মাহমুদ হাসান ফাহিম, ইসলামবিষয়ক গবেষক
মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।
পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)
হিজরতের পর মহানবী (সা.) মদিনাকে আপন করে নিলেও মক্কার কথা ভুলতে পারেননি। মক্কায় ফিরে যাওয়ার জন্য হৃদয় সব সময় ব্যাকুল থাকত তাঁর। এ কারণে আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘যিনি তোমার জন্য কোরআনকে জীবনবিধান বানিয়েছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার প্রিয়ভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস: ৮৫)
দেশের প্রতি ভালোবাসা মানুষের ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত করে এবং পারস্পরিক সদাচরণ শেখায়। দেশাত্মবোধ অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে।
মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।
পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)
হিজরতের পর মহানবী (সা.) মদিনাকে আপন করে নিলেও মক্কার কথা ভুলতে পারেননি। মক্কায় ফিরে যাওয়ার জন্য হৃদয় সব সময় ব্যাকুল থাকত তাঁর। এ কারণে আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘যিনি তোমার জন্য কোরআনকে জীবনবিধান বানিয়েছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার প্রিয়ভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস: ৮৫)
দেশের প্রতি ভালোবাসা মানুষের ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত করে এবং পারস্পরিক সদাচরণ শেখায়। দেশাত্মবোধ অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে।
জীবনে প্রিয়জন হারানো এক অপূরণীয় বেদনা। এই কঠিন মুহূর্তে মানুষ কীভাবে আচরণ করবে, কেমনভাবে শোক প্রকাশ করবে—সেই বিষয়ে ইসলাম দিয়েছে পরিপূর্ণ দিকনির্দেশনা। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো—শোক প্রকাশে ভারসাম্য রাখা, কষ্টকে অস্বীকার না করা, আবার সীমালঙ্ঘনও না করা।
৩ ঘণ্টা আগেন্যায়পরায়ণতার গুরুত্ব অপরিসীম। শাসকের মৌলিক দায়িত্ব কর্তব্য হলো ন্যায়পরায়ণতার সঙ্গে জনগণের অধিকার আদায় এবং তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। মহান রব পবিত্র কোরআনে ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন।
২১ ঘণ্টা আগেআমাদের জীবনে গুনাহ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হলো ইস্তিগফার—আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রতিটি মুসলমানের উচিত, জীবনের প্রতিটি মুহূর্তে ইস্তিগফারের আমল করাটা যেন এক প্রাকৃতিক অভ্যাস হয়ে ওঠে। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত এই আমলটি পালন করতেন।
১ দিন আগেঅজু দৈনন্দিন জীবনে একাধিকবার ফিরে আসা এক পবিত্র চর্চা। যাঁরা অজুকে গুরুত্ব দেন, নিয়মিত অজু অবস্থায় থাকার চেষ্টা করেন, তাঁদের জন্য রয়েছে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির প্রতিশ্রুতি। অজু নামাজের পূর্বশর্ত।
১ দিন আগে