শারমিন কচি
প্রশ্ন: গরমে আমার মাথার ত্বক খুব ঘামে। চুল আঠা আঠা হয়ে যায়। ফলে অনেক বেশি শ্যাম্পু করতে হয়। কীভাবে চুল পরিষ্কার, ঘামমুক্ত ও মসৃণ রাখতে পারি?
মৌরি রহমান, কুষ্টিয়া
উত্তর: ঘাম হওয়া ভালো। এর মাধ্যমে ত্বকের ছিদ্র দিয়ে জীবাণু ও ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। যদি ঘাম না হয় তাহলে বুঝতে হবে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেছে, যেটা স্বাস্থ্যকর নয়। ভালো করে শ্যাম্পু করতে পারলে চুল আঠা আঠা হবে না। শ্যাম্পুর সঙ্গে অল্প লবণ মিশিয়ে এরপর ব্যবহার করলে মাথার ত্বক ও পুরো চুল ভালোভাবে পরিষ্কার হবে। প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আমার ত্বক মিশ্র। কোন ধরনের সেরাম ত্বকের জন্য উপযোগী। সেরাম কেনার আগে কী দেখে কিনব। আগে কখনো সেরাম ব্যবহার করিনি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: এ ধরনের ত্বকে ভালো ব্র্যান্ডের যেকোনো সেরাম ব্যবহার করা যাবে। যদি প্রথমবারের মতো ব্যবহারের কথা ভেবে থাকেন, তাহলে ভিটামিন সি ও ভিটামিন ই-সমৃদ্ধ সেরাম ব্যবহার করতে পারেন। এগুলো সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ। এরপর ত্বকের প্রয়োজন বুঝে হোয়াইটেনিং বা অন্যান্য সেরাম ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
প্রশ্ন: গরমে আমার মাথার ত্বক খুব ঘামে। চুল আঠা আঠা হয়ে যায়। ফলে অনেক বেশি শ্যাম্পু করতে হয়। কীভাবে চুল পরিষ্কার, ঘামমুক্ত ও মসৃণ রাখতে পারি?
মৌরি রহমান, কুষ্টিয়া
উত্তর: ঘাম হওয়া ভালো। এর মাধ্যমে ত্বকের ছিদ্র দিয়ে জীবাণু ও ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। যদি ঘাম না হয় তাহলে বুঝতে হবে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেছে, যেটা স্বাস্থ্যকর নয়। ভালো করে শ্যাম্পু করতে পারলে চুল আঠা আঠা হবে না। শ্যাম্পুর সঙ্গে অল্প লবণ মিশিয়ে এরপর ব্যবহার করলে মাথার ত্বক ও পুরো চুল ভালোভাবে পরিষ্কার হবে। প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আমার ত্বক মিশ্র। কোন ধরনের সেরাম ত্বকের জন্য উপযোগী। সেরাম কেনার আগে কী দেখে কিনব। আগে কখনো সেরাম ব্যবহার করিনি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: এ ধরনের ত্বকে ভালো ব্র্যান্ডের যেকোনো সেরাম ব্যবহার করা যাবে। যদি প্রথমবারের মতো ব্যবহারের কথা ভেবে থাকেন, তাহলে ভিটামিন সি ও ভিটামিন ই-সমৃদ্ধ সেরাম ব্যবহার করতে পারেন। এগুলো সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ। এরপর ত্বকের প্রয়োজন বুঝে হোয়াইটেনিং বা অন্যান্য সেরাম ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৪ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১৯ ঘণ্টা আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে