মোশারফ হোসেন
বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।
বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।
ধূমপান শুধু ক্যানসার নয়, আরও অনেক রোগের কারণ। ধূমপানের কারণে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যানসার। বিভিন্ন সূত্রে মানুষ তামাকের ক্ষতি সম্পর্কে জানে। কিন্তু ধূমপান ছাড়ার পর শরীরে কী ঘটে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি কতটা কমে, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি নেপাল সরকার ঘোষণা করেছে, দেশের দূরবর্তী পশ্চিমাঞ্চলের ৯৭টি পাহাড়ে চূড়ায় ওঠার ফি আগামী দুই বছরের জন্য সম্পূর্ণ মওকুফ থাকবে। এই ৯৭টি পাহাড়ের মধ্যে ২০টি নেপালের একেবারে সুদূর পশ্চিম প্রদেশে এবং ৭৭টি কার্নালি প্রদেশে অবস্থিত। এই অঞ্চলগুলোকে নেপালের কম উন্নত ও দরিদ্র এলাকা হিসেবে ধরা হয়।
৬ ঘণ্টা আগেহিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
১৯ ঘণ্টা আগে