চরিত্র বুঝে ফিটনেস
সময় নির্ধারণ করে দেয় ফিটনেস রুটিন। আরিফিন শুভ কখন কোন চরিত্রে অভিনয় করছেন রুটিন নির্ভর করছে তার ওপর। আসলে সবকিছুই নিয়ন্ত্রণ করে তাঁর অভিনীত চরিত্রের অবয়বগত বৈশিষ্ট্য। সে চরিত্রের ভিত্তিতেই শুভ সিদ্ধান্ত নেন, কখন রোগা-পাতলা বা লিকলিকে আর কখন পেশিবহুল হতে হবে। তাই ব্যায়ামের রুটিনও এসব বিষয়ের ওপর নির্ধারিত হয়।
‘আসলে আমাদের মাসল সব মেমোরি রেকর্ড করে রাখে। আমরা যারা দৈনন্দিন জীবনে শরীরচর্চা ও স্পোর্টসের সঙ্গে জড়িত, তাদের এটা ভেতরেই থেকে যায়।’ বলেন আরিফিন শুভ।
স্ট্রেচিং ও মেডিটেশন
শুভ যোগব্যায়াম তেমন একটা করেন না। তবে স্ট্রেচিং ও নিয়মিত মেডিটেশন করেন।
জিম নাকি ফ্রি হ্যান্ড
জিমে যাবেন নাকি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, সেটা নির্ভর করে তিনি কোথায় আছেন তার ওপর। শুভ জানান, যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁরা এই দুটি জিনিসই সমানভাবে মেনে চলেন। কারণ, একটি অন্যটির সঙ্গে জড়িত।
সকালে ঘুম ভাঙার পর
সকালে ঘুম ভেঙেই নিয়ম মেনে তেমন কিছুই করেন না বলে জানান শুভ। তবে ঘুম থেকে উঠে তোকমা ভেজানো পানি পান করেন।
শরীর ডিটক্স রাখতে
‘আমার কোনো ধরনের আসক্তি নেই। তাই আলাদা করে ডিটক্স করার প্রয়োজন পড়ে না।’ বলেছেন শুভ। তবে তিনি মাংস ও তৈলাক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলেন এবং পর্যাপ্ত পানি পান করেন। নিয়মিত প্রায় ৪ লিটার পানি পানের চেষ্টা করেন। তাই শরীরে বিষাক্ত পদার্থ জমলেও তা অনেকটাই অপসারণ হয়ে যায় বলে মনে করেন তিনি।
ত্বক সুন্দর রাখতে
ত্বক সুন্দর ও সুস্থ রাখতে খুব নিয়ম মেনে তেমন কিছুই করেন না শুভ। তবে ত্বক ভালোভাবে পরিষ্কার রাখেন এবং ময়শ্চারাইজার ব্যবহার করেন।
ঘুমের রুটিন
পর্যাপ্ত ঘুমের বিষয়টিকে ভীষণ গুরুত্ব দেন। শুভ বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। আবার সকালে ঘুম থেকে ওঠারও চেষ্টা করি। আমি আসলে যাঁদের সঙ্গে কাজ করি, তাঁরা এটা ভালো করেই জানেন, আমি ১২ ঘণ্টার বেশি কাজ করি না। এটা বলেই আমি চুক্তিবদ্ধ হই। যদিও আমাদের দেশের বাস্তবতায় এটা সব সময় হয়ে ওঠে না। তবে চেষ্টা করি ঘুমের রুটিনটা ঠিক রাখার।’
সুস্থ ও সুন্দর থাকতে জিম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ,স্ট্রেচিং ও নিয়মিত মেডিটেশন করেন।
ফিটনেস বিষয়ে পরামর্শ
বিশৃঙ্খল জীবনযাপন শরীর ফিট রাখতে পারে না। শুভ বলেন, ‘ফিটনেস জিমে হয় না। ফিটনেসের প্রথম মন্ত্র হলো নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর প্রথম শর্ত হলো শৃঙ্খলা। এ ব্যাপারটা এক দিনে আসে না। শরীরচর্চার পাশাপাশি বিশ্রাম তথা ঘুম সমান গুরুত্বপূর্ণ। আপনি ৮ থেকে ৯ ঘণ্টা শরীরচর্চা করে যদি
সঠিক জীবনযাপন না করেন, তাহলে লাভ নেই।’
সিক্স প্যাকের শুভ থেকে অপু
‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্রে আরিফিন শুভকে দেখা গেছে সিক্স প্যাকে। কিন্তু ‘উনিশ ২০’-এ তাঁকে দেখা গেছে সাধারণ একজন মানুষ হিসেবে। এই বডি ফরমেশনের বিষয়টি দারুণ। শুভ বলেন, ‘আমি আসলে প্রতিটা চরিত্রের জন্য একটা টাইম নিই। আমি এক ধরনের চরিত্রে একটানা কাজ করি না। তাই আমার প্রতিটি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি থাকে।’
‘উনিশ ২০’-এ যেমন সাড়া
আরিফিন শুভ এককথায় বললেন, ‘বেশ ভালো সাড়া পাচ্ছি।’
চরিত্র বুঝে ফিটনেস
সময় নির্ধারণ করে দেয় ফিটনেস রুটিন। আরিফিন শুভ কখন কোন চরিত্রে অভিনয় করছেন রুটিন নির্ভর করছে তার ওপর। আসলে সবকিছুই নিয়ন্ত্রণ করে তাঁর অভিনীত চরিত্রের অবয়বগত বৈশিষ্ট্য। সে চরিত্রের ভিত্তিতেই শুভ সিদ্ধান্ত নেন, কখন রোগা-পাতলা বা লিকলিকে আর কখন পেশিবহুল হতে হবে। তাই ব্যায়ামের রুটিনও এসব বিষয়ের ওপর নির্ধারিত হয়।
‘আসলে আমাদের মাসল সব মেমোরি রেকর্ড করে রাখে। আমরা যারা দৈনন্দিন জীবনে শরীরচর্চা ও স্পোর্টসের সঙ্গে জড়িত, তাদের এটা ভেতরেই থেকে যায়।’ বলেন আরিফিন শুভ।
স্ট্রেচিং ও মেডিটেশন
শুভ যোগব্যায়াম তেমন একটা করেন না। তবে স্ট্রেচিং ও নিয়মিত মেডিটেশন করেন।
জিম নাকি ফ্রি হ্যান্ড
জিমে যাবেন নাকি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, সেটা নির্ভর করে তিনি কোথায় আছেন তার ওপর। শুভ জানান, যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁরা এই দুটি জিনিসই সমানভাবে মেনে চলেন। কারণ, একটি অন্যটির সঙ্গে জড়িত।
সকালে ঘুম ভাঙার পর
সকালে ঘুম ভেঙেই নিয়ম মেনে তেমন কিছুই করেন না বলে জানান শুভ। তবে ঘুম থেকে উঠে তোকমা ভেজানো পানি পান করেন।
শরীর ডিটক্স রাখতে
‘আমার কোনো ধরনের আসক্তি নেই। তাই আলাদা করে ডিটক্স করার প্রয়োজন পড়ে না।’ বলেছেন শুভ। তবে তিনি মাংস ও তৈলাক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলেন এবং পর্যাপ্ত পানি পান করেন। নিয়মিত প্রায় ৪ লিটার পানি পানের চেষ্টা করেন। তাই শরীরে বিষাক্ত পদার্থ জমলেও তা অনেকটাই অপসারণ হয়ে যায় বলে মনে করেন তিনি।
ত্বক সুন্দর রাখতে
ত্বক সুন্দর ও সুস্থ রাখতে খুব নিয়ম মেনে তেমন কিছুই করেন না শুভ। তবে ত্বক ভালোভাবে পরিষ্কার রাখেন এবং ময়শ্চারাইজার ব্যবহার করেন।
ঘুমের রুটিন
পর্যাপ্ত ঘুমের বিষয়টিকে ভীষণ গুরুত্ব দেন। শুভ বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। আবার সকালে ঘুম থেকে ওঠারও চেষ্টা করি। আমি আসলে যাঁদের সঙ্গে কাজ করি, তাঁরা এটা ভালো করেই জানেন, আমি ১২ ঘণ্টার বেশি কাজ করি না। এটা বলেই আমি চুক্তিবদ্ধ হই। যদিও আমাদের দেশের বাস্তবতায় এটা সব সময় হয়ে ওঠে না। তবে চেষ্টা করি ঘুমের রুটিনটা ঠিক রাখার।’
সুস্থ ও সুন্দর থাকতে জিম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ,স্ট্রেচিং ও নিয়মিত মেডিটেশন করেন।
ফিটনেস বিষয়ে পরামর্শ
বিশৃঙ্খল জীবনযাপন শরীর ফিট রাখতে পারে না। শুভ বলেন, ‘ফিটনেস জিমে হয় না। ফিটনেসের প্রথম মন্ত্র হলো নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর প্রথম শর্ত হলো শৃঙ্খলা। এ ব্যাপারটা এক দিনে আসে না। শরীরচর্চার পাশাপাশি বিশ্রাম তথা ঘুম সমান গুরুত্বপূর্ণ। আপনি ৮ থেকে ৯ ঘণ্টা শরীরচর্চা করে যদি
সঠিক জীবনযাপন না করেন, তাহলে লাভ নেই।’
সিক্স প্যাকের শুভ থেকে অপু
‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্রে আরিফিন শুভকে দেখা গেছে সিক্স প্যাকে। কিন্তু ‘উনিশ ২০’-এ তাঁকে দেখা গেছে সাধারণ একজন মানুষ হিসেবে। এই বডি ফরমেশনের বিষয়টি দারুণ। শুভ বলেন, ‘আমি আসলে প্রতিটা চরিত্রের জন্য একটা টাইম নিই। আমি এক ধরনের চরিত্রে একটানা কাজ করি না। তাই আমার প্রতিটি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি থাকে।’
‘উনিশ ২০’-এ যেমন সাড়া
আরিফিন শুভ এককথায় বললেন, ‘বেশ ভালো সাড়া পাচ্ছি।’
শেষের কবিতায় রবীন্দ্রনাথ কেতকী, মানে কেটি মিত্রকে নিয়ে বলেছেন, ‘জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল।’ আর পরবর্তী বয়সে? সেই সরল ঠোঁটকে খানিকটা অতিরঞ্জিত করতেই বাড়তি প্রসাধন ব্যবহার করত সে। কোমর ছাড়িয়ে যাওয়া চুলে সে চালিয়ে দিয়েছিল কাঁচি..
৩ ঘণ্টা আগেঅফিসে কাজের চাপ থাকবেই। তবে মাঝে মাঝে কাজের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে তা হয়ে দাঁড়ায় মানসিক চাপের কারণ। কিন্তু রোজ যে কাজগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মানসিক চাপে থাকলে নিজের ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ে। তাই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে কয়েকটা উপায় যদি অবলম্বন করা হয়...
৩ ঘণ্টা আগেবৈশাখের তপ্ত দিনে ঠাকুরবাড়ির হেঁশেলঘরে কী রান্না হতো? প্রশ্নটা রবীন্দ্রপ্রেমীদের মনে জাগতেই পারে। ঠাকুরবাড়ির সদস্যরা রোদের প্রকোপ থেকে বাঁচতে ত্বকের যেভাবে যত্ন নিতেন, তা থেকে ধারণা করা যায়, তাঁরা এই সময়ে খাওয়াদাওয়ার ব্যাপারেও ছিলেন সচেতন। পঁচিশে বৈশাখ উপলক্ষে থাকছে ‘ঠাকুরবাড়ির রান্না...
৩ ঘণ্টা আগেআজ ৪ মে, কিংবদন্তি তারকা অড্রে হেপবার্নের জন্মদিন। অড্রে কেবল একজন চলচ্চিত্র তারকাই নন, তিনি ছিলেন সৌন্দর্য ও শৈলীর জীবন্ত প্রতিমা। তাঁর চপলতা, কোমলতা ও সহজাত সৌন্দর্য আজও সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে গেঁথে রয়েছে। এই সৌন্দর্যের জন্য কী করতেন তিনি? খুব বেশি কিছু নয়, বেশ কয়েকটি ভালো অভ্যাসই তাঁকে এত
১৯ ঘণ্টা আগে