Ajker Patrika

আজ আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি আরবের 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৮: ০৫
আজ আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি আরবের 

মুসলিমদের আজ রোববার সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। হিজরি বর্ষপঞ্জি অনুসারে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ শাবান শেষে রমজান শুরু হয়।

রমজান বিশ্বজুড়ে মুসলিমদের জন্য রোজা, নামাজ, সংযম এবং ঐক্যের পবিত্র মাস। খালি চোখে বা দুরবিন ব্যবহার করে চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের তাঁদের পর্যবেক্ষণ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

সাক্ষীদের নিকটস্থ আদালতে তাঁদের অনুসন্ধান উপস্থাপন করতে উৎসাহিত করা হয়। এ ছাড়া তাঁদের স্থানীয় কেন্দ্রগুলোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, যেখানে তাঁদের উপযুক্ত আদালতে খবর দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হবে। 

ইসলামে চাঁদ দেখার নিয়ম গভীরভাবে অনুসরণ করা হয়। রমজানের সূচনাকে সংজ্ঞায়িত করার জন্যও এটি গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত