সানজিদা সামরিন, ঢাকা
আকাশ যখন ধূসর মেঘে ভরে যায়, মৃদু হাওয়া বইতে থাকে চারপাশে, তখন অনেকে গুনগুনিয়ে গেয়ে ওঠে—‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন,/ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ।’ তবে সেই বুদ্ধিদীপ্ত চোখে বাঁধা পড়ুন আর না-ই পড়ুন, আপনার খোঁপায় জড়ানো বেলির সুবাস কোনো বিপ্লবীর বুকে বাসা বাঁধুক আর না-ই বাঁধুক, হৃদয়ে প্রেমের আগমনের এই অনুভূতি যে স্বর্গীয়, তা স্বীকার না করে যাবেন কোথায়?
লোকে বলে, প্রেমে পড়লে মানুষ নিজের সৌন্দর্য আর বেশভূষার প্রতিও যত্নশীল হয়ে ওঠে। মোটেও মিথ্য়ে নয়। এই যে মেঘলা দিনে যখন জানালায় দাঁড়িয়ে ঝিরিঝিরি বৃষ্টি গায়ে মাখছেন, তখন কি ইচ্ছে করছে না চোখ ভরে কাজল পরতে? ইচ্ছে করছে না নীলাভ শেডের কোনো শাড়ি পরে পিচ ঢালা রাস্তায় ঝুম বৃষ্টিতে দুহাত মেলে ছুটে বেড়াতে? জানি জানি, সে রকম ইচ্ছে করছেই।
বৃষ্টি আর প্রেম একই সরলরেখায় রেখে সাজগোজের ব্যাপারটা কিন্তু আরও উসকে দেয় বলিউডের বিভিন্ন সিনেমা। অনেকে নিশ্চয় একমত হবেন। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। নায়িকার পরনে তখন আকাশি, সাদা কিংবা লাল রঙের শিফনের শাড়ি। স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে চোখ বুজে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন শ্রাবণের বৃষ্টি। রোমান্টিক সাজের অনুষঙ্গ হিসেবে পায়ে রয়েছে রুপার নূপুর আর হাতে চুড়ি। বৃষ্টির রুমঝুম আর চুড়ির রিনিঝিনি সুর যেন মিলেমিশে একাকার! আমরা তো এই দৃশ্য় দেখেই অভ্যস্ত। প্রেমময় হৃদয় যখন বৃষ্টি নামলে আরও উতলা হয়, তখন এভাবেই সেজে উঠতে মন চায়।
স্বীকার করতে না চাইলেও আয়নায় আমরা নিজেদের সেভাবেই দেখি, যেভাবে প্রিয় মানুষটি আমাদের দেখতে চায় বলে আমরা ভাবি। তাঁর কী পছন্দ, সেটাই মনে ঘুরপাক খেতে থাকে। কখনো কখনো কপালের টিপ, চোখে কাজলের রেখা, যত্নে ভাঙা শাড়ির ভাঁজ যেন তাঁর চোখে সঁপে দেওয়ার জন্যই। উল্টো দিকে ঝাঁজালো সুগন্ধির পরিবর্তে একটু কোমল সুবাসই কাপড়ে মেখে নিচ্ছে সুদর্শন তরুণ। কারণ একটাই, সে যদি মুগ্ধ হয়!
এই ভাবনাকে উপলক্ষ করেই আজকাল নকশাকারেরা ঋতুভিত্তিক বিভিন্ন পোশাক নকশা করছেন।
বর্ষাকে উপলক্ষ করে অনেক ফ্যাশন হাউস শাড়ি তৈরি করছে। সেই শাড়িতে মোটিফ হিসেবে থাকছে বর্ষার বিভিন্ন উপকরণ। যেমন কদমফুল, পদ্ম, নৌকা, বৃষ্টির ফোঁটা ইত্য়াদি। মনে একরাশ প্রেমের অনুভূতি নিয়ে মেঘলা দিনে একলা ঘুরে বেড়াতে বের হলে গায়ে জড়িয়ে নিন না বর্ষাকে উৎসর্গ করা এমন কোনো শাড়ি। বলিউড তারকার মতো শাড়ির সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে পরতে পারেন স্লিভলেস ব্লাউজ। চুলটা না হয় খোলাই থাক। চোখভর্তি কাজল আর শামুক-ঝিনুকের গয়নায় পরিপূর্ণ করুন সাজটা।
কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘বর্ষায় যেহেতু সবার মনে প্রেম প্রেম অনুভূতি কাজ করে, তাই নীল রংটা সাজপোশাকে থাকতেই পারে। এই রংকে মুখ্য রেখে অনেকভাবে সেজে নেওয়া যায়।’ নীলের আবার রকমফের রয়েছে—গাঢ় নীল, কালচে নীল, আকাশি ইত্যাদি। চাইলে নীলের সঙ্গে সাদার মিলমিশ রয়েছে এমন পোশাকও বেছে নেওয়া যেতে পারে। পায়ে থাকবে বর্ষায় পরার উপযোগী জুতা। ঠোঁটে থাকতে পারে ন্য়ুড শেডের লিপস্টিক। তবে সবটাই নির্ভর করছে—কোথায় যাচ্ছেন, সেখানকার পরিবেশের ওপর।
আকাশ যখন ধূসর মেঘে ভরে যায়, মৃদু হাওয়া বইতে থাকে চারপাশে, তখন অনেকে গুনগুনিয়ে গেয়ে ওঠে—‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন,/ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ।’ তবে সেই বুদ্ধিদীপ্ত চোখে বাঁধা পড়ুন আর না-ই পড়ুন, আপনার খোঁপায় জড়ানো বেলির সুবাস কোনো বিপ্লবীর বুকে বাসা বাঁধুক আর না-ই বাঁধুক, হৃদয়ে প্রেমের আগমনের এই অনুভূতি যে স্বর্গীয়, তা স্বীকার না করে যাবেন কোথায়?
লোকে বলে, প্রেমে পড়লে মানুষ নিজের সৌন্দর্য আর বেশভূষার প্রতিও যত্নশীল হয়ে ওঠে। মোটেও মিথ্য়ে নয়। এই যে মেঘলা দিনে যখন জানালায় দাঁড়িয়ে ঝিরিঝিরি বৃষ্টি গায়ে মাখছেন, তখন কি ইচ্ছে করছে না চোখ ভরে কাজল পরতে? ইচ্ছে করছে না নীলাভ শেডের কোনো শাড়ি পরে পিচ ঢালা রাস্তায় ঝুম বৃষ্টিতে দুহাত মেলে ছুটে বেড়াতে? জানি জানি, সে রকম ইচ্ছে করছেই।
বৃষ্টি আর প্রেম একই সরলরেখায় রেখে সাজগোজের ব্যাপারটা কিন্তু আরও উসকে দেয় বলিউডের বিভিন্ন সিনেমা। অনেকে নিশ্চয় একমত হবেন। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। নায়িকার পরনে তখন আকাশি, সাদা কিংবা লাল রঙের শিফনের শাড়ি। স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে চোখ বুজে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন শ্রাবণের বৃষ্টি। রোমান্টিক সাজের অনুষঙ্গ হিসেবে পায়ে রয়েছে রুপার নূপুর আর হাতে চুড়ি। বৃষ্টির রুমঝুম আর চুড়ির রিনিঝিনি সুর যেন মিলেমিশে একাকার! আমরা তো এই দৃশ্য় দেখেই অভ্যস্ত। প্রেমময় হৃদয় যখন বৃষ্টি নামলে আরও উতলা হয়, তখন এভাবেই সেজে উঠতে মন চায়।
স্বীকার করতে না চাইলেও আয়নায় আমরা নিজেদের সেভাবেই দেখি, যেভাবে প্রিয় মানুষটি আমাদের দেখতে চায় বলে আমরা ভাবি। তাঁর কী পছন্দ, সেটাই মনে ঘুরপাক খেতে থাকে। কখনো কখনো কপালের টিপ, চোখে কাজলের রেখা, যত্নে ভাঙা শাড়ির ভাঁজ যেন তাঁর চোখে সঁপে দেওয়ার জন্যই। উল্টো দিকে ঝাঁজালো সুগন্ধির পরিবর্তে একটু কোমল সুবাসই কাপড়ে মেখে নিচ্ছে সুদর্শন তরুণ। কারণ একটাই, সে যদি মুগ্ধ হয়!
এই ভাবনাকে উপলক্ষ করেই আজকাল নকশাকারেরা ঋতুভিত্তিক বিভিন্ন পোশাক নকশা করছেন।
বর্ষাকে উপলক্ষ করে অনেক ফ্যাশন হাউস শাড়ি তৈরি করছে। সেই শাড়িতে মোটিফ হিসেবে থাকছে বর্ষার বিভিন্ন উপকরণ। যেমন কদমফুল, পদ্ম, নৌকা, বৃষ্টির ফোঁটা ইত্য়াদি। মনে একরাশ প্রেমের অনুভূতি নিয়ে মেঘলা দিনে একলা ঘুরে বেড়াতে বের হলে গায়ে জড়িয়ে নিন না বর্ষাকে উৎসর্গ করা এমন কোনো শাড়ি। বলিউড তারকার মতো শাড়ির সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে পরতে পারেন স্লিভলেস ব্লাউজ। চুলটা না হয় খোলাই থাক। চোখভর্তি কাজল আর শামুক-ঝিনুকের গয়নায় পরিপূর্ণ করুন সাজটা।
কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘বর্ষায় যেহেতু সবার মনে প্রেম প্রেম অনুভূতি কাজ করে, তাই নীল রংটা সাজপোশাকে থাকতেই পারে। এই রংকে মুখ্য রেখে অনেকভাবে সেজে নেওয়া যায়।’ নীলের আবার রকমফের রয়েছে—গাঢ় নীল, কালচে নীল, আকাশি ইত্যাদি। চাইলে নীলের সঙ্গে সাদার মিলমিশ রয়েছে এমন পোশাকও বেছে নেওয়া যেতে পারে। পায়ে থাকবে বর্ষায় পরার উপযোগী জুতা। ঠোঁটে থাকতে পারে ন্য়ুড শেডের লিপস্টিক। তবে সবটাই নির্ভর করছে—কোথায় যাচ্ছেন, সেখানকার পরিবেশের ওপর।
চিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১৩ ঘণ্টা আগেদ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতিবছর গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সের মাধ্যমে বাসযোগ্যতাসহ কিছু মানদণ্ডের মাধ্যমে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা তৈরি করে। ২০২৫ সালে এই সংস্থাটির তালিকায় বেশ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে ছিল ভিয়েনা। এবার শীর্ষ বসবাসযোগ্য শহরের স্বীকৃতি...
১৮ ঘণ্টা আগেত্বকের পরিপূর্ণ আরাম ও যত্নের জন্য স্পার ভূমিকা অনেক। এই স্পা করতে যাঁরা স্যালন বা পারলারে যেতে পারেন না, তাঁরা ঘরে বসে নিজের মতো যত্ন নিতে পারেন। এর জন্য প্রয়োজন ইচ্ছা ও সময়। ঠিকমতো স্পা করতে পারলে ত্বক আর চুলের ইতিবাচক বদলটা নিজেই দেখতে পাবেন।
২০ ঘণ্টা আগেওজন বাড়ার সঙ্গে হাঁটুব্যথা, হৃদ্রোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ে। তেমনি ত্বকেও দেখা দেয় সোরিয়াসিস, ব্রণ এমনকি ক্যানসারসহ নানান সমস্যা ও রোগ।
১ দিন আগে