Ajker Patrika

আজ আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি আরবের 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৮: ০৫
আজ আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি আরবের 

মুসলিমদের আজ রোববার সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ খোঁজার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। হিজরি বর্ষপঞ্জি অনুসারে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ শাবান শেষে রমজান শুরু হয়।

রমজান বিশ্বজুড়ে মুসলিমদের জন্য রোজা, নামাজ, সংযম এবং ঐক্যের পবিত্র মাস। খালি চোখে বা দুরবিন ব্যবহার করে চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের তাঁদের পর্যবেক্ষণ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

সাক্ষীদের নিকটস্থ আদালতে তাঁদের অনুসন্ধান উপস্থাপন করতে উৎসাহিত করা হয়। এ ছাড়া তাঁদের স্থানীয় কেন্দ্রগুলোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, যেখানে তাঁদের উপযুক্ত আদালতে খবর দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হবে। 

ইসলামে চাঁদ দেখার নিয়ম গভীরভাবে অনুসরণ করা হয়। রমজানের সূচনাকে সংজ্ঞায়িত করার জন্যও এটি গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত