Ajker Patrika

বিটাকের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৩

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) বিভিন্ন পদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৩৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদগুলো হলো এস্টিমেটর, লাইব্রেরিয়ান, সহকারী গুদামরক্ষক, জুনিয়র ড্রাফটসম্যান, পাম্প ড্রাইভার।

এ ছাড়া জুনিয়র টেকনিশিয়ানের অধীনে মেশিন টুলস অপারেশন, জেনারেল ইলেকট্রনিকস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি। জুনিয়র টেকনিশিয়ানের অধীন অটোমোটিভ পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটাকের ১১তম গ্রেড থেকে ১৮তম গ্রেড পর্যন্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে গৃহীত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের আলোকে উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র বিটাকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রার্থীর স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত