সানজিদা সামরিন
বাঙালি যে খানিক হলেও ভোজনরসিক—এ কথা অস্বীকারের জো কোথায়! ঝাঁঝ আর মিষ্টি খাবার তৈরির ঘনঘটা যেখানে, সেখানে খাবারের প্রতি প্রেম থাকবে না তা কী করে হয়? এই যে কিংবদন্তি সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, তিনিও এর বাইরে নাকি!
একে একে যদি বলি, ফেলুদার গোয়েন্দাগিরির মুরগীর মাংস, কৈলাসে কেলেঙ্কারির রুটি, মাংস, তরকা, মিহিদানা, নতুন গুড়ের সন্দেশ, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা বা জয় বাবা ফেলুনাথ–এর সেই মাংসের কালিয়া, ডাল, ভাত, মাছের ঝোল, দই, জিলিপি, রাবড়ির কথা—তাও যেন কম হয়ে যায়। এককথায় সত্যজিৎ রায় ভীষণ খাদ্যরসিক ছিলেন। তাঁর লেখনী ও বেশ কিছু চলচ্চিত্রে জমিয়ে খাওয়াদাওয়ার সিকোয়েন্স পাওয়া যায়। ভারতের জনপ্রিয় শিল্পী অনুপ ঘোষাল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাড়িতে একটু লুচি, আলুর দম, বেগুন ভাজা আর ডাল হলেই সত্যজিৎ রায় দারুণ খুশি হতেন। মাছ-টাছ অতটা খেতে দেখা যেত না। তবে আমাদের বাড়িতে এলে সরষে বাটা, আর কাঁচালঙ্কা দিয়ে যে ইলিশ মাছটা করা হতো, সেটার দুটো পিস তিনি খেতেন।
অনুপ ঘোষালই জানাচ্ছেন, সত্যজিৎ পাঁঠার মাংস খেতে খুব পছন্দ করতেন। বলতেন, মুরগীর মাংসের আবার কোনো স্বাদ আছে নাকি! তবে খাবার–দাবারে যত খুঁতখুঁতেই হোন না কেন কর্মক্ষেত্রে কিন্তু তিনি অন্যরকম। স্টুডিওতে দুটো স্যান্ডউইচ, আর একটু দই হলেই তাঁর হয়ে যেত।
আর বাঙালির মুড়িতে মন মজবে না, তা কী করে হয়। একদিন নাকি সত্যজিৎ রায় অনুপ ঘোষালকে বলেছিলেন, `মুড়ি তেল দিয়ে খায় এটা তো দেখেছ, তবে মুড়ি যে ঘি আর বেশ দানা দানা চিনি দিয়েও খায় সেটা জানো?' অনুপ ঘোষাল তো অবাক হয়ে গেলেন, এমন বিশ্ব বরেণ্য মানুষের মুখে এ কি কথা! সাধারণেই অসাধারণ ছিলেন এ মানুষটি।
সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা চলচ্চিত্রে বিজয় চরিত্রে রূপদান করেন প্রয়াত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি এক সাক্ষাৎকারে সত্যজিতের ডালভক্তির কথা বলছিলেন। স্মৃতিচারণ করে বলছিলেন, `বিউলির ডাল বা অড়হড়ের ডাল সত্যজিৎ খেতে ভালোবাসতেন। বারবার পাতে তুলে দিতে বলতেন। এই সামান্য ডালটাই তাঁর এত প্রিয় ছিল!'
২০১৭ সালের জুলাই মাসে কলকাতার রাজারহাটে আইকনিক আহেলি রেস্তোঁরায় মাসব্যাপী সত্যজিৎ রায়ের প্রিয় খাবারগুলো পরিবেশন করা হয়েছিল। তাঁর প্রিয় খাবারগুলো থালায় সাজিয়ে পরিবেশন করা হয় তখন। মেনু তৈরি করেছিলেন তাঁর ছেলে সন্দীপ রায় ও পুত্রবধূ ললিতা রায়। থালায় পরিবেশন করা হয়েছিল—লুচি, বেগুন ভজা, মোচার ঘণ্ট, ডাল রায়বাহাদুর ও ভাজা মসলার আলুর দম। সঙ্গে আরও ছিল চিংড়ির মালাই কারি, ভেটকি কালিয়া, কষা মাংস, কাঁচা আমের চাটনি, আর সবশেষে মিষ্টি দই ও সন্দেশ।
বাবার পছন্দের খাবার নিয়ে এক স্মৃতিকথায় সন্দীপ রায় বলেন, ছোটবেলায় আমরা মাঝেমধ্যেই পার্কস্ট্রিটের স্কাইরুমে কন্টিনেন্টাল খাবার খেতে যেতাম। বাড়িতে কখনো-কখনো রয়েলের বিরিয়ানিও আসত। তবে বাবা কিন্তু খুব একটা পাঁচতারা হোটেলে যেতেন না।
সূত্র: ফুডস অফ বেঙ্গল ও টাইমস অব ইন্ডিয়া
বাঙালি যে খানিক হলেও ভোজনরসিক—এ কথা অস্বীকারের জো কোথায়! ঝাঁঝ আর মিষ্টি খাবার তৈরির ঘনঘটা যেখানে, সেখানে খাবারের প্রতি প্রেম থাকবে না তা কী করে হয়? এই যে কিংবদন্তি সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, তিনিও এর বাইরে নাকি!
একে একে যদি বলি, ফেলুদার গোয়েন্দাগিরির মুরগীর মাংস, কৈলাসে কেলেঙ্কারির রুটি, মাংস, তরকা, মিহিদানা, নতুন গুড়ের সন্দেশ, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা বা জয় বাবা ফেলুনাথ–এর সেই মাংসের কালিয়া, ডাল, ভাত, মাছের ঝোল, দই, জিলিপি, রাবড়ির কথা—তাও যেন কম হয়ে যায়। এককথায় সত্যজিৎ রায় ভীষণ খাদ্যরসিক ছিলেন। তাঁর লেখনী ও বেশ কিছু চলচ্চিত্রে জমিয়ে খাওয়াদাওয়ার সিকোয়েন্স পাওয়া যায়। ভারতের জনপ্রিয় শিল্পী অনুপ ঘোষাল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাড়িতে একটু লুচি, আলুর দম, বেগুন ভাজা আর ডাল হলেই সত্যজিৎ রায় দারুণ খুশি হতেন। মাছ-টাছ অতটা খেতে দেখা যেত না। তবে আমাদের বাড়িতে এলে সরষে বাটা, আর কাঁচালঙ্কা দিয়ে যে ইলিশ মাছটা করা হতো, সেটার দুটো পিস তিনি খেতেন।
অনুপ ঘোষালই জানাচ্ছেন, সত্যজিৎ পাঁঠার মাংস খেতে খুব পছন্দ করতেন। বলতেন, মুরগীর মাংসের আবার কোনো স্বাদ আছে নাকি! তবে খাবার–দাবারে যত খুঁতখুঁতেই হোন না কেন কর্মক্ষেত্রে কিন্তু তিনি অন্যরকম। স্টুডিওতে দুটো স্যান্ডউইচ, আর একটু দই হলেই তাঁর হয়ে যেত।
আর বাঙালির মুড়িতে মন মজবে না, তা কী করে হয়। একদিন নাকি সত্যজিৎ রায় অনুপ ঘোষালকে বলেছিলেন, `মুড়ি তেল দিয়ে খায় এটা তো দেখেছ, তবে মুড়ি যে ঘি আর বেশ দানা দানা চিনি দিয়েও খায় সেটা জানো?' অনুপ ঘোষাল তো অবাক হয়ে গেলেন, এমন বিশ্ব বরেণ্য মানুষের মুখে এ কি কথা! সাধারণেই অসাধারণ ছিলেন এ মানুষটি।
সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা চলচ্চিত্রে বিজয় চরিত্রে রূপদান করেন প্রয়াত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি এক সাক্ষাৎকারে সত্যজিতের ডালভক্তির কথা বলছিলেন। স্মৃতিচারণ করে বলছিলেন, `বিউলির ডাল বা অড়হড়ের ডাল সত্যজিৎ খেতে ভালোবাসতেন। বারবার পাতে তুলে দিতে বলতেন। এই সামান্য ডালটাই তাঁর এত প্রিয় ছিল!'
২০১৭ সালের জুলাই মাসে কলকাতার রাজারহাটে আইকনিক আহেলি রেস্তোঁরায় মাসব্যাপী সত্যজিৎ রায়ের প্রিয় খাবারগুলো পরিবেশন করা হয়েছিল। তাঁর প্রিয় খাবারগুলো থালায় সাজিয়ে পরিবেশন করা হয় তখন। মেনু তৈরি করেছিলেন তাঁর ছেলে সন্দীপ রায় ও পুত্রবধূ ললিতা রায়। থালায় পরিবেশন করা হয়েছিল—লুচি, বেগুন ভজা, মোচার ঘণ্ট, ডাল রায়বাহাদুর ও ভাজা মসলার আলুর দম। সঙ্গে আরও ছিল চিংড়ির মালাই কারি, ভেটকি কালিয়া, কষা মাংস, কাঁচা আমের চাটনি, আর সবশেষে মিষ্টি দই ও সন্দেশ।
বাবার পছন্দের খাবার নিয়ে এক স্মৃতিকথায় সন্দীপ রায় বলেন, ছোটবেলায় আমরা মাঝেমধ্যেই পার্কস্ট্রিটের স্কাইরুমে কন্টিনেন্টাল খাবার খেতে যেতাম। বাড়িতে কখনো-কখনো রয়েলের বিরিয়ানিও আসত। তবে বাবা কিন্তু খুব একটা পাঁচতারা হোটেলে যেতেন না।
সূত্র: ফুডস অফ বেঙ্গল ও টাইমস অব ইন্ডিয়া
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১৫ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
৩ দিন আগে