সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অনেক তথ্য ও ছবি শেয়ার করা হয়। আর এসব তথ্য সুরক্ষিত রাখারও গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকে ‘প্রোফাইল লক’ নামে ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসবুক প্রোফাইল লক কী
ফেসবুক প্রোফাইল লক একটি গোপনীয়তা ফিচার, যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের ওপর আরও নিয়ন্ত্রণ দেয়। যখন এই ফিচারটি চালু করা হয়, তখন এটি আপনার ছবি, পোস্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য লক করে। অর্থাৎ শুধু আপনার বন্ধুরাই আপনার পুরো প্রোফাইল ছবি, কভার ফটো, স্টোরিজ এবং নতুন পোস্ট দেখতে পারবে। এর পাশাপাশি, আপনি যেসব পোস্ট আগে পাবলিকভাবে শেয়ার করেছেন, সেগুলো এখন বন্ধুদের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে।
যাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্য অপরিচিতদের কাছ থেকে সুরক্ষিত রাখতে চান, তাঁদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী।
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করা একটি সহজ প্রক্রিয়া। ফিচারটি চালু করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ফেসবুক অ্যাপটি খুলুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২. আপনার প্রোফাইল ছবি অথবা তিনটি অনুভূমিক লাইন (মেনু) ট্যাপ করুন এবং আপনার নাম নির্বাচন করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. প্রোফাইল পেজে ‘অ্যাড টু স্টোরি’ বাটনের পাশে তিনটি ডটে (থ্রি ডট) ট্যাপ করুন, যা প্রোফাইল সেটিংস মেনু খুলবে।
৪. এবার ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে প্রোফাইল লকের ফিচারগুলো ব্যাখ্যা করা হবে। ফিচারটি চালু করতে ‘লক ইউওর প্রোফাইল’ ট্যাপ করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। এই প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্যই একই।
ডেস্কটপে ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন যেভাবে
যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন। তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার প্রোফাইল লক করতে পারেন—
১. আপনার পছন্দসই ওয়েব ব্রাউজার খুলুন। এরপর ফেসবুকের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টে লগইন করুন।
২. ওপরের ডান কোনায় থাকা প্রোফাইল ছবি অথবা নামের ওপর ক্লিক করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজে চালু হবে।
৩. এখন ‘এডিট প্রোফাইল’ বাটনের পাশে তিনটি ডট (থ্রি ডট) ক্লিক করুন, যা একটি ড্রপডাউন মেনু খুলবে।
৪. ড্রপডাউন মেনু থেকে ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. স্ক্রিনে একটি প্রম্পট আসবে, যা প্রোফাইল লক ফিচারের বিস্তারিত বর্ণনা দেবে। ফিচারটি সক্রিয় করতে ‘লক ইউওর প্রোফাইল’-এ ক্লিক করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অনেক তথ্য ও ছবি শেয়ার করা হয়। আর এসব তথ্য সুরক্ষিত রাখারও গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকে ‘প্রোফাইল লক’ নামে ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসবুক প্রোফাইল লক কী
ফেসবুক প্রোফাইল লক একটি গোপনীয়তা ফিচার, যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের ওপর আরও নিয়ন্ত্রণ দেয়। যখন এই ফিচারটি চালু করা হয়, তখন এটি আপনার ছবি, পোস্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য লক করে। অর্থাৎ শুধু আপনার বন্ধুরাই আপনার পুরো প্রোফাইল ছবি, কভার ফটো, স্টোরিজ এবং নতুন পোস্ট দেখতে পারবে। এর পাশাপাশি, আপনি যেসব পোস্ট আগে পাবলিকভাবে শেয়ার করেছেন, সেগুলো এখন বন্ধুদের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে।
যাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্য অপরিচিতদের কাছ থেকে সুরক্ষিত রাখতে চান, তাঁদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী।
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন
স্মার্টফোনের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করা একটি সহজ প্রক্রিয়া। ফিচারটি চালু করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ফেসবুক অ্যাপটি খুলুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২. আপনার প্রোফাইল ছবি অথবা তিনটি অনুভূমিক লাইন (মেনু) ট্যাপ করুন এবং আপনার নাম নির্বাচন করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. প্রোফাইল পেজে ‘অ্যাড টু স্টোরি’ বাটনের পাশে তিনটি ডটে (থ্রি ডট) ট্যাপ করুন, যা প্রোফাইল সেটিংস মেনু খুলবে।
৪. এবার ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে প্রোফাইল লকের ফিচারগুলো ব্যাখ্যা করা হবে। ফিচারটি চালু করতে ‘লক ইউওর প্রোফাইল’ ট্যাপ করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। এই প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্যই একই।
ডেস্কটপে ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন যেভাবে
যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন। তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার প্রোফাইল লক করতে পারেন—
১. আপনার পছন্দসই ওয়েব ব্রাউজার খুলুন। এরপর ফেসবুকের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টে লগইন করুন।
২. ওপরের ডান কোনায় থাকা প্রোফাইল ছবি অথবা নামের ওপর ক্লিক করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজে চালু হবে।
৩. এখন ‘এডিট প্রোফাইল’ বাটনের পাশে তিনটি ডট (থ্রি ডট) ক্লিক করুন, যা একটি ড্রপডাউন মেনু খুলবে।
৪. ড্রপডাউন মেনু থেকে ‘লক প্রোফাইল’ অপশন নির্বাচন করুন।
৫. স্ক্রিনে একটি প্রম্পট আসবে, যা প্রোফাইল লক ফিচারের বিস্তারিত বর্ণনা দেবে। ফিচারটি সক্রিয় করতে ‘লক ইউওর প্রোফাইল’-এ ক্লিক করুন।
এভাবে আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
কাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১০ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
১৪ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১৬ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
১৯ ঘণ্টা আগে