মোশারফ হোসেন
বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।
বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
৮ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
৮ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে