ইসমাঈল সিদ্দিকী, ইসলামবিষয়ক গবেষক
ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, উৎপাদন ও বণ্টন মানুষের জীবনের এক বিশাল অংশ দখল করে আছে। এসব এমন এক বাস্তবতা, যা ছাড়া মানবজীবন অচল হয়ে পড়ে। এই চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইসলাম নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিতে যে ব্যবসা করা হয়, তা বৈধ।’ (সুরা আন-নিসা: ২৯)
ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহের গুরুত্ব ইসলামে অনস্বীকার্য। সততা ও আমানতদারির সঙ্গে বৈধপথে ব্যবসা-বাণিজ্য করলে কিয়ামতের দিন নবী ও শহীদদের সঙ্গী হবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (তিরমিজি: ১২০৯)
যারা ব্যবসায় প্রতারণার আশ্রয় নেবে, ওজনে কম দেবে, কৃত্রিম সংকট তৈরি করবে কিংবা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেবে, কোরআন-হাদিসে তাদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, ‘ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়। তাদের অবস্থা হলো, মানুষের কাছ থেকে নেওয়ার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদের ওজন করে বা মেপে দেওয়ার সময় কম দেয়। এরা কি চিন্তা করে না—একটি মহাদিবসে এদের উঠানো হবে?’ (সুরা মুতাফফিফিন: ১-৬)
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কোনো ধরনের কথা বলবেন না, তাদের প্রতি ভ্রূক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের একজন—যে ব্যক্তি তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা কসম খেয়ে বিক্রি করে।’ (তিরমিজি: ১০৬)
ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, উৎপাদন ও বণ্টন মানুষের জীবনের এক বিশাল অংশ দখল করে আছে। এসব এমন এক বাস্তবতা, যা ছাড়া মানবজীবন অচল হয়ে পড়ে। এই চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইসলাম নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিতে যে ব্যবসা করা হয়, তা বৈধ।’ (সুরা আন-নিসা: ২৯)
ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহের গুরুত্ব ইসলামে অনস্বীকার্য। সততা ও আমানতদারির সঙ্গে বৈধপথে ব্যবসা-বাণিজ্য করলে কিয়ামতের দিন নবী ও শহীদদের সঙ্গী হবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (তিরমিজি: ১২০৯)
যারা ব্যবসায় প্রতারণার আশ্রয় নেবে, ওজনে কম দেবে, কৃত্রিম সংকট তৈরি করবে কিংবা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেবে, কোরআন-হাদিসে তাদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, ‘ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়। তাদের অবস্থা হলো, মানুষের কাছ থেকে নেওয়ার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদের ওজন করে বা মেপে দেওয়ার সময় কম দেয়। এরা কি চিন্তা করে না—একটি মহাদিবসে এদের উঠানো হবে?’ (সুরা মুতাফফিফিন: ১-৬)
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কোনো ধরনের কথা বলবেন না, তাদের প্রতি ভ্রূক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের একজন—যে ব্যক্তি তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা কসম খেয়ে বিক্রি করে।’ (তিরমিজি: ১০৬)
রোজার মৌখিক নিয়ত যেকোনো ভাষায় হতে পারে। একান্ত আরবি ভাষায় হওয়া জরুরি নয়। (জাওয়াহিরুল ফিকহ: ১ / ৩৭৮)। বরং যারা আরবি বোঝে না, তাদের জন্য আরবিতে নিয়ত না করাই কর্তব্য। কারণ নিয়ত পড়া জরুরি নয়, নিয়ত করাই জরুরি।
৭ ঘণ্টা আগেরাসুল (সা.) সাহাবিদের তিনজন নেককার ব্যক্তির গল্প শুনিয়েছিলেন। হাদিসের ভাষ্যে স্পষ্টভাবে তাঁদের নাম ও বাসস্থানের কথা উল্লেখ নেই। তবে তাঁরা যে বনি ইসরাইলের লোক ছিলেন, এ কথার উল্লেখ আছে। এ গল্পে আল্লাহর ভয়, মা–বাবার প্রতি সদাচার, দোয়ার শক্তি এবং সৎকর্মের মহত্ত্ব ফুটে উঠেছে।
৮ ঘণ্টা আগে‘জ্ঞানের তরে শহীদ’ উপাধি পাওয়া এবং বিশ্ববিশ্রুত হাদিস গ্রন্থ ‘সহিহ্ মুসলিম’ রচয়িতা ইমাম মুসলিম বিন হাজ্জাজের খ্যাতি জগতজোড়া। যার অক্লান্ত পরিশ্রমে হাদিস শাস্ত্রে যোগ হয়েছে অসামান্য সব প্রামাণ্য। আজকের অবসরে সংক্ষেপে এ মহান মনীষীর জীবন নিয়ে আলোকপাত করার প্রয়াস পাব।
১০ ঘণ্টা আগেনিয়মিত খাওয়াদাওয়া করার সময় যেসব আদব অনুসরণ করতে হয়, তা ইফতারের সময়ও অনুসরণ করা চাই। তবে ইফতারের রয়েছে বিশেষ কিছু সুন্নত ও আদব। যথা— এক. সময় হওয়ার পরপরই ইফতার করা: সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হয়ে কিংবা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার শুরু করে দেওয়া সুন্নত।
১৪ ঘণ্টা আগে