সানজিদা সামরিন, ঢাকা
ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো, নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তের মন ভেঙে ভারতীয় সংগীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এই হার্টথ্রব! বলতে গেলে প্রায় সবাইকে চমকে দিয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জীবনের পথ এক করলেন তাঁরা।
নিজেদের বিয়ের চমৎকার কিছু ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দর্শন। ছবিতে দম্পতিকে ভারতীয় ক্ল্যাসিক্যাল বিয়ের পোশাকে দেখা গেছে।
দর্শনের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি সেট ও পাগড়ি। অন্যদিকে ধারাল পরেছিলেন কৃষ্ণচূড়া রঙের লেহেঙ্গা। ধারালের মেকআপে তেমন আড়ম্বর না থাকলেও জড়োয়া গয়না আর ফুলের সাজে সেজেছিলেন তিনি। ছবিতে তাঁদের রসায়ন কাউকে ঝলসে দিয়েছে আবার কেউ হয়তো আনমনেই গেয়ে উঠেছেন দর্শন রাভালের গাওয়া সাড়াজাগানো গান ‘আখিয়া লে যায়ে মেরি জান, ও সোনি সোনি।’
ছবিগুলোর ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। ছবির নিচে নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা।
একটু দাঁড়িয়ে যান, জানতে ইচ্ছে করছে না সুদর্শন এই সংগীতশিল্পীর স্ত্রীর পরিচয়? ইনস্টাগ্রাম বায়ো অনুসারে ধারাল আর্কিটেক্ট ও ডিজাইনার। অন্যদিকে দর্শন রাভালের ‘প্রেম রতন ধন পায়ো’তে ‘জব তুম চাহো’, ‘সানাম তেরি কসম’ ছবিতে ‘তু খিচ মেরি ফটো’, ‘লাভযাত্রী’তে ‘চোগাদা’, ‘ইশক ভিশক’ চলচ্চিত্রের ‘সোনি সোনি’ গানের জন্য জনপ্রিয়তা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস
ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো, নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তের মন ভেঙে ভারতীয় সংগীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এই হার্টথ্রব! বলতে গেলে প্রায় সবাইকে চমকে দিয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জীবনের পথ এক করলেন তাঁরা।
নিজেদের বিয়ের চমৎকার কিছু ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দর্শন। ছবিতে দম্পতিকে ভারতীয় ক্ল্যাসিক্যাল বিয়ের পোশাকে দেখা গেছে।
দর্শনের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি সেট ও পাগড়ি। অন্যদিকে ধারাল পরেছিলেন কৃষ্ণচূড়া রঙের লেহেঙ্গা। ধারালের মেকআপে তেমন আড়ম্বর না থাকলেও জড়োয়া গয়না আর ফুলের সাজে সেজেছিলেন তিনি। ছবিতে তাঁদের রসায়ন কাউকে ঝলসে দিয়েছে আবার কেউ হয়তো আনমনেই গেয়ে উঠেছেন দর্শন রাভালের গাওয়া সাড়াজাগানো গান ‘আখিয়া লে যায়ে মেরি জান, ও সোনি সোনি।’
ছবিগুলোর ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। ছবির নিচে নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা।
একটু দাঁড়িয়ে যান, জানতে ইচ্ছে করছে না সুদর্শন এই সংগীতশিল্পীর স্ত্রীর পরিচয়? ইনস্টাগ্রাম বায়ো অনুসারে ধারাল আর্কিটেক্ট ও ডিজাইনার। অন্যদিকে দর্শন রাভালের ‘প্রেম রতন ধন পায়ো’তে ‘জব তুম চাহো’, ‘সানাম তেরি কসম’ ছবিতে ‘তু খিচ মেরি ফটো’, ‘লাভযাত্রী’তে ‘চোগাদা’, ‘ইশক ভিশক’ চলচ্চিত্রের ‘সোনি সোনি’ গানের জন্য জনপ্রিয়তা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস
অনেকে কাঁকড়া খেতে ভালোবাসেন। তবে যাঁরা এই প্রথম বাজার থেকে কাঁকড়া কিনে এনেছেন রাঁধবেন বলে, তাঁদের জন্য কাঁকড়া ভুনার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
৬ ঘণ্টা আগেশহরটির বয়স প্রায় ১১০ বছর। ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’, ‘প্রিসিলা’, ‘ডেজার্ট কুইন’ ও ‘রেড প্ল্যানেট’ চলচ্চিত্র যাঁরা দেখেছেন, বিস্তারিত না জানলেও তাঁরা এ শহর ও তার পরিবেশের সঙ্গে পরিচিত। কারণ এই চলচ্চিত্রগুলো শতবর্ষী শহরটিতেই চিত্রায়িত হয়েছিল।
৬ ঘণ্টা আগেপৃথিবীতে কেউই নিজেদের মিথ্যাবাদী ভাবতে চায় না। কিন্তু সত্যি বলতে, সবাইকে কখনো না কখনো মিথ্যা বলতে হয়। ছোট ছোট সাদা মিথ্যা থেকে শুরু করে অনিয়ন্ত্রিত মিথ্যা। এ ধরনের কথা বলার ধরন অনেক রকম। শিশুরাও বুঝে না বুঝে মিথ্যা বলে। তাই মিথ্যা বলা হয়তো একটি প্রাকৃতিক প্রবৃত্তি।
৬ ঘণ্টা আগেআপনার সন্তান কি কথা শুনতে চায় না? অল্পতেই রেগে গিয়ে চিৎকার বা ভাঙচুর করে? এমনটা হলে, তার স্ক্রিন টাইম বা মোবাইল-টেলিভিশন দেখার সময় নিয়ে আপনাকে হয়তো নতুন করে ভাবতে হবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নাল ‘সাইকোলজিক্যাল বুলেটিন’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা এমনই ইঙ্গিত দিচ্ছে।
৭ ঘণ্টা আগে