ফিচার ডেস্ক
রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কফি ত্বকের স্বাস্থ্যকর বৃদ্ধিকে উন্নত করতে সাহায্য করে। আবার ইন্টারন্যাশনাল জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্য বলছে, যাঁরা নিয়মিত কফি পান কিংবা কফি ব্যবহার করেন, শরীরে তাঁদের বয়সজনিত দাগ কম।
কফি ও মধু
একটি পাত্রে এক টেবিল চামচ কফি পাউডারে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। চোখের চারপাশ এড়িয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে মাস্কটি ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই মাস্ক ত্বক ময়শ্চারাইজ করে এবং বলিরেখা, শুষ্কতা কিংবা কালো দাগের মতো বয়সজনিত লক্ষণ কমানোর জন্য ভালো কাজ করে।
কফি ও দুধ
কফি ও দুধের মাস্ক তৈরি করতে এক টেবিল চামচ কফি এবং এক কিংবা দুই টেবিল চামচ দুধ নিতে হবে। এই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এই মাস্ক ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
কফি, হলুদ ও দই
একটি পাত্রে এক টেবিল চামচ করে কফি পাউডার, হলুদ ও দই মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ তৈরি করতে হবে। পেস্টটি মুখে সমানভাবে দিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে হালকা সার্কেল ম্যাসাজ করে এই মাস্ক মুখ থেকে তুলে ফেলতে হবে।
রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কফি ত্বকের স্বাস্থ্যকর বৃদ্ধিকে উন্নত করতে সাহায্য করে। আবার ইন্টারন্যাশনাল জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্য বলছে, যাঁরা নিয়মিত কফি পান কিংবা কফি ব্যবহার করেন, শরীরে তাঁদের বয়সজনিত দাগ কম।
কফি ও মধু
একটি পাত্রে এক টেবিল চামচ কফি পাউডারে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। চোখের চারপাশ এড়িয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে মাস্কটি ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই মাস্ক ত্বক ময়শ্চারাইজ করে এবং বলিরেখা, শুষ্কতা কিংবা কালো দাগের মতো বয়সজনিত লক্ষণ কমানোর জন্য ভালো কাজ করে।
কফি ও দুধ
কফি ও দুধের মাস্ক তৈরি করতে এক টেবিল চামচ কফি এবং এক কিংবা দুই টেবিল চামচ দুধ নিতে হবে। এই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এই মাস্ক ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
কফি, হলুদ ও দই
একটি পাত্রে এক টেবিল চামচ করে কফি পাউডার, হলুদ ও দই মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ তৈরি করতে হবে। পেস্টটি মুখে সমানভাবে দিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে হালকা সার্কেল ম্যাসাজ করে এই মাস্ক মুখ থেকে তুলে ফেলতে হবে।
আমের মৌসুম শেষের দিকে। আম দিয়ে তৈরি অনেক ধরনের খাবার খাওয়া হলো বিভিন্ন সময়। এবার নতুন কিছু হোক। আমের সঙ্গে জাম্বুরা বা পামেলো আর সাগুর মিশ্রণে তৈরি করতে পারেন এক দারুণ পুডিং। আপনাদের জন্য আম-পোমেলো-সাগুর পুডিংয়ের রেসিপি দিয়েছেন
১১ ঘণ্টা আগেবিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য মিলবে এই লেখায়।
১৪ ঘণ্টা আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে মা-বাবা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
১৭ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
২১ ঘণ্টা আগে