Ajker Patrika

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব-২

গাজী মিজানুর রহমান
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১: ৫৯
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব-২

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির সিলেবাস চার ভাগে বিভক্ত: ১. বাংলা-২৫; ২. ইংরেজি-২৫; ৩. গণিত-২৫; ৪. সাধারণ জ্ঞান-২৫। গত সংখ্যায় বাংলা, ইংরেজি ও গণিত নিয়ে আলোচনা হয়েছে। বাকি ছিল সাধারণ জ্ঞান অংশ। আজ সাধারণ জ্ঞান ও নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির সাহায্যকারী বই নিয়ে চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব। আপনারা যাঁরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আশা করি তাঁরা উপকৃত হবে।

সাধারণ জ্ঞান
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়। তবে বাংলাদেশ বিষয়াবলি থেকে প্রশ্ন থাকে ১০-১৪টির মতো। তাই পড়তে পারেন:

  • বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি এবং বাংলাদেশ ও জাতিসংঘ-সম্পর্কিত প্রশ্ন।
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ।
  • মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, মুজিবনগর সরকার।
  • ছয় দফা, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন, আগরতলা ষড়যন্ত্র মামলা।
  • ইউনেসকো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, ৭ মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও সুন্দরবনের স্বীকৃতি।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
  • বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন। যেমন GDP প্রবৃদ্ধি, মাথাপিছু আয়।
  • প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপাধি।
  • বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনার অবস্থান ও প্রতিষ্ঠা।
  • বাংলা নববর্ষ-সম্পর্কিত প্রশ্ন।
  • আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর।
  • বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
  • বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
  • ক্রিকেট খেলা ও বিশকাপ ফুটবল ২০২২।
  • সাধারণ বিজ্ঞান থেকে কিছু কমন প্রশ্ন আসে; যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম, বিভিন্ন প্রকার কালচার (যেমন এপি কালচার, পিসি কালচার), রোগব্যাধি থেকে এক-দুটি কমন প্রশ্ন আসে।
  • জলবায়ু ও বায়ুমণ্ডল।
  • বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও মধ্যযুগের ইতিহাস। এ ক্ষেত্রে কিছু কমন প্রশ্ন থেকে এক-তিনটি প্রশ্ন করা হয়।
  • ICT থেকে এক-দুই কমন প্রশ্ন আসে; যা এমনিতেই পারবেন আগে সামান্য ধারণা থাকলে।

বি.দ্র. আসলে সাধারণ জ্ঞানের কনসেপ্ট অনেক বড়, তারপরও আমি এখানে ছোট করার চেষ্টা করেছি। এখানে টপিক বেশি মনে হলেও আসলে পড়া কম।

  • শিক্ষক নিবন্ধন Analysis/ BCS Preliminary Analysis/প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis
  • অ্যাসিওরেন্স/প্রফেসরস বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক। (যাঁদের হাতে সময় আছে পুরো বইটি ভালোভাবে শেষ করে নেবেন। অন্যান্য পরীক্ষায়ও কাজে দেবে। আর হাতে তেমন সময় না থাকলে কেবল ৩৫তম-৪৪তম প্রশ্নগুলো ভালো করে পড়ুন। অবশ্যই সুশাসন ও নৈতিকতা বাদ দিয়ে। তবে বিজ্ঞানের অংশটুকু ১০ম-৪৪তম পর্যন্তই পড়তে হবে)।
  • ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও English Grammar.
  • Authentic Model Test & Short Suggest (বাসায় বসে পরীক্ষার আগে Practice-এর জন্য)।

আশা করি, এই সাজেশনটি ফলো করলে অনেক বেশি উপকৃত হবেন।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত