Ajker Patrika

কোল্ড প্রেস কোকোনাট অয়েল ব্যবহার করুন

শোভন সাহা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮: ২১
শোভন সাহা। ছবি: সংগৃহীত
শোভন সাহা। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট

উত্তর: যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে। তাই কসমেটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তবে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিতে পারেন। আলু ও শসার রস এ ধরনের দাগের ওপর ব্যবহারে সুফল পাওয়া যায় অনেক সময়।

প্রশ্ন: আন্ডার আর্ম, হাঁটু, কান ও গোড়ালির অংশ কীভাবে দাগমুক্ত রাখব? সংবেদনশীল ত্বক, তাই স্ক্রাব কম ব্যবহার করি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: এই অংশগুলোতে ডিপিগমেন্ট সেরাম, লোশন ও সানব্লক নিয়মিত ব্যবহার করতে হবে। এ ছাড়া গোসলের সময় নিয়মিত এসব জায়গা পরিষ্কার করতে হবে।

প্রশ্ন: আমার ত্বক এই গরমেও খুব শুষ্ক হয়ে উঠছে। কীভাবে ত্বকের যত্ন নেব? প্রফুল্ল দে, ঢাকা।

উত্তর: কোল্ড প্রেস কোকোনাট অয়েল স্নানের শেষে হালকা করে সারা শরীরে লাগিয়ে নিতে পারেন। এতে সারা দিন শরীর আর্দ্র থাকবে।

পরামর্শ দিয়েছেন: কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা রক্ষায় মোদির হস্তক্ষেপ চান মমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত