নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাছ ভালোবাসেন অনেকেই। কারণ, গাছ মন উৎফুল্ল করে। গাছের সান্নিধ্যে দূর হয়ে যায় শরীরের ক্লান্তি আর মনের বিষণ্ণতা। ঘর কিংবা মনের যত্নে অনলাইন থেকে কিনতে পারেন গাছ কিংবা ইনডোর প্ল্যান্ট। এতে আপনার ঘরের শোভা বাড়বে, মন থাকবে ভালো। বসার ঘর, পড়ার টেবিল, ঘরের কোনা, দেয়াল, সোফার পাশ অথবা জানালার গ্রিল গাছ দিয়ে অল্প পরিশ্রমে সাজানো যায়।
অনলাইনে কেনার সুবিধা
• ইনডোর প্ল্যান্ট পছন্দ করতে বাইরে যেতে হবে না। অল্প সময়ে অনেকগুলো নার্সারির পেজ বা গ্রুপে ঘুরে আসতে পারবেন। তাতে আপনার সময় ও অর্থ দুটোই বাঁচবে।
• ডেলিভারি চার্জ দিলে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের ইনডোর প্ল্যান্ট।
• নিজের পুরোনো ইনডোর প্ল্যান্ট অন্যের সঙ্গে অদলবদলও করে নিতে পারবেন।
যে বিষয়গুলো খেয়াল রাখবেন
• ভালো নার্সারির পেজ বা গ্রুপে প্রচুর মানুষের উপস্থিতি থাকে। সেটা বোঝা যাবে সদস্যদের পোস্ট ও মন্তব্য দেখে। পেজ বা গ্রুপ কর্তৃপক্ষ ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন কিংবা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। প্রচুর মানুষের আনাগোনা আছে এমন পেজ বা গ্রুপ থেকে পছন্দের ইনডোর প্ল্যান্ট কিনুন।
• নার্সারি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নিয়ে রাখুন।
• যে ধরনের ইনডোর প্ল্যান্ট কিনতে চান, তার বিস্তারিত জানিয়ে রাখুন নার্সারি পেজ বা গ্রুপের ইনবক্স অথবা নিজের পোস্টে।
• টাকা-পয়সা লেনদেনের জন্য বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন।
গাছ ভালোবাসেন অনেকেই। কারণ, গাছ মন উৎফুল্ল করে। গাছের সান্নিধ্যে দূর হয়ে যায় শরীরের ক্লান্তি আর মনের বিষণ্ণতা। ঘর কিংবা মনের যত্নে অনলাইন থেকে কিনতে পারেন গাছ কিংবা ইনডোর প্ল্যান্ট। এতে আপনার ঘরের শোভা বাড়বে, মন থাকবে ভালো। বসার ঘর, পড়ার টেবিল, ঘরের কোনা, দেয়াল, সোফার পাশ অথবা জানালার গ্রিল গাছ দিয়ে অল্প পরিশ্রমে সাজানো যায়।
অনলাইনে কেনার সুবিধা
• ইনডোর প্ল্যান্ট পছন্দ করতে বাইরে যেতে হবে না। অল্প সময়ে অনেকগুলো নার্সারির পেজ বা গ্রুপে ঘুরে আসতে পারবেন। তাতে আপনার সময় ও অর্থ দুটোই বাঁচবে।
• ডেলিভারি চার্জ দিলে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের ইনডোর প্ল্যান্ট।
• নিজের পুরোনো ইনডোর প্ল্যান্ট অন্যের সঙ্গে অদলবদলও করে নিতে পারবেন।
যে বিষয়গুলো খেয়াল রাখবেন
• ভালো নার্সারির পেজ বা গ্রুপে প্রচুর মানুষের উপস্থিতি থাকে। সেটা বোঝা যাবে সদস্যদের পোস্ট ও মন্তব্য দেখে। পেজ বা গ্রুপ কর্তৃপক্ষ ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন কিংবা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। প্রচুর মানুষের আনাগোনা আছে এমন পেজ বা গ্রুপ থেকে পছন্দের ইনডোর প্ল্যান্ট কিনুন।
• নার্সারি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নিয়ে রাখুন।
• যে ধরনের ইনডোর প্ল্যান্ট কিনতে চান, তার বিস্তারিত জানিয়ে রাখুন নার্সারি পেজ বা গ্রুপের ইনবক্স অথবা নিজের পোস্টে।
• টাকা-পয়সা লেনদেনের জন্য বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন।
রোদে ভালো ভাবে শুকিয়ে বয়ামে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কাঁঠালের বিচি। ভর্তা, তরকারি ও ভেজে খাওয়া ছাড়াও এটি দিয়ে স্মুদি তৈরি করা যায়। কীভাবে? আপনাদের জন্য কাঁঠালের বিচির স্মুদির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম।
৮ মিনিট আগেনামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
১৬ ঘণ্টা আগেযাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
১৯ ঘণ্টা আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
২ দিন আগে