তানবিরুল হক আবিদ
কোরবানি মাহাত্ম্যপূর্ণ ইবাদত। অনেকেই ভাবেন, এটি শুধুমাত্র পশু জবাই আর মাংস খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আসলেই কি তাই! কোরবানির আসল তাৎপর্য অনেক গভীর এবং অন্তর্নিহিত। এটি শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং অন্তরের আত্মশুদ্ধি।
নিজের প্রিয় কিছু আল্লাহর নামে ত্যাগ করার মানসিকতা, মানবিক সহানুভূতি, আত্মত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ব কোরবানির মূল শিক্ষা।
কোরবানি ওয়াজিব প্রত্যেক মুসলমান, প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন, মুকিম, পুরুষ ও নারীর ওপর—যারা ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা রুপার মালিক থাকে। প্রয়োজনের অতিরিক্ত ভিন্ন ভিন্ন সম্পদের একত্র মূল্যের পরিমাণ যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার মূল্যের সমান হয়—তাহলেও কোরবানি ওয়াজিব হবে।
এ ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হওয়া আবশ্যক নয়। শুধু কোরবানির তিন দিন এই পরিমাণ সম্পদ থাকলেই হবে।
এক পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কোরবানি করা ওয়াজিব। স্বামী ও স্ত্রী দুজনই সম্পদশালী ও সামর্থ্যবান হলে স্বামী ও স্ত্রীর পক্ষ থেকে পৃথক কোরবানি করতে হবে। তবে স্ত্রীর সন্তুষ্টি ও অনুমতি সাপেক্ষে স্বামী তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারবে।
এ ছাড়া স্বামী কর্তৃক স্ত্রীর অনুমতি ছাড়াই তার পক্ষ থেকে কোরবানি করলেও, কোরবানি আদায় হয়ে যাবে। তবে এমনটি করা অনুচিত।
তথ্যসূত্র: ফাতাওয়া মাহমুদিয়া: ২৬/২৫০, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩০২, ফাতাওয়া তাতারখানিয়া: ১৭/৪৪৫, ইমদাদুল আহকাম: ৪/২১৩, ফাতাওয়া মাদানিয়া: ৩/২৯৮
আরও পড়ুন:
কোরবানি মাহাত্ম্যপূর্ণ ইবাদত। অনেকেই ভাবেন, এটি শুধুমাত্র পশু জবাই আর মাংস খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আসলেই কি তাই! কোরবানির আসল তাৎপর্য অনেক গভীর এবং অন্তর্নিহিত। এটি শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং অন্তরের আত্মশুদ্ধি।
নিজের প্রিয় কিছু আল্লাহর নামে ত্যাগ করার মানসিকতা, মানবিক সহানুভূতি, আত্মত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ব কোরবানির মূল শিক্ষা।
কোরবানি ওয়াজিব প্রত্যেক মুসলমান, প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন, মুকিম, পুরুষ ও নারীর ওপর—যারা ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা রুপার মালিক থাকে। প্রয়োজনের অতিরিক্ত ভিন্ন ভিন্ন সম্পদের একত্র মূল্যের পরিমাণ যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার মূল্যের সমান হয়—তাহলেও কোরবানি ওয়াজিব হবে।
এ ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হওয়া আবশ্যক নয়। শুধু কোরবানির তিন দিন এই পরিমাণ সম্পদ থাকলেই হবে।
এক পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কোরবানি করা ওয়াজিব। স্বামী ও স্ত্রী দুজনই সম্পদশালী ও সামর্থ্যবান হলে স্বামী ও স্ত্রীর পক্ষ থেকে পৃথক কোরবানি করতে হবে। তবে স্ত্রীর সন্তুষ্টি ও অনুমতি সাপেক্ষে স্বামী তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারবে।
এ ছাড়া স্বামী কর্তৃক স্ত্রীর অনুমতি ছাড়াই তার পক্ষ থেকে কোরবানি করলেও, কোরবানি আদায় হয়ে যাবে। তবে এমনটি করা অনুচিত।
তথ্যসূত্র: ফাতাওয়া মাহমুদিয়া: ২৬/২৫০, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩০২, ফাতাওয়া তাতারখানিয়া: ১৭/৪৪৫, ইমদাদুল আহকাম: ৪/২১৩, ফাতাওয়া মাদানিয়া: ৩/২৯৮
আরও পড়ুন:
আল্লাহর পথে মানুষকে আহ্বানের পথ বড়ই বন্ধুর। এ পথে বিপদ-আপদের কমতি নেই। আল্লাহর একান্ত অনুগ্রহ না থাকলে এ পথে টিকে থাকা মুশকিল। আল্লাহর পথে আহ্বানকারী বা দায়ির কাজ হলো মানুষকে প্রবৃত্তির দাসত্ব, বর্ণবৈষম্য ও ঐতিহ্য-আভিজাত্য থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপে দেওয়ার আহ্বান জানানো।
৬ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১৩ ঘণ্টা আগেজিহ্বা আল্লাহর নিয়ামত। জিহ্বার সঠিক ব্যবহার করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া মুমিনের দায়িত্ব। দুই পাটি দাঁতের মাঝখানের এই মাংসখণ্ডের ভুল ব্যবহার দুনিয়া-আখিরাত ধ্বংসের কারণ হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাঁর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এরশাদ করেন, ‘আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি...
১ দিন আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
২ দিন আগে