রিদা মুনাম হক
বারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?
রাঙিয়ে তুলুন
চেয়ারের রং নষ্ট হয়ে গেলে তা নতুন করে রাঙিয়ে নিতে পারেন। অনুপ্রেরণা নিতে পারেন পিন্টারেস্ট থেকে। উজ্জ্বল রং; যেমন সরষে হলুদ, ম্যাজেন্টা, টারকোয়াইজ নীলের একটি চেয়ার রোদভরা বারান্দায় রাখলে কিন্তু মন্দ লাগবে না।
ছাদ বা বারান্দা বাগানের শেলফ
আপনার ভাঙা চেয়ারের পায়া খুলে নিয়ে বাকিটা কায়দা করে বারান্দার গ্রিল বা দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দিলেই সুন্দর একটা গাছ রাখার শেলফ হয়ে যাবে। চাইলে ঝলমলে কোনো রঙে রাঙিয়ে নিতে পারেন শেলফখানা।
কাঠের চেয়ারে দোলনা
চেয়ারের পায়াগুলো খুলে নিন। এবার সিটারটি দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেই চমৎকার একটা দোলনা হয়ে যাবে। বসার আরামের জন্য দোলনায় দিয়ে দিতে পারেন আরামদায়ক কুশন।
তৈরি করুন স্টোরেজ বক্স
চেয়ারের পায়ার ফাঁকগুলো বোর্ড বা এ ধরনের কিছু দিয়ে বন্ধ করে নিচে একটা তলা লাগিয়ে নিন। এবার বসার জায়গার পাটাতনটা খুলে নিয়ে সেটাতে কবজা বসিয়ে দিলেই হয়ে যাবে ঢাকনা। বাক্সটি মনের মতো করে সাজিয়ে নিয়ে রাখতে পারেন আপনার বাথরুম বা বেডরুমে।
শেলফ ও হ্যাঙ্গার
অনেক পুরোনো নকশার চেয়ারের ওপরের দিকটা দেখতে ছোটখাটো তাকের মতো হয়ে থাকে। সেই চেয়ারগুলোর পিঠ ঠেকানোর জায়গাটা খুলে নিয়ে তৈরি করতে পারেন হ্যাঙ্গার বা শেলফ।
সূত্র: ডাই অ্যান্ড ক্র্যাফটস
বারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?
রাঙিয়ে তুলুন
চেয়ারের রং নষ্ট হয়ে গেলে তা নতুন করে রাঙিয়ে নিতে পারেন। অনুপ্রেরণা নিতে পারেন পিন্টারেস্ট থেকে। উজ্জ্বল রং; যেমন সরষে হলুদ, ম্যাজেন্টা, টারকোয়াইজ নীলের একটি চেয়ার রোদভরা বারান্দায় রাখলে কিন্তু মন্দ লাগবে না।
ছাদ বা বারান্দা বাগানের শেলফ
আপনার ভাঙা চেয়ারের পায়া খুলে নিয়ে বাকিটা কায়দা করে বারান্দার গ্রিল বা দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দিলেই সুন্দর একটা গাছ রাখার শেলফ হয়ে যাবে। চাইলে ঝলমলে কোনো রঙে রাঙিয়ে নিতে পারেন শেলফখানা।
কাঠের চেয়ারে দোলনা
চেয়ারের পায়াগুলো খুলে নিন। এবার সিটারটি দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেই চমৎকার একটা দোলনা হয়ে যাবে। বসার আরামের জন্য দোলনায় দিয়ে দিতে পারেন আরামদায়ক কুশন।
তৈরি করুন স্টোরেজ বক্স
চেয়ারের পায়ার ফাঁকগুলো বোর্ড বা এ ধরনের কিছু দিয়ে বন্ধ করে নিচে একটা তলা লাগিয়ে নিন। এবার বসার জায়গার পাটাতনটা খুলে নিয়ে সেটাতে কবজা বসিয়ে দিলেই হয়ে যাবে ঢাকনা। বাক্সটি মনের মতো করে সাজিয়ে নিয়ে রাখতে পারেন আপনার বাথরুম বা বেডরুমে।
শেলফ ও হ্যাঙ্গার
অনেক পুরোনো নকশার চেয়ারের ওপরের দিকটা দেখতে ছোটখাটো তাকের মতো হয়ে থাকে। সেই চেয়ারগুলোর পিঠ ঠেকানোর জায়গাটা খুলে নিয়ে তৈরি করতে পারেন হ্যাঙ্গার বা শেলফ।
সূত্র: ডাই অ্যান্ড ক্র্যাফটস
প্যারিস থেকে নিউইয়র্কের দূরত্ব প্রায় ৫ হাজার ৮৩৯ কিলোমিটার অথবা ৩ হাজার ৬২৯ মাইল। উড়োজাহাজে এক শহর থেকে আরেক শহরে যেতে সময় লাগে ৭-৮ ঘণ্টা। এই দুই শহর অনেক কিছুর সঙ্গে বিখ্যাত লুভর ও গুগেনহাইম জাদুঘরের জন্য। বিশাল দূরত্বের কারণে সকালবেলা লুভর ঘুরে দুপুরে গুগেনহাইম জাদুঘর দেখতে যাওয়া কোনোভাবে...
১৬ মিনিট আগেনতুন কিছুর অভিজ্ঞতায় যেমন উত্তেজনা থাকে, তেমনি এর অন্য পিঠে থাকে একটু ভয় কিংবা দুশ্চিন্তা। যেটা ভ্রমণের অনিবার্য অংশ। যানবাহনের ভয় ভ্রমণের সব রোমাঞ্চ নষ্ট করতে পারে। ভ্রমণ করতে ভালোবাসলেও উচ্চতার কারণসহ বিভিন্ন কারণে অনেকে বিমানযাত্রায় ভয় পান। সেই ভয় থেকে তৈরি হতে পারে প্যানিক অ্যাটাকের মতো সমস্যা।
১ ঘণ্টা আগেত্বকের সুস্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ উপাদান। ত্বককে তারুণ্যদীপ্ত রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বি ভিটামিন; যেমন ভিটামিন বি১২, বি৩ বা নায়াসিন, বি ৫ বা প্যান্থোনিক অ্যাসিড, বি ৭ অর্থাৎ বায়োটিন এবং বি২ বা রিবোফ্লাভিন ভীষণ কার্যকরী ভূমিকা রাখে।
২০ ঘণ্টা আগেঅফিসে বসের সামনে এমন কোনো কথা বলবেন না, যা আখেরে আপনার ক্ষতির কারণ হয়। অফিসে কাজের পাশাপাশি বসকেও সামলে চলতে হয়। তবে সামলে চলা আর ‘তেল মারার’ মধ্যে পার্থক্য আছে। বসকে সামলে চলতে পারলে কাজের পরিবেশ ও উন্নতি—দুটিই সহজ হয়ে যায়।
১ দিন আগে