বর্ষার পানি চুলের জন্য ক্ষতিকর। বর্ষাকালে চুল ভালোভাবে পরিষ্কার করতে না পারলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ফলে বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে চুল ধুয়ে ফেলতে হবে। এ জন্য কোমল শ্যাম্পু করতে হবে ও এরপর কন্ডিশনার ব্যবহার হবে। কন্ডিশনার চুলের মসৃণতা ধরে রাখবে। আর যদি এমন হয় যে গোসল করেই বের হয়েছেন আর বৃষ্টির পানি পড়ে চুল আবার ভিজে গেল। সে ক্ষেত্রে বাড়ি ফিরে হেয়ার ড্রায়ার দিয়ে বা ফ্যানের বাতাসে চুল একেবারে শুকিয়ে ফেলতে হবে। এতে বৃষ্টির পানির যে ক্ষার থাকে, তা চুলে লেগে থাকবে না।
বর্ষার ঘরোয়া প্যাক
• ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে নিন। ফেটানো ডিমের কুসুম মাথার ত্বকে লাগিয়ে গোড়া থেকে আগা অবধি চুল ভালোভাবে আঁচড়ে নিতে হবে। এ সময় প্লাস্টিকের ক্যাপ পরে থাকতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এভাবে প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে।
• এ সময় মাথায় খুশকি বা অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। সে ক্ষেত্রে নিমপাতা ভেজানো পানি ও মেথিবাটা একসঙ্গে পেস্ট করে চুলের গোড়ায় লাগাতে হবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিতে হবে।
• যাঁদের মাথায় প্রচুর খুশকি, তাঁরা আধা কাপ লেবুর রসের সঙ্গে আধা কাপ পানি ও দুই চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথার ত্বক থেকে শুরু করে পুরো চুলে লাগিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। এরপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
• চুলের গোড়া মজবুত ও চুল ঝলমলে করতে অ্যালোভেরা জেলের তুলনা নেই। অ্যালোভেরা জেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল গোড়া থেকে আগা অবধি আঁচড়ে নিতে হবে। শারমিন কচি বলেন, বারবার চুল আঁচড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ, এতে প্যাকের পুষ্টি পুরো চুলে ছড়িয়ে পড়বে।
• চুলপড়া সমস্যায় ভুগলে আধা কাপ পেঁয়াজের রসের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে।
শারমিন কচি বলেন, এ সময় চুল একেবারেই ভেজা রাখা যাবে না। এ সময় যেহেতু আবহাওয়া আর্দ্র, ফলে চুল এমনিতেই ভালোভাবে শুকায় না। একটা ভেজা ভেজা ভাব থাকে। এ জন্য গোসলের পর চুল ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। অথবা হেয়ার ড্রায়ারের কুল ব্লোয়ার দিয়ে চুল শুকিয়ে নিতে হবে।
বর্ষার পানি চুলের জন্য ক্ষতিকর। বর্ষাকালে চুল ভালোভাবে পরিষ্কার করতে না পারলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ফলে বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে চুল ধুয়ে ফেলতে হবে। এ জন্য কোমল শ্যাম্পু করতে হবে ও এরপর কন্ডিশনার ব্যবহার হবে। কন্ডিশনার চুলের মসৃণতা ধরে রাখবে। আর যদি এমন হয় যে গোসল করেই বের হয়েছেন আর বৃষ্টির পানি পড়ে চুল আবার ভিজে গেল। সে ক্ষেত্রে বাড়ি ফিরে হেয়ার ড্রায়ার দিয়ে বা ফ্যানের বাতাসে চুল একেবারে শুকিয়ে ফেলতে হবে। এতে বৃষ্টির পানির যে ক্ষার থাকে, তা চুলে লেগে থাকবে না।
বর্ষার ঘরোয়া প্যাক
• ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে নিন। ফেটানো ডিমের কুসুম মাথার ত্বকে লাগিয়ে গোড়া থেকে আগা অবধি চুল ভালোভাবে আঁচড়ে নিতে হবে। এ সময় প্লাস্টিকের ক্যাপ পরে থাকতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এভাবে প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে।
• এ সময় মাথায় খুশকি বা অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। সে ক্ষেত্রে নিমপাতা ভেজানো পানি ও মেথিবাটা একসঙ্গে পেস্ট করে চুলের গোড়ায় লাগাতে হবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিতে হবে।
• যাঁদের মাথায় প্রচুর খুশকি, তাঁরা আধা কাপ লেবুর রসের সঙ্গে আধা কাপ পানি ও দুই চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথার ত্বক থেকে শুরু করে পুরো চুলে লাগিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। এরপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
• চুলের গোড়া মজবুত ও চুল ঝলমলে করতে অ্যালোভেরা জেলের তুলনা নেই। অ্যালোভেরা জেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল গোড়া থেকে আগা অবধি আঁচড়ে নিতে হবে। শারমিন কচি বলেন, বারবার চুল আঁচড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ, এতে প্যাকের পুষ্টি পুরো চুলে ছড়িয়ে পড়বে।
• চুলপড়া সমস্যায় ভুগলে আধা কাপ পেঁয়াজের রসের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে।
শারমিন কচি বলেন, এ সময় চুল একেবারেই ভেজা রাখা যাবে না। এ সময় যেহেতু আবহাওয়া আর্দ্র, ফলে চুল এমনিতেই ভালোভাবে শুকায় না। একটা ভেজা ভেজা ভাব থাকে। এ জন্য গোসলের পর চুল ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। অথবা হেয়ার ড্রায়ারের কুল ব্লোয়ার দিয়ে চুল শুকিয়ে নিতে হবে।
বিভিন্ন জরিপ ও কেস স্টাডিতে দেখা গেছে নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর পরকীয়ার বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এআরএফ প্রাইভেট ইনভেস্টিগেটরস-এর শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকেই এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে
১২ মিনিট আগেভ্রমণ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাড়তি কাজ করতে না চাইলে, ভ্রমণে যাওয়ার আগে ঘরের বেশ কিছু কাজ সেরে রাখতে হবে। ফিরে এসে বাড়িটাও শান্তিময় মনে হবে।
৬ ঘণ্টা আগেইলিশের মৌসুমে নানাভাবে তো ইলিশ রান্না করছেন। এবার বাটা মরিচে ইলিশ রেঁধেই দেখুন। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
৮ ঘণ্টা আগেজীবনকে কিছুক্ষণের জন্য ‘অফ’ মোডে রাখা শেখায় এই ফ্লোরটাইম। টিকটকে অনেকে বলছেন, মেঝের ওপর চিত হয়ে শুয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে চলমান এই প্রক্রিয়া নিজেকে ফিরিয়ে আনে নিজের কাছে।
১ দিন আগে