Ajker Patrika

চিরুনি বেছে নিন চুলের ধরন বুঝে

ফিচার ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২: ৫১
ছবি: পেক্সাবে
ছবি: পেক্সাবে

কারও পছন্দ হাতলওয়ালা চিরুনি আবার কারও পছন্দ চিকন দাঁতের। একসময় হাতির দাঁতের চিরুনি তৈরি হতো। শঙ্খ দিয়ে তৈরি চিরুনির কথাও শোনা যায়। তবে সেসব দিন গত হয়েছে। এখন বেশির ভাগ চিরুনি তৈরি হয় প্লাস্টিক থেকে। কখনো দেখা যায় কাঠের চিরুনিও। কিন্তু কোন চিরুনি আপনার চুলের উপযোগী, সেটা না জেনে ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে।

কোন চুলে কেমন চিরুনি

  • লম্বা চুলের অধিকারীরা প্যাডল ব্রাশ ব্যবহার করলে সুবিধা পাবেন। এতে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চুল আঁচড়ে নেওয়া যায় সহজে। জট ছাড়ানোও সহজ হয়। অন্যদিকে এমন চুলে চিকন দাঁতের চিরুনি চালিয়ে দিলে চিরুনির দাঁতে চুল জড়িয়ে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
  • ববকাট সিল্কি চুলে অনায়াসে যেকোনো ধরনের চিরুনি ব্যবহার করতে পারেন। এ ধরনের চুলে র‍্যাট টেইল হেয়ার ব্রাশ, রাউন্ড হেয়ার ব্রাশসহ সব চিরুনি ব্যবহারের উপযোগী।
  • যদি আপনার চুল কোঁকড়া হয়, তাহলে তা চওড়া দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান। যদি জট পাকিয়ে যায়, তাহলে চুলের মাঝখানে সিঁথি কেটে চুল দুই ভাগ করে নিন। এই দুই ভাগকে আবার চার ভাগ করুন। এবার আস্তে আস্তে চিরুনি চালিয়ে জট ছাড়িয়ে নিন।
  • সোজা চুলের জন্য সবচেয়ে ভালো প্যাডল ব্রাশ।
  • চুলে ভাঙন ধরার সমস্যা থাকলে প্যাডল ব্রাশই ব্যবহার করা নিরাপদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত