Ajker Patrika

মেটায় এআইভিত্তিক ভিডিও সম্পাদনার সুবিধা

ফিচার ডেস্ক
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯: ০০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও সম্পাদনাকে আরও সহজ এবং সৃজনশীল করে তোলার সুবিধা চালু করেছে মেটা। এই সুবিধার সাহায্যে ব্যবহারকারীরা প্রযুক্তিগত দক্ষতা না থাকলেও দ্রুত ও সহজে মানসম্পন্ন ভিডিও তৈরি করতে পারবেন।

মেটার ব্লগ পোস্টে জানানো হয়, নতুন এই ভিডিও সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলো বিভিন্ন ধরনের নির্দেশনার মাধ্যমে সম্পাদনা করা যাবে। আগেই নির্ধারিত ৫০টির বেশি প্রম্পট থেকে পছন্দমতো একটি বেছে নিলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সেই অনুযায়ী ভিডিও সম্পাদিত হয়ে যাবে। ভিডিওর বিভিন্ন অংশ, পরিবেশ, রং কিংবা ব্যক্তির পোশাকের নকশা সহজে পরিবর্তন করা সম্ভব হবে। এর পাশাপাশি আলোর অবস্থা এবং ফোকাস পরিবর্তন করে নানা রকম লাইট ইফেক্টও তৈরি করা যাবে।

প্রাথমিকভাবে এই সুবিধা যুক্তরাষ্ট্রসহ মোট ১২টি দেশে চালু করা হয়েছে। মেটার তথ্য অনুযায়ী, এআই দিয়ে সম্পাদিত ভিডিও সরাসরি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে।

এ ছাড়া মেটা এআই অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারীরা চাইলে তাদের ভিডিও ‘ডিসকভার’ ফিডেও প্রকাশ করতে পারবেন।

এই বছরের শেষের দিকে ব্যবহারকারীরা নির্ধারিত প্রম্পটের পাশাপাশি নিজস্ব প্রম্পট ব্যবহার করেও ভিডিও সম্পাদনা করতে পারবেন।

ফলে ভিডিও তৈরির ক্ষেত্রে কল্পনার দোরগোড়ায় আরও বিস্তৃতি আসবে।

সূত্র: মেটা ব্লগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত