মনের গভীরে বাস করে ভালোবাসা। তাই কারও মুখ দেখে বোঝার উপায় নেই, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। তবে মনের অবস্থাটি অনেক সময় প্রকাশ পায় মানুষের আচরণে। এভাবে সত্যিকার ভালোবাসার বিষয়টিও অনুধাবন করা সম্ভব। সম্প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি উপায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় না বলে এটিকে তত্ত্ব বলা ভালো—কমলার খোসা তত্ত্ব। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এই তত্ত্ব ভাইরাল হয়েছে।
‘কমলার খোসা তত্ত্ব’ মূলত আপনাকে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গীর চিন্তাশীল প্রক্রিয়াটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গী যদি জিজ্ঞাসা না করেই আপনার জন্য বরাদ্দ কমলার খোসা ফেলে দেয়, তবে এটি সত্যিকার ভালোবাসার একটি লক্ষণ। কমলার খোসা তত্ত্ব অনুযায়ী, তিনি আপনার প্রতি যত্নশীলও।
আক্ষরিক অর্থেই যে কমলার খোসা ছাড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসা পরিমাপ করতে হবে, এমন নয়। যিনি আপনার জীবনকে সহজ করতে বা আপনার দিনকে একটু রঙিন করে দিতে ছোট ছোট কাজ করেন; যেমন, না জিজ্ঞেস করেই খাবার তৈরি বা পছন্দের ফুলের তোড়া কিনে দেন; কমলার খোসার তত্ত্ব অনুসারে এগুলো খাঁটি ভালোবাসারই লক্ষণ।
সম্প্রতি জেনাস্কেটস নামে এক টিকটকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেনাস্কেটসের জন্য তাঁর প্রেমিক বেশ কিছু ডিমের কুসুম থেকে সাদা অংশটিকে আলাদা করে একটি পাত্রের মধ্যে ভরে রেখেছেন। দীর্ঘ নখের কারণে এই কাজ করতে জেনাস্কেটসকে রীতিমতো সংগ্রাম করতে হয়। বিষয়টি হয়তো খেয়াল করেছিলেন তাঁর প্রেমিক।
ভিডিওতে বিষয়টি দেখাতে গিয়ে জেনাস্কেটস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি ডিমের সাদা অংশ আমাকে কাঁদাবে।’
ভিডিওটির নিচে যাঁরা মন্তব্য করেছিলেন, তাঁদের অনেকে বিষয়টিকে কমলার খোসা তত্ত্বের সঙ্গে তুলনা করেন। জেনাস্কেটসকে বাহবা দিয়ে তাঁরা দাবি করেন, প্রেমিক তাঁকে সত্যিকার ভালোবাসে এবং যত্ন নেয়।
কমলার খোসা তত্ত্বের নিখুঁত উদাহরণ দিতে গিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কোনো কাজ করতে পুরোপুরি সক্ষম, কিন্তু তারপরও যদি আপনার সঙ্গী তা নিজে করে দেয়, তাহলে তত্ত্বটি কাজ করছে।
মনের গভীরে বাস করে ভালোবাসা। তাই কারও মুখ দেখে বোঝার উপায় নেই, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। তবে মনের অবস্থাটি অনেক সময় প্রকাশ পায় মানুষের আচরণে। এভাবে সত্যিকার ভালোবাসার বিষয়টিও অনুধাবন করা সম্ভব। সম্প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি উপায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় না বলে এটিকে তত্ত্ব বলা ভালো—কমলার খোসা তত্ত্ব। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এই তত্ত্ব ভাইরাল হয়েছে।
‘কমলার খোসা তত্ত্ব’ মূলত আপনাকে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গীর চিন্তাশীল প্রক্রিয়াটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গী যদি জিজ্ঞাসা না করেই আপনার জন্য বরাদ্দ কমলার খোসা ফেলে দেয়, তবে এটি সত্যিকার ভালোবাসার একটি লক্ষণ। কমলার খোসা তত্ত্ব অনুযায়ী, তিনি আপনার প্রতি যত্নশীলও।
আক্ষরিক অর্থেই যে কমলার খোসা ছাড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসা পরিমাপ করতে হবে, এমন নয়। যিনি আপনার জীবনকে সহজ করতে বা আপনার দিনকে একটু রঙিন করে দিতে ছোট ছোট কাজ করেন; যেমন, না জিজ্ঞেস করেই খাবার তৈরি বা পছন্দের ফুলের তোড়া কিনে দেন; কমলার খোসার তত্ত্ব অনুসারে এগুলো খাঁটি ভালোবাসারই লক্ষণ।
সম্প্রতি জেনাস্কেটস নামে এক টিকটকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেনাস্কেটসের জন্য তাঁর প্রেমিক বেশ কিছু ডিমের কুসুম থেকে সাদা অংশটিকে আলাদা করে একটি পাত্রের মধ্যে ভরে রেখেছেন। দীর্ঘ নখের কারণে এই কাজ করতে জেনাস্কেটসকে রীতিমতো সংগ্রাম করতে হয়। বিষয়টি হয়তো খেয়াল করেছিলেন তাঁর প্রেমিক।
ভিডিওতে বিষয়টি দেখাতে গিয়ে জেনাস্কেটস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি ডিমের সাদা অংশ আমাকে কাঁদাবে।’
ভিডিওটির নিচে যাঁরা মন্তব্য করেছিলেন, তাঁদের অনেকে বিষয়টিকে কমলার খোসা তত্ত্বের সঙ্গে তুলনা করেন। জেনাস্কেটসকে বাহবা দিয়ে তাঁরা দাবি করেন, প্রেমিক তাঁকে সত্যিকার ভালোবাসে এবং যত্ন নেয়।
কমলার খোসা তত্ত্বের নিখুঁত উদাহরণ দিতে গিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কোনো কাজ করতে পুরোপুরি সক্ষম, কিন্তু তারপরও যদি আপনার সঙ্গী তা নিজে করে দেয়, তাহলে তত্ত্বটি কাজ করছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১০ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে