সানজিদা সামরিন, ঢাকা
আকাশ যখন ধূসর মেঘে ভরে যায়, মৃদু হাওয়া বইতে থাকে চারপাশে, তখন অনেকে গুনগুনিয়ে গেয়ে ওঠে—‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন,/ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ।’ তবে সেই বুদ্ধিদীপ্ত চোখে বাঁধা পড়ুন আর না-ই পড়ুন, আপনার খোঁপায় জড়ানো বেলির সুবাস কোনো বিপ্লবীর বুকে বাসা বাঁধুক আর না-ই বাঁধুক, হৃদয়ে প্রেমের আগমনের এই অনুভূতি যে স্বর্গীয়, তা স্বীকার না করে যাবেন কোথায়?
লোকে বলে, প্রেমে পড়লে মানুষ নিজের সৌন্দর্য আর বেশভূষার প্রতিও যত্নশীল হয়ে ওঠে। মোটেও মিথ্য়ে নয়। এই যে মেঘলা দিনে যখন জানালায় দাঁড়িয়ে ঝিরিঝিরি বৃষ্টি গায়ে মাখছেন, তখন কি ইচ্ছে করছে না চোখ ভরে কাজল পরতে? ইচ্ছে করছে না নীলাভ শেডের কোনো শাড়ি পরে পিচ ঢালা রাস্তায় ঝুম বৃষ্টিতে দুহাত মেলে ছুটে বেড়াতে? জানি জানি, সে রকম ইচ্ছে করছেই।
বৃষ্টি আর প্রেম একই সরলরেখায় রেখে সাজগোজের ব্যাপারটা কিন্তু আরও উসকে দেয় বলিউডের বিভিন্ন সিনেমা। অনেকে নিশ্চয় একমত হবেন। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। নায়িকার পরনে তখন আকাশি, সাদা কিংবা লাল রঙের শিফনের শাড়ি। স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে চোখ বুজে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন শ্রাবণের বৃষ্টি। রোমান্টিক সাজের অনুষঙ্গ হিসেবে পায়ে রয়েছে রুপার নূপুর আর হাতে চুড়ি। বৃষ্টির রুমঝুম আর চুড়ির রিনিঝিনি সুর যেন মিলেমিশে একাকার! আমরা তো এই দৃশ্য় দেখেই অভ্যস্ত। প্রেমময় হৃদয় যখন বৃষ্টি নামলে আরও উতলা হয়, তখন এভাবেই সেজে উঠতে মন চায়।
স্বীকার করতে না চাইলেও আয়নায় আমরা নিজেদের সেভাবেই দেখি, যেভাবে প্রিয় মানুষটি আমাদের দেখতে চায় বলে আমরা ভাবি। তাঁর কী পছন্দ, সেটাই মনে ঘুরপাক খেতে থাকে। কখনো কখনো কপালের টিপ, চোখে কাজলের রেখা, যত্নে ভাঙা শাড়ির ভাঁজ যেন তাঁর চোখে সঁপে দেওয়ার জন্যই। উল্টো দিকে ঝাঁজালো সুগন্ধির পরিবর্তে একটু কোমল সুবাসই কাপড়ে মেখে নিচ্ছে সুদর্শন তরুণ। কারণ একটাই, সে যদি মুগ্ধ হয়!
এই ভাবনাকে উপলক্ষ করেই আজকাল নকশাকারেরা ঋতুভিত্তিক বিভিন্ন পোশাক নকশা করছেন।
বর্ষাকে উপলক্ষ করে অনেক ফ্যাশন হাউস শাড়ি তৈরি করছে। সেই শাড়িতে মোটিফ হিসেবে থাকছে বর্ষার বিভিন্ন উপকরণ। যেমন কদমফুল, পদ্ম, নৌকা, বৃষ্টির ফোঁটা ইত্য়াদি। মনে একরাশ প্রেমের অনুভূতি নিয়ে মেঘলা দিনে একলা ঘুরে বেড়াতে বের হলে গায়ে জড়িয়ে নিন না বর্ষাকে উৎসর্গ করা এমন কোনো শাড়ি। বলিউড তারকার মতো শাড়ির সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে পরতে পারেন স্লিভলেস ব্লাউজ। চুলটা না হয় খোলাই থাক। চোখভর্তি কাজল আর শামুক-ঝিনুকের গয়নায় পরিপূর্ণ করুন সাজটা।
কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘বর্ষায় যেহেতু সবার মনে প্রেম প্রেম অনুভূতি কাজ করে, তাই নীল রংটা সাজপোশাকে থাকতেই পারে। এই রংকে মুখ্য রেখে অনেকভাবে সেজে নেওয়া যায়।’ নীলের আবার রকমফের রয়েছে—গাঢ় নীল, কালচে নীল, আকাশি ইত্যাদি। চাইলে নীলের সঙ্গে সাদার মিলমিশ রয়েছে এমন পোশাকও বেছে নেওয়া যেতে পারে। পায়ে থাকবে বর্ষায় পরার উপযোগী জুতা। ঠোঁটে থাকতে পারে ন্য়ুড শেডের লিপস্টিক। তবে সবটাই নির্ভর করছে—কোথায় যাচ্ছেন, সেখানকার পরিবেশের ওপর।
আকাশ যখন ধূসর মেঘে ভরে যায়, মৃদু হাওয়া বইতে থাকে চারপাশে, তখন অনেকে গুনগুনিয়ে গেয়ে ওঠে—‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন,/ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ।’ তবে সেই বুদ্ধিদীপ্ত চোখে বাঁধা পড়ুন আর না-ই পড়ুন, আপনার খোঁপায় জড়ানো বেলির সুবাস কোনো বিপ্লবীর বুকে বাসা বাঁধুক আর না-ই বাঁধুক, হৃদয়ে প্রেমের আগমনের এই অনুভূতি যে স্বর্গীয়, তা স্বীকার না করে যাবেন কোথায়?
লোকে বলে, প্রেমে পড়লে মানুষ নিজের সৌন্দর্য আর বেশভূষার প্রতিও যত্নশীল হয়ে ওঠে। মোটেও মিথ্য়ে নয়। এই যে মেঘলা দিনে যখন জানালায় দাঁড়িয়ে ঝিরিঝিরি বৃষ্টি গায়ে মাখছেন, তখন কি ইচ্ছে করছে না চোখ ভরে কাজল পরতে? ইচ্ছে করছে না নীলাভ শেডের কোনো শাড়ি পরে পিচ ঢালা রাস্তায় ঝুম বৃষ্টিতে দুহাত মেলে ছুটে বেড়াতে? জানি জানি, সে রকম ইচ্ছে করছেই।
বৃষ্টি আর প্রেম একই সরলরেখায় রেখে সাজগোজের ব্যাপারটা কিন্তু আরও উসকে দেয় বলিউডের বিভিন্ন সিনেমা। অনেকে নিশ্চয় একমত হবেন। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। নায়িকার পরনে তখন আকাশি, সাদা কিংবা লাল রঙের শিফনের শাড়ি। স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে চোখ বুজে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন শ্রাবণের বৃষ্টি। রোমান্টিক সাজের অনুষঙ্গ হিসেবে পায়ে রয়েছে রুপার নূপুর আর হাতে চুড়ি। বৃষ্টির রুমঝুম আর চুড়ির রিনিঝিনি সুর যেন মিলেমিশে একাকার! আমরা তো এই দৃশ্য় দেখেই অভ্যস্ত। প্রেমময় হৃদয় যখন বৃষ্টি নামলে আরও উতলা হয়, তখন এভাবেই সেজে উঠতে মন চায়।
স্বীকার করতে না চাইলেও আয়নায় আমরা নিজেদের সেভাবেই দেখি, যেভাবে প্রিয় মানুষটি আমাদের দেখতে চায় বলে আমরা ভাবি। তাঁর কী পছন্দ, সেটাই মনে ঘুরপাক খেতে থাকে। কখনো কখনো কপালের টিপ, চোখে কাজলের রেখা, যত্নে ভাঙা শাড়ির ভাঁজ যেন তাঁর চোখে সঁপে দেওয়ার জন্যই। উল্টো দিকে ঝাঁজালো সুগন্ধির পরিবর্তে একটু কোমল সুবাসই কাপড়ে মেখে নিচ্ছে সুদর্শন তরুণ। কারণ একটাই, সে যদি মুগ্ধ হয়!
এই ভাবনাকে উপলক্ষ করেই আজকাল নকশাকারেরা ঋতুভিত্তিক বিভিন্ন পোশাক নকশা করছেন।
বর্ষাকে উপলক্ষ করে অনেক ফ্যাশন হাউস শাড়ি তৈরি করছে। সেই শাড়িতে মোটিফ হিসেবে থাকছে বর্ষার বিভিন্ন উপকরণ। যেমন কদমফুল, পদ্ম, নৌকা, বৃষ্টির ফোঁটা ইত্য়াদি। মনে একরাশ প্রেমের অনুভূতি নিয়ে মেঘলা দিনে একলা ঘুরে বেড়াতে বের হলে গায়ে জড়িয়ে নিন না বর্ষাকে উৎসর্গ করা এমন কোনো শাড়ি। বলিউড তারকার মতো শাড়ির সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে পরতে পারেন স্লিভলেস ব্লাউজ। চুলটা না হয় খোলাই থাক। চোখভর্তি কাজল আর শামুক-ঝিনুকের গয়নায় পরিপূর্ণ করুন সাজটা।
কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘বর্ষায় যেহেতু সবার মনে প্রেম প্রেম অনুভূতি কাজ করে, তাই নীল রংটা সাজপোশাকে থাকতেই পারে। এই রংকে মুখ্য রেখে অনেকভাবে সেজে নেওয়া যায়।’ নীলের আবার রকমফের রয়েছে—গাঢ় নীল, কালচে নীল, আকাশি ইত্যাদি। চাইলে নীলের সঙ্গে সাদার মিলমিশ রয়েছে এমন পোশাকও বেছে নেওয়া যেতে পারে। পায়ে থাকবে বর্ষায় পরার উপযোগী জুতা। ঠোঁটে থাকতে পারে ন্য়ুড শেডের লিপস্টিক। তবে সবটাই নির্ভর করছে—কোথায় যাচ্ছেন, সেখানকার পরিবেশের ওপর।
খাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৭ ঘণ্টা আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৯ ঘণ্টা আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১১ ঘণ্টা আগেপিৎজার জন্মস্থান ইতালি, এটা প্রায় সবার জানা। এ খাবার নিয়ে পৃথিবীজুড়ে যে উন্মাদনা, তা বলে শেষ করার নয়। বরং চলুন, জেনে নেওয়া যাক, এটি নিয়ে বড় বড় উৎসব কোথায় হয়। এসব উৎসব কিন্তু ঢাকার পিৎজা শপগুলোর মূল্যছাড়ের উৎসব নয়; লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত ও শিহরণ জাগানো উৎসব।
১৭ ঘণ্টা আগে