফুল ও সুগন্ধিকে ঘিরে বহু মানুষের বহু বছরের সাধনা, মেধা, পরিশ্রম, নিষ্ঠার কারণেই ইউনেস্কো এই শহরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় মহিমান্বিত করেছে। মিষ্টি ঘ্রাণের সেন্টিফোলিয়া গোলাপটি গ্রাস শহরের অহংকার, গৌরব, অর্জন। আর সে কারণেই ইতিহাস, সৌন্দর্য, বৈভবে সমৃদ্ধ গ্রাস শহরের রাস্তাগুলোতে মাথার ওপরে শোভা পায় গোলাপি রঙের বহু ছাতা।
এবার গরমের ছুটি কাটাতে গিয়েছিলাম দক্ষিণ ফ্রান্সের পারফিউমের উৎসকেন্দ্র গ্রাস শহরে। ভূমধ্যসাগরের তীর ঘেঁষে, আল্পসের কোলে ছবির মতো সুন্দর ছোট এই শহরকে বলা হয় ‘পারফিউমের রাজধানী’ বা ‘সুগন্ধি শহর’। দিগন্ত ছোঁয়া সবুজ উপত্যকা, দূরে মহিমাময় নির্জনতায় পাহাড়, নির্ঝর ধারা। এই অঞ্চলে অকৃপণ সূর্যালোক আর বৃষ্টির কারণে বহু শতাব্দী ধরে নানান সুগন্ধি ফুলের চাষ হয়। কমলা, জুঁই, বেলি, ল্যাভেন্ডার, রজনীগন্ধা, নার্সিসাস, জেরানিয়াম, আইরিস, গোলাপের দিগন্ত বিস্তীর্ণ মাঠ। এ যেন ফুলের রাজ্য, ফুলের মেলা, এক রূপকথার দেশ।
গ্রাস শহরের প্রবেশমুখের গোলচত্বরে পারফিউম পাত্রের ভাস্কর্য ঘিরে ঝরনা। অবাক বিস্ময়ে দেখলাম, এই শহরের প্রতিটি রাস্তা, গলি বহু গোলাপি ছাতায় ঢাকা। অবশ্য গোলাপি ছাতার রহস্য উদ্ঘাটন করতে আমাদের বেশি বেগ পেতে হয়নি।
এ অঞ্চলে একটি বিস্ময়কর, বিরল উজ্জ্বল গোলাপি রঙের গোলাপ জন্মে। যেমন তার রূপ, তেমনি তার গুণ। অপূর্ব সুবাসযুক্ত এ গোলাপের নাম ‘সেন্টিফোলিয়া’ বা ‘মে মাসের গোলাপ’। ‘সেন্টিফোলিয়া’ মানে শত পাপড়ির গোলাপ। পাপড়ির প্রাচুর্য বোঝাতেই জনপ্রিয় এই নামটি দেওয়া হয়েছে। আসলে এই গোলাপে রয়েছে ৩০টির মতো পাপড়ি। প্রায় কাঁটাবিহীন এ গোলাপগাছের উচ্চতা ২ মিটার বা ৭ ফুট পর্যন্ত। এর একটি ধরনের নাম রোজা সেন্টিফোলিয়া। বেশ কিছু গোলাপ প্রজাতির সংকর করে উদ্ভিদবিজ্ঞানীরা এই প্রজাতি তৈরি করেছেন।
মে মাসে ফুল তোলা হয় বলেই অনেকে ‘মে মাসের গোলাপ’ নামে ডাকে এ গোলাপকে। ফুল তোলার সময় বিশেষ কায়দা বা নিয়ম মেনে তুলতে হয়। প্রথমে তর্জনী এবং মধ্যমার মাঝখানে রেখে ফুলের নিচে বৃন্ত হালকা করে চেপে ধরতে হবে। এরপর ফুলের ওপরে মাঝখানে বুড়ো আঙুল দিয়ে আলতো করে চেপে ধরে খানিকটা বাঁকিয়ে মট করে ভেঙে গাছ থেকে আলাদা করা হয়। ফুল তোলা দেখার মতো দৃশ্য।
বাহারি বাগানে অজস্র ফুলের অপূর্ব সমাহারে ফুলশ্রমিকেরা কোমল হাতে ছন্দময় শব্দ তুলে অসম্ভব দ্রুততায় এক মনে ফুল তুলে যাচ্ছেন। পাহাড়, সাগর আর নীল আকাশের ক্যানভাসে নিসর্গের সে এক অপূর্ব রূপ। রাতের সজীবতা ফুরিয়ে যাওয়ার আগেই, খুব ভোরে এই ফুল তোলা হয়ে থাকে। পাপড়ি তখনো শিশিরের আর্দ্রতা মাখা! ফুলগুলো পাটের তৈরি বস্তায় করে সূর্যের আলো প্রখর হওয়ার আগেই কারখানায় নিয়ে যাওয়া হয়। মোটেই সময় নষ্ট না করে, দ্রুত বিশাল সব আধারে পাতন অর্থাৎ ডিস্টিলেশন শুরু করা হয়।
সকালবেলার গোলাপের সুবাসের সব গুণ যাতে অক্ষুণ্ন থাকে, সে জন্যই এমন ত্বরিত ব্যবস্থা। এক কেজি ‘অ্যাবসলু’ অর্থাৎ উদ্বায়ী তেলের জন্য প্রয়োজন ৪ হাজার কেজি পাপড়ি। এই এলাকায় প্রতিবছর প্রায় ৩০ থেকে ৪০ টন সেন্টিফোলিয়া গোলাপ উৎপাদন করা হয়। আর শ্যানেল, ডিওর, গালিমার, গারল্যাঁসহ নামকরা সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সেন্টিফোলিয়ার উদ্বায়ী তেল কিনে নিতে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ হাজার ইউরো খরচ করতে মোটেই দ্বিধা করে না।
মন মাতানো সুবাস আর গুণগত মান শুধু এই গ্রাসের নীল সমুদ্রের বাতাসে জন্মানো বিশেষ গোলাপের পাপড়িতেই সঞ্চিত হয়, পৃথিবীর আর কোথাও নয়। এই কিংবদন্তি ফুলের নির্যাসে সৃষ্টি হয়েছে নামকরা সব সুগন্ধি। সেগুলোর মধ্যে আছে শ্যানেল ফাইভ, ক্যালভিন ক্লেইনের এতারনিতে বা অনন্তকাল, জিভাঞ্চির আমারিজ, জয়, ডিওর, মিস ডিওর ইত্যাদি।
এই জাদুকরী গোলাপটিকে ঘিরে গ্রাস শহরের দৈনন্দিন জীবন আবর্তিত হচ্ছে বহু বছর ধরে। গোলাপের চাষ, কোমল হাতে বিশেষ কায়দায় পাপড়ি তোলা, জাদুকরী সুবাসের নির্যাস নিঃসরণ, সংগ্রহ এবং পরিশেষে নতুন সুগন্ধি সৃষ্টির শৈল্পিক কলাকৌশল এক দিনে গড়ে ওঠেনি। এই শহরেই আছে বিশ্বখ্যাত ‘আন্তর্জাতিক সুগন্ধি জাদুঘর’। ফুল ও সুগন্ধিকে ঘিরে বহু মানুষের বহু বছরের সাধনা, মেধা, পরিশ্রম, নিষ্ঠার কারণেই ইউনেস্কো এই শহরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় মহিমান্বিত করেছে। মিষ্টি ঘ্রাণের সেন্টিফোলিয়া গোলাপটি গ্রাস শহরের অহংকার, গৌরব, অর্জন। আর সে কারণেই ইতিহাস, সৌন্দর্য, বৈভবে সমৃদ্ধ গ্রাস শহরের রাস্তাগুলোতে মাথার ওপরে শোভা পায় গোলাপি রঙের বহু ছাতা।
সিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
৩৭ মিনিট আগেইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশেষে তাদের নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে এই ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’, যা হাতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করবে।
৪ ঘণ্টা আগেঅফিস শেষে বাড়ি গিয়ে জানলেন, রাতে অতিথি আসবে। দু’রকমের মাংস আর কয়েক পদের ভাজা তৈরি করা সম্ভব না। শুধু পোলাও আর একটা মাংসের আইটেম তৈরি করার সময়টুকুই হাতে রয়েছে; সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাতের খাবারটা জমে যাবে। সাধারণ পোলাওয়ের পরিবর্তে তৈরি করতে পারেন...
৮ ঘণ্টা আগেদাঁতের ব্যথা হঠাৎ বা ধীরে ধীরে হতে পারে। কখনো শুধু একটি দাঁতে, আবার কখনো একাধিক দাঁতে ব্যথা অনুভূত হয়। দাঁতের ব্যথা কখনো ছোট সমস্যার লক্ষণ, আবার কখনো বড় চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে। তাই ব্যথা অনুভব করলে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি। নিচে দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ ১২টি...
১০ ঘণ্টা আগে