Ajker Patrika

নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের বিকল্প নেই

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মেধাতালিকায় (কলেজ পর্যায়) প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবীব। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে আহসান হাবীবের বেড়ে ওঠা। তার সফলতার গল্প শুনে লিখেছেন জেলি খাতুন

জেলি খাতুন
আহসান হাবীব। ছবি: সংগৃহীত
আহসান হাবীব। ছবি: সংগৃহীত

আহসান হাবীব ২০১৫ সালে স্থানীয় বলুহর শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। এরপর কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন ২০১৭ সালে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাফল্য

এ ফল আহসান হাবীবের কর্মজীবনের প্রথম সাফল্য। প্রথমবারের মতো নিবন্ধন পরীক্ষা দিয়ে তিনি কলেজ পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। আহসান হাবীব বলেন, ‘ফল পাওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। ফল প্রকাশের পর থেকে আমার যেসব শুভানুধ্যায়ী আছেন, তারা আমার প্রতি আকাশ–ছোঁয়া ভালোবাসা দেখিয়েছেন। যা সত্যি নিজের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে। এই ভালোলাগা শেষ হওয়ার নয়।’

সাফল্যের পেছনের গল্প

আহসান হাবীবের সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারিগর ছিলেন তার মেজো ভাই মো. টিটোন হোসেন। তিনি নিরবচ্ছিন্নভাবে তাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। মূলত বড় ভাইয়ের সার্বিক দিকনির্দেশনা, আর্থিক ও মানসিক সমর্থন এবং নিজের অক্লান্ত পরিশ্রমে তিনি এই সাফল্য পেয়েছেন।

কৌশলী প্রস্তুতি

বর্তমানে চাকরির বাজার অনেক প্রতিযোগিতাপূর্ণ। আহসান হাবীব বলেন, ‘নিজেকে টিকিয়ে রাখার এই প্রতিযোগিতাপূণ পরিস্থিতিতে একটু ভিন্নভাবে উপস্থাপনের বিকল্প নেই। আমি সর্বদা কৌশল অবলম্বন করে পড়াশোনা করেছি। বিশেষ করে লিখিত পরীক্ষায় ভালো করতে হলে সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। ১ মাসের মত প্রস্তুতি নিয়েছিলাম। প্রতিদিন আমার বাছাই করা প্রশ্নগুলো ঘড়ি ধরে লেখার প্রস্তুতি নিতাম। যেভাবে আমরা পরীক্ষার হলে লিখি, ঠিক ততটুকু সময়ে লিখে শেষ করার প্রস্তুতি নিতাম। আর আমাদের যেহেতু থিওরিক্যাল সাবজেক্ট, সেহেতু লেখার কোনো বিকল্প নেই।’

পরীক্ষার হলের কৌশল

পরীক্ষার হলে লেখার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুণ, ১০০ নম্বরের জন্য সময় ৩ ঘণ্টা বা ১৮০ মিনিট। তাহলে ১ মার্কসের জন্য সময় ১.৮ মিনিট সময় পাওয়া যায়। এভাবে অনুপাত করে ভাগ করে লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্নে যেমন নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে, একইভাবে শেষের প্রশ্নেও একই নম্বর পাওয়া সম্ভব। সুতরাং পড়া এবং লেখার ক্ষেত্রে গতানুগতিক নিয়মের বাইরে এসে কৌশলী হতে হবে।

প্রস্তুতিতে সামাজিক মাধ্যমের ব্যবহার

পরীক্ষার প্রস্তুতির সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। প্রস্তুতি সহায়ক ব্যবহারের ফলে এই মাধ্যম থেকেই উপকৃত হওয়া সম্ভব। যেমন ধরুণ, এনটিআরসিএ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও সাজেশন পাওয়া যায়। আহসান হাবীব বলেন, ‘পরীক্ষা, সার্কুলারের নোটিশ সংক্রান্ত তথ্যগুলো আমি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগ্রহ করেছি।’

ভবিষ্যত পরিকল্পনা

আহসান হাবীব স্বপ্নের সমান মানুষ হতে চান। তিনি বলেন, ‘ভবিষ্যতে আরও উচ্চতর ডিগ্রি অর্জনের ইচ্ছা আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ারও স্বপ্ন রয়েছে।’

নতুনদের জন্য পরামর্শ

আহসান হাবীব বলেন, ‘নতুনদের উদ্দেশ্যে একটাই পরামর্শ, সফলতা না আসা পর্যন্ত লেগে থাকতে হবে। হতাশ হওয়া যাবে না এবং গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। পড়াশোনা করতে হবে কৌশল অবলম্বন করে। শিক্ষক নিবন্ধনে পরীক্ষায় যারা নতুন, তাদের জন্য প্রিলির ক্ষেত্রে পরামর্শ থাকবে, বিগত বছরে বিভিন্ন পরিক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করা। এ ক্ষেত্রে জব সলুশানের সহায়তা নেওয়া যেতে পারে। নিবন্ধন প্রিলিতে যেহেতু ৪০ নম্বর, এখানে পাসকরা খুবই সহজ।’

লিখিতের প্রস্তুতির বিষয়ে আহসান হাবীব বলেন, ‘এ ক্ষেত্রে আমার প্রস্তুতি ছিল ১ মাসের মত। নতুনদের উদ্দেশ্যে লিখিতের জন্য পরামর্শ থাকবে, প্রথমে লিখিতের জন্য বিষয়ভিত্তিক বই সংগ্রহ করতে হবে। বাজারে নানান সিরিজের বই আছে, যেকোনো একটা বই সংগ্রহ করে প্রশ্ন এনালাইসিস করতে হবে।

বিগত বছরে কোনগুলা বেশি এসেছে, সেসব প্রশ্ন একত্রিত করে একটি ডায়েরিতে নোট করে সেগুলা সময় নিয়ে পড়তে হবে।

পড়ার সময় শুধু বাজারের গাইডই না, বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে প্রতিটা প্রশ্ন খাতায় লিখে লিখে চর্চা করতে হবে। যেন প্রশ্নের উত্তরে তথ্যের কেনো ঘাটতি না থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত