কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে একটি নতুন আউটলেট উদ্বোধন করেছে ফ্যাশন হাউস কে ক্রাফট। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ ফ্যাশন শো। একই সঙ্গে গণমাধ্যমের জন্য ছিল ঈদ কালেকশনের প্রদর্শনী।
এই আউটলেট সৃষ্টিশীল নতুন মানুষের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চান বলে জানিয়েছেন কে ক্রাফটের মূল উদ্যোক্তা শাহনাজ খান। এ ছাড়া কে ক্রাফটের পোশাক যাঁদের হাতে তৈরি হয়, তাঁদের নিয়েও একটি নতুন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঈদ সামনে রেখে কে ক্রাফটের পোশাকে বিভিন্ন মোটিফের সঙ্গে মিলিয়ে রং, কাপড় ও স্টাইলের সমন্বয় ঘটানো হয়েছে। আরামদায়ক, সময়োপযোগী ও উৎসব বিবেচনায় রেখে ডিজাইন করা পোশাকগুলোতে ফুটে উঠেছে নান্দনিকতার ছাপ। পোশাকগুলোতে থাকছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লিটেডসহ বৈচিত্র্যময় প্যাটার্ন। এসব পোশাকের মধ্যে আছে সালোয়ার-কামিজ, ভাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফতান, পান্ডসহ টপস, টপস-স্কার্ট, বৈচিত্র্যপূর্ণ নকশার শাড়ি। ছেলেদের জন্য রয়েছে কে ক্রাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পোলো শার্ট।
শিশুদের পোশাকে প্যাটার্ন ফ্যাব্রিকস এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়ে শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানিসহ নানা আয়োজন। এ ছাড়া ফ্যামিলি পোশাকের ক্ষেত্রে থাকছে মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার-কামিজ, কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট। পাশাপাশি থাকছে যুগল পোশাকগুলো।
কে ক্রাফটের ঈদ কালেকশন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব আউটলেট, অনলাইন শপ ও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে একটি নতুন আউটলেট উদ্বোধন করেছে ফ্যাশন হাউস কে ক্রাফট। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ ফ্যাশন শো। একই সঙ্গে গণমাধ্যমের জন্য ছিল ঈদ কালেকশনের প্রদর্শনী।
এই আউটলেট সৃষ্টিশীল নতুন মানুষের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চান বলে জানিয়েছেন কে ক্রাফটের মূল উদ্যোক্তা শাহনাজ খান। এ ছাড়া কে ক্রাফটের পোশাক যাঁদের হাতে তৈরি হয়, তাঁদের নিয়েও একটি নতুন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঈদ সামনে রেখে কে ক্রাফটের পোশাকে বিভিন্ন মোটিফের সঙ্গে মিলিয়ে রং, কাপড় ও স্টাইলের সমন্বয় ঘটানো হয়েছে। আরামদায়ক, সময়োপযোগী ও উৎসব বিবেচনায় রেখে ডিজাইন করা পোশাকগুলোতে ফুটে উঠেছে নান্দনিকতার ছাপ। পোশাকগুলোতে থাকছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লিটেডসহ বৈচিত্র্যময় প্যাটার্ন। এসব পোশাকের মধ্যে আছে সালোয়ার-কামিজ, ভাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফতান, পান্ডসহ টপস, টপস-স্কার্ট, বৈচিত্র্যপূর্ণ নকশার শাড়ি। ছেলেদের জন্য রয়েছে কে ক্রাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পোলো শার্ট।
শিশুদের পোশাকে প্যাটার্ন ফ্যাব্রিকস এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়ে শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানিসহ নানা আয়োজন। এ ছাড়া ফ্যামিলি পোশাকের ক্ষেত্রে থাকছে মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার-কামিজ, কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট। পাশাপাশি থাকছে যুগল পোশাকগুলো।
কে ক্রাফটের ঈদ কালেকশন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব আউটলেট, অনলাইন শপ ও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।
সব পোশাক পরে কি অফিস মিটিংয়ে যাওয়া যায়? কিংবা যাওয়া উচিত? দেখে নিন অফিসে জরুরি মিটিং থাকলে নারী ও পুরুষের পোশাক কেমন হওয়া উচিত।
৮ ঘণ্টা আগেভ্রমণ মানেই কি শুধু গন্তব্যে পৌঁছানো? আমার কাছে কখনো কখনো সেটা নিজেকে খোঁজার এক নিঃশব্দ যাত্রা। যার ঠিকানা মানচিত্রে না পড়লেও ছাপ পড়ে মনে! অনুভব করতে হয় বাতাসের গন্ধে, ঢেউয়ের শব্দে, সূর্যের আভায়।
১৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধে বড় ধরনের প্রভাব পড়ছে বিভিন্ন দেশের পর্যটনশিল্পে। এই যুদ্ধে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় পর্যটকেরা। এ কারণে এই দুটি দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে শুরু করেছে তারা।
১৭ ঘণ্টা আগেবিভিন্ন দেশের দর্শনীয় জায়গা ঘুরে চমৎকার সব ভিডিও করেন ট্রাভেল ভ্লগার মুহাম্মদ রবিন। ডাকনাম রোহান। অল্প কদিনেই সেসব ভিডিও মানুষের মন জয় করেছে। পেশাদার ট্রাভেল ভ্লগার তিনি। স্ত্রী, সন্তান, মা, বাবাসহ থাকেন কিশোরগঞ্জ জেলার ভৈরবে।
১৭ ঘণ্টা আগে