Ajker Patrika

সত্যিকার ভালোবাসা জানতে ‘কমলার খোসা ছাড়ানোর তত্ত্ব’ ভাইরাল

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৭: ৩৬
সত্যিকার ভালোবাসা জানতে ‘কমলার খোসা ছাড়ানোর তত্ত্ব’ ভাইরাল

মনের গভীরে বাস করে ভালোবাসা। তাই কারও মুখ দেখে বোঝার উপায় নেই, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। তবে মনের অবস্থাটি অনেক সময় প্রকাশ পায় মানুষের আচরণে। এভাবে সত্যিকার ভালোবাসার বিষয়টিও অনুধাবন করা সম্ভব। সম্প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি উপায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় না বলে এটিকে তত্ত্ব বলা ভালো—কমলার খোসা তত্ত্ব। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এই তত্ত্ব ভাইরাল হয়েছে। 

‘কমলার খোসা তত্ত্ব’ মূলত আপনাকে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গীর চিন্তাশীল প্রক্রিয়াটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গী যদি জিজ্ঞাসা না করেই আপনার জন্য বরাদ্দ কমলার খোসা ফেলে দেয়, তবে এটি সত্যিকার ভালোবাসার একটি লক্ষণ। কমলার খোসা তত্ত্ব অনুযায়ী, তিনি আপনার প্রতি যত্নশীলও।

আক্ষরিক অর্থেই যে কমলার খোসা ছাড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসা পরিমাপ করতে হবে, এমন নয়। যিনি আপনার জীবনকে সহজ করতে বা আপনার দিনকে একটু রঙিন করে দিতে ছোট ছোট কাজ করেন; যেমন, না জিজ্ঞেস করেই খাবার তৈরি বা পছন্দের ফুলের তোড়া কিনে দেন; কমলার খোসার তত্ত্ব অনুসারে এগুলো খাঁটি ভালোবাসারই লক্ষণ।  

সম্প্রতি জেনাস্কেটস নামে এক টিকটকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেনাস্কেটসের জন্য তাঁর প্রেমিক বেশ কিছু ডিমের কুসুম থেকে সাদা অংশটিকে আলাদা করে একটি পাত্রের মধ্যে ভরে রেখেছেন। দীর্ঘ নখের কারণে এই কাজ করতে জেনাস্কেটসকে রীতিমতো সংগ্রাম করতে হয়। বিষয়টি হয়তো খেয়াল করেছিলেন তাঁর প্রেমিক। 

ভিডিওতে বিষয়টি দেখাতে গিয়ে জেনাস্কেটস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি ডিমের সাদা অংশ আমাকে কাঁদাবে।’

ভিডিওটির নিচে যাঁরা মন্তব্য করেছিলেন, তাঁদের অনেকে বিষয়টিকে কমলার খোসা তত্ত্বের সঙ্গে তুলনা করেন। জেনাস্কেটসকে বাহবা দিয়ে তাঁরা দাবি করেন, প্রেমিক তাঁকে সত্যিকার ভালোবাসে এবং যত্ন নেয়। 

কমলার খোসা তত্ত্বের নিখুঁত উদাহরণ দিতে গিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কোনো কাজ করতে পুরোপুরি সক্ষম, কিন্তু তারপরও যদি আপনার সঙ্গী তা নিজে করে দেয়, তাহলে তত্ত্বটি কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত