নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে