Ajker Patrika

ইংরেজি ভয়, করব জয়

তানভীর হাসান, শাবিপ্রবি
Thumbnail image

প্রথমবার আপনার মনে হতেই পারে, আপনি বিদেশে এসে পড়েছেন! কিন্তু জায়গাটি তো সিলেট, তাই নিজের অজান্তেই সতর্ক হবেন আপনি। চারদিকে ইংরেজি শব্দ আর বাক্য শুনতে শুনতে আবারও বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। এসব দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে একটু স্থির হলেই বুঝতে পারবেন আপনি আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দিনটি বৃহস্পতিবার, সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা। এ সময় ছোট ছোট দলে ভাগ হয়ে সবাই ইংরেজি অনুশীলনে ব্যস্ত থাকে। সেখানে কেউ ইংলিশ গ্রামার নিয়ে আলাপ করছেন, কেউ মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন—ইংরেজিতে! কোথাও হয়তো একটি গ্রুপ বসে আলাপ করছে বিভিন্ন বিষয়ে, সেও ইংরেজি ভাষায়। কোনো গ্রুপ হয়তো গল্প তৈরির খেলা খেলছে, তার মাধ্যমও ইংরেজি ভাষা!

আপনার জেনে হয়তো ভালো লাগবে, ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য সাপ্তাহিক ‘স্পিকার্স আওয়ার’-এর আয়োজন করা হয় এখানে। এ ছাড়া প্রতি সপ্তাহের শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাপ্তাহিক ‘নলেজ আড্ডা’র আয়োজন করা হয়। এই আড্ডায় গণিত, বিজ্ঞান, আইকিউ, সাধারণ জ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর ও সাফল্যলাভের উপায় নিয়ে সেমিনার, কর্মশালা, মডেল টেস্টের আয়োজনও করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসব কিছু করে চলেছে ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চাবিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব। ‘কাম হেয়ার, স্পিক বেটার’ স্লোগান নিয়ে ২০০৫ সালের ১ ডিসেম্বর সংগঠনটির পথ চলা শুরু হয়। সম্প্রতি এই পথ চলার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে সংগঠনটির সদস্যরা।

‘কাম হেয়ার, স্পিক বেটার’ স্লোগান নিয়ে ২০০৫ সালের ১ ডিসেম্বর পথ চলা শুরু  করে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব।ক্লাবের সদস্যরা শুধু শিক্ষাবিষয়ক এসব কাজের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি, সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র সংগ্রহ, বিতরণসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করছেন ক্লাবটির সদস্যরা। এ ছাড়া সংগঠনটি খেলাধুলা, পিকনিক এবং প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস পালন করে থাকে।

ক্লাবটির সাধারণ সম্পাদক ওমর মেহরাব। এক বিকেলে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। তিনি জানালেন, বছরভিত্তিক কিছু প্রোগ্রামের আয়োজন করে ক্লাবটি। এর মধ্যে আছে স্পিকার্স হান্ট, জিকে কমপিটিশন, সেমিনার, মাস্টার প্রেজেন্টার, আইইএলটিএস ইভিনিং, ইন্টার ডিপার্টমেন্ট প্রেজেন্টেশন কমপিটিশন, এক্সিকিউটিভ স্পিকার্স হান্ট, ওয়ার্কশপ ইত্যাদি। গত বছরগুলোতে এই স্পিকার্স হান্টের মাধ্যমে সংগঠনটি পুরো সিলেট জেলায় ছড়িয়ে পড়ে। সামনের বছরগুলোতে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব পুরো দেশে স্পিকার্স হান্ট ও প্রেজেন্টেশন কমপিটিশন করতে আগ্রহী।

সংগঠনটির প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভালো বক্তা, ধৈর্যশীল শ্রোতা, চমৎকার উপস্থাপক, সর্বোপরি সুযোগ্য নেতা হিসেবে গড়ে তোলার কাজ করে চলেছে ক্লাবটি।

শাবিপ্রবি স্পিকার্স ক্লাব, তানভীর হাসান, শাবিপ্রবি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত