মোশারফ হোসেন
গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।
হাফ হাতা শার্টের কাপড় পছন্দের ক্ষেত্রে সুতির ভালো বিকল্প লিনেন। গরমের মাসে হালকা ওজনের লিনেনের কাপড় স্বচ্ছন্দ ভাব এনে দেবে। শর্টস, জিনস কিংবা ডেনিম–লিনেনের হাফহাতার শার্ট সবকিছুর সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়।
হাফহাতার শার্ট কতটা মানানসই
পুরুষদের জন্য ফুল ও হাফহাতার শার্ট থেকে যেকোনো একটি বাছাই করা খুবই কঠিন কাজ। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, প্যাটার্নের কারণে এগুলো বিভিন্ন ধরনের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পরা যায় না। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। প্রিন্টের হাফহাতার শার্ট জিনস, গ্যাবার্ডিন কিংবা ফরমাল—যেকোনো প্যান্টের সঙ্গে মানানসই।
শার্টের আকার ও রং
নকশা ও শৈলীর দিক থেকে বিবেচনা করলে অনেক ধরনের বিকল্প বাজারে পাওয়া যায়। তাই হাফহাতা শার্ট কেনার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিন। বেশি উজ্জ্বল রং এড়িয়ে স্ট্রাইপ ও চেকের মতো প্যাটার্ন বাছাই করুন। ফ্যাশনেবল থাকতে হালকা ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া হাতা ঠিক কতটুকু পরতে স্বচ্ছন্দবোধ করেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা শেডের শার্ট বেছে নেওয়া যেতে পারে। ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা—বিভিন্ন নকশার হাফহাতা শার্ট ডেনিম, ফরমাল অথবা চিনো প্যান্টের সঙ্গে মানানসই।
শরিফুল হুদা বিপ্লব
সিনিয়র ডিজাইনার, কে ক্র্যাফট
সঙ্গে যা পরবেন
প্রিন্টের ফ্যাশনেবল হাফহাতা শার্ট পছন্দের আগে উপলক্ষের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠান, অবকাশ যাপন, ফরমাল ইভেন্ট কিংবা গরম সময়—যা-ই হোক না কেন, হাফ হাতা শার্টের সঙ্গে ডেনিম খুব ভালো মানিয়ে যায়। ফরমাল লুকের জন্য এ ধরনের শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরুন। চাইলে উজ্জ্বল রঙের হাফহাতা শার্টের সঙ্গে রঙিন প্যান্টও বাছাই করতে পারেন।
গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।
হাফ হাতা শার্টের কাপড় পছন্দের ক্ষেত্রে সুতির ভালো বিকল্প লিনেন। গরমের মাসে হালকা ওজনের লিনেনের কাপড় স্বচ্ছন্দ ভাব এনে দেবে। শর্টস, জিনস কিংবা ডেনিম–লিনেনের হাফহাতার শার্ট সবকিছুর সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়।
হাফহাতার শার্ট কতটা মানানসই
পুরুষদের জন্য ফুল ও হাফহাতার শার্ট থেকে যেকোনো একটি বাছাই করা খুবই কঠিন কাজ। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, প্যাটার্নের কারণে এগুলো বিভিন্ন ধরনের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পরা যায় না। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। প্রিন্টের হাফহাতার শার্ট জিনস, গ্যাবার্ডিন কিংবা ফরমাল—যেকোনো প্যান্টের সঙ্গে মানানসই।
শার্টের আকার ও রং
নকশা ও শৈলীর দিক থেকে বিবেচনা করলে অনেক ধরনের বিকল্প বাজারে পাওয়া যায়। তাই হাফহাতা শার্ট কেনার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিন। বেশি উজ্জ্বল রং এড়িয়ে স্ট্রাইপ ও চেকের মতো প্যাটার্ন বাছাই করুন। ফ্যাশনেবল থাকতে হালকা ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া হাতা ঠিক কতটুকু পরতে স্বচ্ছন্দবোধ করেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা শেডের শার্ট বেছে নেওয়া যেতে পারে। ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা—বিভিন্ন নকশার হাফহাতা শার্ট ডেনিম, ফরমাল অথবা চিনো প্যান্টের সঙ্গে মানানসই।
শরিফুল হুদা বিপ্লব
সিনিয়র ডিজাইনার, কে ক্র্যাফট
সঙ্গে যা পরবেন
প্রিন্টের ফ্যাশনেবল হাফহাতা শার্ট পছন্দের আগে উপলক্ষের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠান, অবকাশ যাপন, ফরমাল ইভেন্ট কিংবা গরম সময়—যা-ই হোক না কেন, হাফ হাতা শার্টের সঙ্গে ডেনিম খুব ভালো মানিয়ে যায়। ফরমাল লুকের জন্য এ ধরনের শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরুন। চাইলে উজ্জ্বল রঙের হাফহাতা শার্টের সঙ্গে রঙিন প্যান্টও বাছাই করতে পারেন।
বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর আছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারেন।
৪০ মিনিট আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
৩ ঘণ্টা আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
৬ ঘণ্টা আগেআপনি যতই ট্রেন্ড অনুসরণ করুন না কেন, জন্মসূত্রে বাঙালি মানে শাড়ি আপনার আত্মার আত্মা। কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—শাড়ি পরার ব্যাপারটা যেন উৎসবতুল্য। আসলে শাড়ি নামের এ পোশাকই তো বৈচিত্র্যময়। শাড়ির রয়েছে রকমফের। আবার কত কায়দায়ই না পরা যায় এটি। তবে আরামের বেলায় হাফ সিল্ক শাড়ির কদরই আলাদা।
৬ ঘণ্টা আগে