Ajker Patrika

৪৩তম বিসিএসে নতুন করে আবেদনের সুযোগ পেলেন ২৬ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২১, ১৪: ০৭
৪৩তম বিসিএসে নতুন করে আবেদনের সুযোগ পেলেন ২৬ জন


ঢাকা: ৪৩তম বিসিএসে ভুল তথ্য দিয়ে আবেদনপত্র জমা দেওয়া ২৬ জন নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছেন। আগামী ৩০ জুন ৪৩তম বিসিএসে আবেদনের শেষ সময়। এই সময়ের মধ্যেই তাদের নতুন করে আবেদন করতে হবে। শুরুতে তারা যে আবেদন করেছিলেন তা বাতিল করা হয়েছে। এই ২৬ জনের করা দরখাস্তের প্রেক্ষিতেই বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) এমন সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পিএসসি।

এ প্রসঙ্গে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন আজকের পত্রিকাকে বলেন, নতুন করে আবেদনের সুযোগ চেয়ে ২৬ জন কমিশন বরাবর দরখাস্ত করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ৪৩তম বিসিএসের আবেদনের নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের নতুন করে আবেদন করতে হবে। এই সময় শেষ হবে আগামী ৩০ জুন সন্ধ্যা ছয়টায়।

অনলাইনে ৪৩তম বিসিএসের আবেদন গত বছরের ৩০ ডিসেম্বরে শুরু হয়। আর করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয় গত বছরের ১৭ মার্চ। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা সময়মতো না হওয়ায় অনেক শিক্ষার্থী ৪৩তম বিসিএসে আবেদন করতে পারেননি। এ জন্য ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিকে অনুরোধ জানিয়ে চিঠি দেয় ইউজিসি। এ অবস্থায় তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ায় পিএসসি। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এবার বিসিএসে ৪ লাখ ৮ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ১৫ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছিল। পরে এটা পরিবর্তন করে ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত