শোভন সাহা
প্রশ্ন: আমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
উত্তর: যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে। তাই কসমেটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তবে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিতে পারেন। আলু ও শসার রস এ ধরনের দাগের ওপর ব্যবহারে সুফল পাওয়া যায় অনেক সময়।
প্রশ্ন: আন্ডার আর্ম, হাঁটু, কান ও গোড়ালির অংশ কীভাবে দাগমুক্ত রাখব? সংবেদনশীল ত্বক, তাই স্ক্রাব কম ব্যবহার করি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: এই অংশগুলোতে ডিপিগমেন্ট সেরাম, লোশন ও সানব্লক নিয়মিত ব্যবহার করতে হবে। এ ছাড়া গোসলের সময় নিয়মিত এসব জায়গা পরিষ্কার করতে হবে।
প্রশ্ন: আমার ত্বক এই গরমেও খুব শুষ্ক হয়ে উঠছে। কীভাবে ত্বকের যত্ন নেব? প্রফুল্ল দে, ঢাকা।
উত্তর: কোল্ড প্রেস কোকোনাট অয়েল স্নানের শেষে হালকা করে সারা শরীরে লাগিয়ে নিতে পারেন। এতে সারা দিন শরীর আর্দ্র থাকবে।
পরামর্শ দিয়েছেন: কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: আমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
উত্তর: যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে। তাই কসমেটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তবে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিতে পারেন। আলু ও শসার রস এ ধরনের দাগের ওপর ব্যবহারে সুফল পাওয়া যায় অনেক সময়।
প্রশ্ন: আন্ডার আর্ম, হাঁটু, কান ও গোড়ালির অংশ কীভাবে দাগমুক্ত রাখব? সংবেদনশীল ত্বক, তাই স্ক্রাব কম ব্যবহার করি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: এই অংশগুলোতে ডিপিগমেন্ট সেরাম, লোশন ও সানব্লক নিয়মিত ব্যবহার করতে হবে। এ ছাড়া গোসলের সময় নিয়মিত এসব জায়গা পরিষ্কার করতে হবে।
প্রশ্ন: আমার ত্বক এই গরমেও খুব শুষ্ক হয়ে উঠছে। কীভাবে ত্বকের যত্ন নেব? প্রফুল্ল দে, ঢাকা।
উত্তর: কোল্ড প্রেস কোকোনাট অয়েল স্নানের শেষে হালকা করে সারা শরীরে লাগিয়ে নিতে পারেন। এতে সারা দিন শরীর আর্দ্র থাকবে।
পরামর্শ দিয়েছেন: কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেপান্তা খাওয়ার আমাদের প্রাচীন সংস্কৃতি। তবে বৈশাখের প্রথম দিন সকালে পান্তা খাওয়া শহুরে সংস্কৃতির নতুন সংযোজন। বাংলাদেশে এ খাবার প্রায় সারা বছর খাওয়া হয়। পান্তা শরীরের জন্য উপকারী। এতে ভিটামিন বি থাকে। তবে এর পরিমাণ এবং উৎস ফারমেনটেশন প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সাধারণ ভাতে (বিশেষ করে সাদা চালে) ভি
৩ দিন আগে