নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরের পরিবেশ নিয়ে চিন্তা করলেও বাথরুমের পরিবেশ নিয়ে ভাবনাটা আমাদের কম। কিন্তু জেনে অবাক হবেন, এই বাথরুমের পরিবেশ কিন্তু যে কারও মনের ওপর প্রভাব ফেলে। বাথরুমের পরিবেশ মনোরম থাকলে সহজেই তা মানসিক ক্লান্তি দূর করে দেয়। এ জন্য মহা আয়োজন করতে হবে না। হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই বাথরুম সহজে সাজানো সম্ভব।
ব্যবহার করুন পেইন্টিং ও গাছ
বাথরুমের ভেতরে রাখতে পারেন পেইন্টিং। কোনার দিকে একটি তাকে ফুলদানি কিংবা মানিপ্ল্যান্টজাতীয় গাছের মতো ছোটখাটো জিনিস রাখতে পারেন। এগুলো বাথরুমের একঘেয়ে পরিবেশ থেকে মুক্তি দেবে সহজে। লাগবে পরিপাটিও।
থিম পছন্দ করুন
আপনার বাথরুমকে সাজানোর জন্য একটি নির্দিষ্ট থিম কিংবা প্যাটার্ন বেছে নিন। যেমন : কোন রং ব্যবহার করতে চান, বাথরুমের স্টাইল ক্লাসিক নাকি নতুন ধাঁচের হবে, সেগুলো প্রথমেই ভেবে নিন। যদি রং নিয়ে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে তার পরিবর্তে কাচের কোনো জিনিস ব্যবহার করে পরিবর্তন নিয়ে আসতে পারেন।
অনুষঙ্গগুলো সাজান
বাথরুমে যেসব জিনিস আপনার নিত্যপ্রয়োজনীয়, সেগুলো সামনে রাখার ব্যবস্থা করুন। চাইলে ক্যাটাগরি ভাগ করে নিতে পারেন। যেমন : প্রসাধনজাতীয় জিনিসগুলো একসঙ্গে, সাবানজাতীয় জিনিসগুলো একসঙ্গে, টুথপেস্ট কিংবা মুখ পরিষ্কার করার জিনিসগুলো এক সারিতে সাজিয়ে নিন। খেয়াল রাখবেন, জিনিস রাখার পর তা যেন দৃষ্টিকটু না লাগে এবং হাতের কাছেই সব জিনিস পাওয়া যায়।
ছোটখাটো উপাদান
আপনার পছন্দ অনুযায়ী বাথরুমে ছোটখাটো কিছু জিনিস কিনে যোগ করতে পারেন। যেমন : সাবান রাখার জন্য একটা সুদৃশ্য সাবান কেস, সুগন্ধির বাক্স, পারফিউমের বোতল, রঙিন টাওয়েল ইত্যাদি। এগুলো যেমন বাথরুমের সৌন্দর্য বাড়াবে, তেমনি ব্যবহারের উপযোগী সামগ্রী হিসেবে বেশ কাজের। এ ছাড়া বাথরুমে পানিরোধী ম্যাট, আয়না ইত্যাদি ব্যবহার করে বাড়িয়ে তুলতে পারেন বাথরুমের সৌন্দর্য।
আলোর ব্যবস্থা করুন
বাথরুমে যে জিনিসটি বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আলো। যেহেতু বাইরের আলো আসার ব্যবস্থা খুব কম থাকে, সে ক্ষেত্রে কৃত্রিম আলো ব্যবহার করে বাথরুম সাজাতে পারেন। তবে আলো যাতে বেশি উজ্জ্বল বা চোখে লাগার মতো না হয়, সেদিকে খেয়াল রাখুন।
ঘরের পরিবেশ নিয়ে চিন্তা করলেও বাথরুমের পরিবেশ নিয়ে ভাবনাটা আমাদের কম। কিন্তু জেনে অবাক হবেন, এই বাথরুমের পরিবেশ কিন্তু যে কারও মনের ওপর প্রভাব ফেলে। বাথরুমের পরিবেশ মনোরম থাকলে সহজেই তা মানসিক ক্লান্তি দূর করে দেয়। এ জন্য মহা আয়োজন করতে হবে না। হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই বাথরুম সহজে সাজানো সম্ভব।
ব্যবহার করুন পেইন্টিং ও গাছ
বাথরুমের ভেতরে রাখতে পারেন পেইন্টিং। কোনার দিকে একটি তাকে ফুলদানি কিংবা মানিপ্ল্যান্টজাতীয় গাছের মতো ছোটখাটো জিনিস রাখতে পারেন। এগুলো বাথরুমের একঘেয়ে পরিবেশ থেকে মুক্তি দেবে সহজে। লাগবে পরিপাটিও।
থিম পছন্দ করুন
আপনার বাথরুমকে সাজানোর জন্য একটি নির্দিষ্ট থিম কিংবা প্যাটার্ন বেছে নিন। যেমন : কোন রং ব্যবহার করতে চান, বাথরুমের স্টাইল ক্লাসিক নাকি নতুন ধাঁচের হবে, সেগুলো প্রথমেই ভেবে নিন। যদি রং নিয়ে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে তার পরিবর্তে কাচের কোনো জিনিস ব্যবহার করে পরিবর্তন নিয়ে আসতে পারেন।
অনুষঙ্গগুলো সাজান
বাথরুমে যেসব জিনিস আপনার নিত্যপ্রয়োজনীয়, সেগুলো সামনে রাখার ব্যবস্থা করুন। চাইলে ক্যাটাগরি ভাগ করে নিতে পারেন। যেমন : প্রসাধনজাতীয় জিনিসগুলো একসঙ্গে, সাবানজাতীয় জিনিসগুলো একসঙ্গে, টুথপেস্ট কিংবা মুখ পরিষ্কার করার জিনিসগুলো এক সারিতে সাজিয়ে নিন। খেয়াল রাখবেন, জিনিস রাখার পর তা যেন দৃষ্টিকটু না লাগে এবং হাতের কাছেই সব জিনিস পাওয়া যায়।
ছোটখাটো উপাদান
আপনার পছন্দ অনুযায়ী বাথরুমে ছোটখাটো কিছু জিনিস কিনে যোগ করতে পারেন। যেমন : সাবান রাখার জন্য একটা সুদৃশ্য সাবান কেস, সুগন্ধির বাক্স, পারফিউমের বোতল, রঙিন টাওয়েল ইত্যাদি। এগুলো যেমন বাথরুমের সৌন্দর্য বাড়াবে, তেমনি ব্যবহারের উপযোগী সামগ্রী হিসেবে বেশ কাজের। এ ছাড়া বাথরুমে পানিরোধী ম্যাট, আয়না ইত্যাদি ব্যবহার করে বাড়িয়ে তুলতে পারেন বাথরুমের সৌন্দর্য।
আলোর ব্যবস্থা করুন
বাথরুমে যে জিনিসটি বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আলো। যেহেতু বাইরের আলো আসার ব্যবস্থা খুব কম থাকে, সে ক্ষেত্রে কৃত্রিম আলো ব্যবহার করে বাথরুম সাজাতে পারেন। তবে আলো যাতে বেশি উজ্জ্বল বা চোখে লাগার মতো না হয়, সেদিকে খেয়াল রাখুন।
বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
৭ ঘণ্টা আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
৮ ঘণ্টা আগেবীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর...
৮ ঘণ্টা আগেভ্রমণে গিয়ে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং একটি সাধারণ সমস্যা। এই সমস্যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। রাস্তার ফুচকা, স্ট্রিট ফুড কিংবা বিদেশের কোনো রেস্তোরাঁ—যেখানেই কিছু খান না কেন, অসাবধানতার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
৮ ঘণ্টা আগে