Ajker Patrika

৪৪ তম বিশেষ বিসিএসে শুধু মৌখিক পরীক্ষায় নিয়োগ হবে ৪০৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ২৪
৪৪ তম বিশেষ বিসিএসে শুধু মৌখিক পরীক্ষায় নিয়োগ হবে ৪০৯ চিকিৎসক

শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে ৪৪ তম বিশেষ বিসিএস পরীক্ষা।  এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ৪০৯ জন চিকিৎসক। যদিও অন্যান্য বিশেষ বিসিএসে প্রিলিমিনারি এবং ভাইভা হয়েছে। এ জন্য পিএসসির নিয়োগ বিধিমালাও সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। 

আবুল কাশেম মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিসিএস নিয়োগ বিধিমালা-১৯৮১ সংশোধন করে গেজেট হয়ে গেছে। এই বিসিএসের মাধ্যমে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নিয়োগ হবে। এটা কোনো এন্ট্রি লেভেলের পদ নয়, সিনিয়র স্কেলের পদ। দেশের বিভিন্ন হাসপাতালে অ্যানেস্থেসিওলজির সংকট রয়েছে। এই পদে নিয়োগের প্রস্তাব গত বুধবার (৩০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কবে নাগাদ ৪৪ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো আমাদের কাছে চাহিদাপত্র আসেনি। আমাদের কাছে চাহিদাপত্র এলেই আমরা নিয়োগের প্রক্রিয়া শুরু করবো। 

শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় আমাদের যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই পরীক্ষার ব্যবস্থা করবো। যদি মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নির্দেশনা থাকে এবং সে অনুযায়ী বিধি সংশোধন করা হয়, তবে সেভাবেই নিয়োগ হবে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে অ্যানেস্থেসিওলজির শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা রয়েছে। এ পদে নিয়োগ পেতে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এ ছাড়া এ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 

উল্লেখ্য, করোনা মহামারি মোকাবিলায় দুটি বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে ৩৯ তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আর ৪২ তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের পর মৌখিক পরীক্ষা চলছিল। করোনার কারণে আপাতত স্থগিত রয়েছে। 

এ ছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩৯ তম বিসিএসের নন-ক্যাডার থেকে দুই হাজার চিকিৎসক নেওয়া হয়েছে। ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত