Ajker Patrika

উৎসবে আরামে আংগারাখা

মোশারফ হোসেন
আপডেট : ২৬ জুন ২০২৩, ১১: ১২
উৎসবে আরামে আংগারাখা

বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।

ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।

স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস

আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।

প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।  

ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত