আজকের পত্রিকা ডেস্ক
আজকাল ভিডিওর সাউন্ড চালু না করে রিলস দেখতে পছন্দ করেন অনেকে। বিশেষ করে, জনসমাগম অঞ্চলে থাকলে। তবে ফেসবুক রিলসের ক্যাপশন বা সাবটাইটেলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু বুঝে নেন। তাই কনটেন্ট ক্রিয়েটরেরা রিলসে ক্যাপশন যুক্ত করে থাকেন।
ফেসবুক রিলসে স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত করা একটি অত্যন্ত সুবিধাজনক ফিচার। বিশেষত, যাঁদের শোনা বা বোঝার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তাঁদের জন্য এটি দারুণভাবে সাহায্য করে। তবে এক্ষেত্রে ভিডিওতে সাউন্ডগুলো স্পষ্টভাবে ধারণ হতে হবে।
স্বয়ংক্রিয় ক্যাপশনের মাধ্যমে ভিডিওর মধ্যে বলা কথাগুলো পাঠ্য আকারে স্ক্রিনে দেখানো যায়। খুব সহজেই ভিডিওতে ক্যাপশন যুক্ত করা যায়।
ফেসবুকে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিলস’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিলস তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিলস তৈরির জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. এবার রিলসে ক্যাপশন যুক্ত করার জন্য ডান পাশে থাকা ‘সিসি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরিতে সময় নেবে। ক্যাপশন তৈরি হলে তা এডিটও করা যাবে।
৭. এ জন্য এডিট ক্যাপশন বাটনে ট্যাপ করুন। এখন যে শব্দটি পরিবর্তন করতে চান, তার ওপর ট্যাপ করুন। এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ভিডিওটি শেয়ারের জন্য প্রথমে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘শেয়ার নাও’ বাটনে ট্যাপ করুন।
আরও খবর পড়ুন:
আজকাল ভিডিওর সাউন্ড চালু না করে রিলস দেখতে পছন্দ করেন অনেকে। বিশেষ করে, জনসমাগম অঞ্চলে থাকলে। তবে ফেসবুক রিলসের ক্যাপশন বা সাবটাইটেলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু বুঝে নেন। তাই কনটেন্ট ক্রিয়েটরেরা রিলসে ক্যাপশন যুক্ত করে থাকেন।
ফেসবুক রিলসে স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত করা একটি অত্যন্ত সুবিধাজনক ফিচার। বিশেষত, যাঁদের শোনা বা বোঝার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তাঁদের জন্য এটি দারুণভাবে সাহায্য করে। তবে এক্ষেত্রে ভিডিওতে সাউন্ডগুলো স্পষ্টভাবে ধারণ হতে হবে।
স্বয়ংক্রিয় ক্যাপশনের মাধ্যমে ভিডিওর মধ্যে বলা কথাগুলো পাঠ্য আকারে স্ক্রিনে দেখানো যায়। খুব সহজেই ভিডিওতে ক্যাপশন যুক্ত করা যায়।
ফেসবুকে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিলস’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিলস তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিলস তৈরির জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. এবার রিলসে ক্যাপশন যুক্ত করার জন্য ডান পাশে থাকা ‘সিসি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরিতে সময় নেবে। ক্যাপশন তৈরি হলে তা এডিটও করা যাবে।
৭. এ জন্য এডিট ক্যাপশন বাটনে ট্যাপ করুন। এখন যে শব্দটি পরিবর্তন করতে চান, তার ওপর ট্যাপ করুন। এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ভিডিওটি শেয়ারের জন্য প্রথমে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘শেয়ার নাও’ বাটনে ট্যাপ করুন।
আরও খবর পড়ুন:
কাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১০ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
১৪ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১৬ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
১৯ ঘণ্টা আগে