শরিফ আহমাদ ইসলামবিষয়ক গবেষক
টুপি ইসলামের নিদর্শন ও সৌন্দর্যের প্রতীক। রাসুল (সা.) এবং সাহাবায়ে-কেরাম সর্বত্র টুপি ব্যবহার করেছেন। কখনো টুপির ওপর পাগড়ি পরিধান করেছেন। তাই পুরুষদের জন্য টুপি ব্যবহার করা সুন্নত। টুপির অন্যতম বৈশিষ্ট্য ব্যবহারকারীর মাথার সঙ্গে লেগে থাকা।
হেলাল ইবনে ইয়াসাফ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন শাম দেশের রাকা শহরে যাই, তখন আমার কোনো একজন সঙ্গী আমাকে জিজ্ঞাসা করেন, ‘নবী কারিম (সা.)-এর কোনো সাহাবির সঙ্গে সাক্ষাতের আগ্রহ আছে কি?’ আমি বলি, ‘এটা তো আমার জন্য গনিমতস্বরূপ।’ তখন তিনি আমাকে ওয়াবিসা (রা.)-এর খেদমতে নিয়ে যান। আমি আমার সঙ্গীকে বলি, ‘আমরা প্রথমে বেশভূষার প্রতি নজর করব। আমরা তাকে মস্তকের সঙ্গে মিলিত একটি টুপি পরিহিত অবস্থায় দেখতে পাই, যার দুদিক কানের মতো উঁচু ছিল এবং রেশম ও পশম দ্বারা তৈরি ছিল।’ (আবু দাউদ: ৯৪৮)
টুপি মাথায় দিয়ে নামাজ পড়া গুরুত্বপূর্ণ সুন্নত। খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। আল্লাহ তাআলা সুরা আরাফের ৩১ নম্বর আয়াতে নামাজের সময় সাজসজ্জা পরিধান করার নির্দেশ দিয়েছেন। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একদা তিনি তাঁর গোলাম নাফে (রহ.)-কে খালি মাথায় নামাজ আদায় করতে দেখলেন। এরপর তাকে বললেন, ‘তুমি যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাও, তাহলে কি তুমি খালি মাথায় তার সঙ্গে সাক্ষাৎ করতে
পারবে?’ তিনি বলেন, ‘না’। তখন ইবনে ওমর (রা.) বললেন, ‘আল্লাহ অধিক হকদার; তাঁর জন্য সৌন্দর্যবর্ধন করো।’ (দুরুস শাইখ আলবানি: ২৫; ফাতওয়া শাইখ আলবানি: ২৫৩)
সাধারণত ঘরে থাকা অবস্থায় টুপি না পরার অবকাশ আছে। তবে পরা উত্তম। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানবিশিষ্ট টুপি পরতেন আর ঘরে শামি টুপি পরতেন। (আখলাকুন নুবুওয়্যাহ)
টুপি ইসলামের নিদর্শন ও সৌন্দর্যের প্রতীক। রাসুল (সা.) এবং সাহাবায়ে-কেরাম সর্বত্র টুপি ব্যবহার করেছেন। কখনো টুপির ওপর পাগড়ি পরিধান করেছেন। তাই পুরুষদের জন্য টুপি ব্যবহার করা সুন্নত। টুপির অন্যতম বৈশিষ্ট্য ব্যবহারকারীর মাথার সঙ্গে লেগে থাকা।
হেলাল ইবনে ইয়াসাফ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন শাম দেশের রাকা শহরে যাই, তখন আমার কোনো একজন সঙ্গী আমাকে জিজ্ঞাসা করেন, ‘নবী কারিম (সা.)-এর কোনো সাহাবির সঙ্গে সাক্ষাতের আগ্রহ আছে কি?’ আমি বলি, ‘এটা তো আমার জন্য গনিমতস্বরূপ।’ তখন তিনি আমাকে ওয়াবিসা (রা.)-এর খেদমতে নিয়ে যান। আমি আমার সঙ্গীকে বলি, ‘আমরা প্রথমে বেশভূষার প্রতি নজর করব। আমরা তাকে মস্তকের সঙ্গে মিলিত একটি টুপি পরিহিত অবস্থায় দেখতে পাই, যার দুদিক কানের মতো উঁচু ছিল এবং রেশম ও পশম দ্বারা তৈরি ছিল।’ (আবু দাউদ: ৯৪৮)
টুপি মাথায় দিয়ে নামাজ পড়া গুরুত্বপূর্ণ সুন্নত। খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। আল্লাহ তাআলা সুরা আরাফের ৩১ নম্বর আয়াতে নামাজের সময় সাজসজ্জা পরিধান করার নির্দেশ দিয়েছেন। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একদা তিনি তাঁর গোলাম নাফে (রহ.)-কে খালি মাথায় নামাজ আদায় করতে দেখলেন। এরপর তাকে বললেন, ‘তুমি যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাও, তাহলে কি তুমি খালি মাথায় তার সঙ্গে সাক্ষাৎ করতে
পারবে?’ তিনি বলেন, ‘না’। তখন ইবনে ওমর (রা.) বললেন, ‘আল্লাহ অধিক হকদার; তাঁর জন্য সৌন্দর্যবর্ধন করো।’ (দুরুস শাইখ আলবানি: ২৫; ফাতওয়া শাইখ আলবানি: ২৫৩)
সাধারণত ঘরে থাকা অবস্থায় টুপি না পরার অবকাশ আছে। তবে পরা উত্তম। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানবিশিষ্ট টুপি পরতেন আর ঘরে শামি টুপি পরতেন। (আখলাকুন নুবুওয়্যাহ)
সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও উত্তম মানুষ। নবীজি (সা.)-এর প্রতি তাদের গভীর ভালোবাসা ছিল, যার কারণে তাঁরা তাঁর প্রতিটি কথা ও কাজ অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করেছেন। এমনকি তিনি কোন কাজ কোন হাতে এবং কোন দিক থেকে শুরু করতেন, তাও তাঁরা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।
১ ঘণ্টা আগেআল্লাহ তাআলা তাঁর বান্দার কল্যাণের জন্য অসংখ্য নেয়ামত দান করেছেন। এর মধ্যে অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ হলো নামাজ, যার মধ্যে রয়েছে বান্দার মুক্তি ও কল্যাণ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যার মাধ্যমে মুমিন ব্যক্তি তাঁর রবের নৈকট্য অর্জন করতে পারে।
৩ ঘণ্টা আগেনেক কাজের দ্বারা পাপরাশি তখনই মাফ হবে, যখন তা সগিরা গুনাহ হবে। যদি কবিরা গুনাহ হয়, তাহলে অবশ্যই এর জন্য তওবা করতে হবে। আর অপরাধটা যদি কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে প্রথমে ওই ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
৬ ঘণ্টা আগেইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ ইবাদত হলো রোজা। আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে রোজার প্রতিদান দেবেন। এ ছাড়া জান্নাতে রোজাদারদের জন্য থাকবে বিশেষ প্রবেশপথ, যা দিয়ে একমাত্র তারাই প্রবেশ করবে।
১১ ঘণ্টা আগে