Ajker Patrika

বই ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক
বই ভালো রাখার উপায়

কেনা আর উপহার মিলিয়ে নিশ্চয়ই বসার ঘরের সেন্টার টেবিলে স্তূপের মতো জমেছে বই। এত বই রাখবেন কোথায় ও কীভাবে, তা নিয়ে নিশ্চয়ই টেনশন হচ্ছে? ঘরে নতুন বই আসা মানে শেলফে বাড়তি জায়গা বের করা। আবার সঠিক উপায়ে সংরক্ষণ করতে না পারলে বই দ্রুত নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন বই সংরক্ষণ করতে কয়েকটি উপায় মেনে চলতে পারেন।  

  • বইয়ের শেলফ এমন ঘরে রাখা উচিত যেখানে আলো-বাতাস প্রবেশ করে। স্যাঁতসেঁতে ঘরে বই রাখা উচিত নয়। এতে বই ভালো থাকে না। যে ঘরের আর্দ্রতা কম, সেই ঘরে বই বেশি দিন ভালো থাকে।
  • বই পড়ার ও কেনার অভ্যাস থাকলে বেত, কাঠ বা বোর্ডের শেলফ বানিয়ে নিন। মোটা বই রাখার জন্য কাঠের বুকশেলফ ভালো। বোর্ডের হলে শেলফের নিচের তাকে ভারী ও ওপরের দিকে হালকা ওজনের বই রাখুন। এতে শেলফ অনেক দিন ভালো থাকবে।
  • ম্যাগাজিন বা পাতলা মলাটের বই আড়াআড়ি করে এবং শক্ত মলাটের বই দাঁড় করিয়ে রাখুন। এতে বইয়ের পৃষ্ঠাগুলো ভালো থাকবে।
  • পোকামাকড় থেকে বই বাঁচাতে বুকশেলফের ভেতর তেজপাতা, লবঙ্গ ও শুকনা মরিচ রাখুন। ন্য়াপথলিন রাখলেও বই ভালো থাকবে। বইয়ের ভাঁজে নিমপাতা রাখলে বই পোকায় কাটবে না।
  • মাসে অন্তত একবার বুকশেলফ থেকে সব বই নামিয়ে ঝেড়ে-মুছে আবার রাখুন। এতে বইয়ে ধুলোর গন্ধ হবে না। বই মোছার জন্য শুকনো সুতি কাপড় ব্যবহার করা ভালো।
  • বিষয়ভিত্তিক আকারে বা লেখকের নাম অনুসারে বই সাজিয়ে রাখুন। এতে সহজে বই খুঁজে পাওয়া যাবে এবং বুকশেলফও গোছানো থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

মেটার ডেটা সেন্টার হওয়ার পর শুকিয়ে যাচ্ছে স্থানীয়দের টিউবওয়েল

ভারতীয় নারী ক্রিকেটারের খেলা দেখে ভাষা হারিয়ে ফেলেছেন মারুফা

১০ বছরের প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ